পড়ন্ত বিকেলের কিছু ফোটোগ্রাফি। ''বাংলায় তারার মেলা''।। ১০%@btm-school

in hive-185999 •  2 years ago 

পড়ন্ত বিকেল !
সকালের সূর্য উদয় টা যেমন আকর্ষণীয় ঠিক তেমনি পড়ন্ত বিকেলের দৃশ্যও দৃষ্টিনন্দন। তবে সূর্য উদয়ের দৃশ্য থেকে পড়ন্ত বিকেলের সূর্য অস্ত আমার ভীষণ ভালো লাগে। দিনের শেষ অংশটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর দিনের শেষ ভাগের এই অংশটির রঙকেই গোধূলি বলে। ছাদে বসে অস্ত যাওয়া সূর্যটা দেখছিলাম। আকাশের এতো সুন্দর গাড় রঙের আনাগোনা অপলক দৃষ্টিতে অবলকন করছিলাম। এই স্নিগ্ধ বিকেল আমার কাছে পরম প্রিয় মুহূর্ত। হাতের ফোন এর দিকে তাকিয়ে ভাবলাম এত সুন্দর দৃশ্য ক্যাপচার না করলেই নয়।

301861179_816745643024385_4854896975194221208_n.jpg

তাকিয়ে আছি অবলিলায়। চোখে কোন আঁচ লাগছে না। মুঠো মুঠো শুভ্র মেঘ ভেসে যাচ্ছে কি জানি কোথায়! একটু দাঁড়ানোর পিছু টান নেই তাদের। মনে হচ্ছে সূর্য মামা বুড়িয়ে গেছে। কিছুক্ষন পর পর পাখির ঝাঁক যাচ্ছিলো। সন্ধ্যার আগেই হয়ত তারা নিজের নীড়ে ফেরায় ব্যস্ত। উড়ে চলেছে নিজ গন্তব্যে !
কিছুক্ষন পর সূর্য মামার দিকে তাকিয়ে দেখি কয়েক মিনিটের ব্যবধানে সে অনেকটা দূরে সরে গেছে। মনে হচ্ছে দূরে গাছের পিছনে লুকিয়ে যাচ্ছে।
সূর্য মামাকে খুব প্রশ্ন করতে ইচ্ছে হল তোমার কি বড্ড তাড়া। আর একটু থেকে যাও।

301781135_607281287592869_904095292014655099_n.jpg

আকাশে মনে হচ্ছে সূর্য মামা কমলা রঙ ঢেলে দিচ্ছে। কখনো হলুদ তো কখনো কমলা রঙ ধারন করছে। সূর্য মামাকে মনে হচ্ছে খুব ক্লান্ত সে। অবশেষে গাছের পেছনে লুকিয়ে গেলো সূর্য মামা। আর কয়েক মিনিট পরই আঁধার হয়ে আসলো।

301610091_770417120957008_5777147979892738966_n.jpg
(ক্লান্ত হয়ে সূর্য মামা লুকিয়ে পরছে )

302119364_596569785278605_3924549253176182553_n.jpg

প্রকৃতির প্রতিটা রূপই আলাদা আলাদা সৌন্দর্য বহন করে। পড়ন্ত বিকেলের সূর্য মামার বিদায় বেলায় যে গোধূলিলগ্নের সৃষ্টি হয় তা প্রকৃতি প্রেমিদের কাছে ভীষণ প্রিয়। পড়ন্ত বিকেলে মানুষের মন উড়ন্ত হয়ে উঠে। সত্যি এ যেন প্রকৃতির এক লীলা। এমনই এক পড়ন্ত বিকেলে নিজেকে যেন হারিয়ে ফেলেছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো হয়েছে পোস্ট টা।

সুন্দর হয়েছে পোস্ট।

মহান আল্লাহ তায়ালার অপরুপ সৌন্দর্য

প্রকৃতির রুপ গুলো আসলেই অনেক সুন্দর।।

আসলেই ভাইয়া

প্রকৃতি সৌন্দর্য এমনই যে এসব দেখে কখনোই চোখ জুড়াবে না