বাংলাদেশ নদী মাতৃক দেশ। ছোট/ বড় মিলে অসংখ্য নদী আছে। বড় নদী গুলোর মেঘনা, যমুনা, কীর্তিনাশা অন্যতম। কীর্তিনাশা হল পদ্মার আরেক নাম।
ভারতের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান শহরের নিকটে গঙ্গার মূল স্রোতধারা রাজশাহী জেলার দক্ষিণ দিয়ে পদ্মা নামে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। রাজশাহীর এই পদ্মার সাথে আমার লেখাপড়া জীবনের অনেক স্মৃতি জড়িত আছে, মাঝে মাঝে এখনো হারিয়ে যায়। রাজশাহী জেলার গোদাগাড়ির কাছে মহানন্দা নদী এই নদীর সাথে মিলিত হয়েছে। পদ্মার ইলিশের কথা আমাদের সবারই জানা, তো যাই হোক, এরপর এই নদী পাবনা জেলার দক্ষিণ-পূর্ব কোণে যমুনা নদীর সাথে মিলিত হয় গোয়ালন্দ ঘাটের কাছে - এরপর এই নদী পদ্মা নামে দক্ষিণ - পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। মানিক বন্দোপাধ্যায় এর পদ্মা নদীর মাঝি উপন্যাসে ফুটে উঠেছিল মাঝিদের জীবন যাত্রা। এই স্রোতধারাটি চাঁদপুরের কাছে এসে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই পদ্মা বিভক্ত করেছে বাংলাদেশের অনেক জেলাকে। গঙ্গা থেকে বিভাজিত অংশ থেকে মেঘনার সাথে মিলিত হওয়ার স্থান পর্যন্ত নদীটির মোট দৈর্ঘ্য প্রায় প্রায় ৩৬৬ কিলোমিটার। বাংলাদেশে পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন প্রায় ৩৪,১৮৮ বর্গকিলোমিটার। এই নদীর শাখা নদী গুলো হলো– কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি। এই নদীটি তীব্র স্রোতধারাটির রুদ্র মূর্তির কারণে একসময় প্রমত্তা নামে অভিহিত হতো।প্রতি বছর পদ্মার কবলে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের হাজার হাজার মানুষ।
১৯৭৫ খ্রিষ্টাব্দে ফারাক্কা বাঁধের কারণে এটি একটি শীর্ণ নদীতে পরিণত হয়েছে। এটি সেই ফারাক্কা বাঁধ। বাস থেকে তুলেছিলাম এবার ভারতে গিয়ে।
পাবনা জেলা আর কুষ্টিয়া জেলাকে একত্রিত করেছে পদ্মা নদীর উপর হার্ডিঞ্জ ব্রিজ যা ব্রিটিশ আমলের তৈরি। কোলকাতা থেকে নর্থ বেংগল এই ব্রিজই যোগাযোগ এর মাধ্যম ছিল, আর দেশ ভাগের পর আমারা এখনো এটার সুফল পাচ্ছি। হার্ডিঞ্জ ব্রিজ এর পাশে সড়ক সেতুও রয়েছে। নতুন পদ্মা সেতু যুক্ত করেছে ঢাকার সাথে দক্ষিণ বংগের ২২ জেলাকে। এই ছিল আমার পদ্মা নদীর কথা।
কেমন লাগলো জানাবেন, অগ্রিম ধন্যবাদ।
নতুন নতুন অনেক কিছু জানতে পেলাম আপনার পোস্ট থেকে, ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ছোট প্রশ্ন শিখা হলো এই পোস্ট থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ, অনেক সুন্দর লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit