" বাংলায় তারার মেলা" কমিউনিটির নিয়মাবলী 30/08/2022

in hive-185999 •  2 years ago 

➤আমরা বাংলাকে ভালোবাসি বাংলা ভাষাকে ভালোবাসি শুধুমাত্র তাই আমাদের কমিউনিটি " বাংলায় তারার মেলা " বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় এখানে লেখা যাবে না । অন্য কোনো ভাষায় লিখলে আমরা আপনার পোস্টটি mute করে দিবো।যদি কেউ কমিউনিটির নিয়ম ভঙ্গ করে তাকে কমিউনিটি থেকে ব্যান করা হবে, কেউ যদি ব্যান হয় তাকে একটি সুযোগ দেওয়া হবে তাও আলোচনা সাপেক্ষে। discord channel এর "Appeal" section এ আপীল করতে পারবেন নতুন করে কমিউনিটিতে অন্তর্ভুক্তির জন্য ।

➤ " বাংলায় তারার মেলা" কমিউনিটিতে রোমান হরফে বাংলা লেখা এখানে সম্পূর্ণরূপে নিষিদ্ধ । শুধুমাত্র বাংলা হরফ ব্যবহার করেই লেখা যাবে । উদাহরণ :- "Ami Ekjon balo lekhok ami balo lekhte pari amak support korun" এরকম লেখা যাবে না, তার বদলে লিখতে হবে "আমি একজন ভালো লিখক আমি ভালো লিখতে পারি আমাকে সাপোর্ট করুন "

➤ "বাংলায় তারার মেলা"কমিউনিটিতে ২৫০ শব্দের একটি লেখা লিখলে সর্বোচ্চ ৫ টি বানান ভুল tolerate করা হবে । অত্যধিক ভুল বানান সম্বলিত লেখা আমরা সাপোর্ট করবো না।

➤ কোনো পোস্টে বা কমেন্টে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না,রাজনৈতিক কোনো কথাবার্তা, ধর্মীয় কোনো কোনো কথা যা কারো মনে আঘাত আনতে পারে বা কটূ কথা, গালিগালাজ করা যাবে না। যদি করে তাহলে তাকে একেবারে ব্যান করা হবে, তার জন্য আপীল করা গ্রহন করা হবে না।

➤ নতুন ব্লগার "বাংলায় তারার মেলা" -এ subscribe করার পর তাঁকে অবশ্যই একটি পরিচয়মূলক পোস্ট করতে হবে, নতুবা তাকে বাংলায় তারার মেলা কমিউনিটির মেম্বার ট্যাগ দেওয়া হবে না । পরিচয়মূল পোস্টে আপনাকে "Steemit ID ও Date" লেখা একটি কার্ড এক হাত দিয়ে ধরে তার সাথে নিজের একটা সেলফি দেওয়া বাধ্যতামূলক ।

➤অবশ্যয় আপনি কার মাধ্যমে এখানে এসেছেন তা উল্লেখ করতে হবে রেফারেন্স এ তার নাম বা তার যদি steemit id থাকে তাহলে তার লিংক বা ইউসার নেম।

➤ বাংলায় তারার মেলা কমিউনিটিতে প্রতি একজন ব্লগার সর্বোচ্চ ৩ টি পোস্ট করতে পারবে। তার বেশি পোস্ট করাকে স্প্যামিং attempt বলে গণ্য করা হবে।

➤ফিশিং সাইটের লিংক শেয়ার, প্রতারণামূলক পোস্ট, স্ক্যামিং attempt, হ্যাকিং attempt, এ সকল কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

➤ এখানে সম্পূর্ণ নিজের লেখা শেয়ার করতে হবে। অন্যের লেখা শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি আপনার লেখা এর আগে অন্য কোথাও পাবলিশ হয়ে থাকে তাহলে আপনি তা কোনো অবস্থাতেই এটা শেয়ার করতে পারবেন না। যদিও পাবলিশ করেন তাহলে তার সোর্স উল্লেখ করতে হবে।

➤কি কি এখানে শেয়ার করতে পারেন :- বলতে গেলে সব কিছুই পারবেন। যেমন :- রেসপি, বাংলায় আর্টিকেলডজ ভ্রমণ কাহিনী, ফটোগ্রাফি, সবরকম ক্রিয়েটিভ রাইটিং, গল্প,কবিতা,ছড়া,ভিডিও, আর্ট, মিউজিক আরো ইত্যাদি।

➤ কী কী এখানে পোস্ট করতে পারবেন না।
১/ NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট
২/শিশু শ্রম সমথর্ন করে এমন পোস্ট।
৩/পশু পাখি নির্যাতনমূলক কোনো বা ভিডিও শেয়ার করা যাবে না।
৪/যেকোনো অপরাধকে সমর্থন করে এমন কোনো পোস্ট করতে পারবেন না।
৫/ধর্মীয় এফিলিয়েশনের উপরে কোনো লেখা।
৬/চাইল্ড পর্নোগ্রাফিক যে কোনো কনটেন্ট বা পোস্ট।
৭/সামাজিক বা রাজনৈতিক সমর্থনমূলক কোনো পোস্ট।
৮/কোনো ধর্ম,জাতি, বা কোনো ব্যাক্তিকে উদ্দেশ্য করে কোনো খারাপ বা মানহানি পোস্ট করা যাবে না।
৯/ অবৈজ্ঞানিক, মিথ্যা, গুজব, কুসংস্কার মূলক পোস্ট এখানে কঠোরভাবে নিষিদ্ধ।
১০/নারীদের সম্মান যাবে বা তাদের ছোট করা হবে, এমন কোনো পোস্ট করা যাবে না।

➤আমরা আজকের জন্য নিয়মাবলিগুলো শেষ করলাম।
আমাদের আরো নিয়মাবলি আমরা এড করবো।
আপনারা আপাতত এই নিয়মগুলো মেনে কাজ করেন।
ধন্যবাদ সকলকে
বিটিএম স্কুল

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

বিটিএম স্কুল কে অসংখ্য ধন্যবাদ এমন গুরুত্বপূর্ণ নিয়ম শেয়ার করাল জন্য।

নিয়ম তালিকাটা যুগোপযোগী।

অনেক অনেক ধন্যবাদ নিয়ম তালিকাটি শেয়ার করার জন্য।

নিয়মাবলীটা যথাযত আছে।

গুরুত্বপূর্ণ তালিকাটি শেয়ার করার জন্য ধন্যবাদ!

ধন্যবাদ বিটিএম স্কুল কে

অনেক অনেক ধন্যবাদ
সব কিছু জানাই দেবার জন্য ভাইজান

বিটিএম-স্কুল প্রদত্ত্ব এই নিয়মাবলীগুলো কমিউনিটির প্রত্যেক সদস্যের জানা উচিত এবং সেই অনুযায়ী মেনে চলা উচিত বলে আমি মনে করি।