আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি > বাকি দিনগুলো একটি কাজের মধ্যে ছিলাম। কাজটা এখনি বলবো না কথায় কথায় বুঝিয়ে দেবো আমার কাজটা কি ছিল এই কয়দিনের জন্য >
বাংলায় তারাই মেলায় আমরা এখানে যারা আছি সবাই বাঙ্গালি আমাদের মাঝে কি বাঙ্গালির সভ্যতা আছে, না অর্ধেক হারিয়ে গেছে > একটু ভেবে দেখুন তো।
আমরা বাঙ্গালি তা আমরা বেশিরভাগ সময় এখন বাংলায় কি মাস জানিনা এবং আমরা ইংলিশ মাসকে নিয়ে বেশি নাড়াচাড়া করি, আগের মানুষ গুলো সব সময় বাংলা মাসগুলো নিয়ে বেশি নড়াচড়া করতো > নাড়াচাড়া বলতে বাংলা মাসগুলো বেশি ব্যবহার করত । আর এখন আমরা বাংলা কি মাস চলছে তাই জানিনা আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো এখন বাংলা মাস কি চলছে কমেন্টে জানাবেন।
আমরা মাছে ভাতে বাঙালি আমাদের খাবারের সাথে মাছ না থাকলে মুখের স্বাদই মেটেনা এটা ঠিক। কিন্তু খাবারটা কি খাবারটা হলো ভাত এটা কি কোনো সময় ভেবে দেখেছেন। ভাতটা আসতে কি কি করতে হয়।
কৃষকেরা জমিতে ধানের বীজ রোপন করে > চারা বানিয়ে সেই চারাগুলো জমিতে লাগিয়ে সে চারাগুলো থেকে ধান হয়। কৃষকেরা যদি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে চাষাবাদ না করতো তাহলে হয়তো আমরা খাবারের স্বাদ টাই পেতাম না। না খেয়ে মরতে হতো ।
কৃষকেরা এত কষ্ট করে ফসল ফলানোর পর যখন ঐ ফসল তার বাড়িতে যায় সেই সময় কৃষকেরা ওই ফসলের দিকে তাকিয়ে আগে সব কষ্ট ভুলে যায়। যেমন মা সন্তান প্রসব করার পরে সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে যায় তেমনি <
কৃষকেরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জমিতে ফসল ফলানোর পর সেই ফসল তাদের বাড়িতে আসার পর সব কাজ শেষ হয়ে যায় না। তারপর এই কাজগুলো বাড়ির লোকদের করতে হয় সেই কাজগুলো অনেক কষ্টকর কিন্তু বাড়ির মহিলারা এই কাজগুলো করতে অনেক ভালোবাসে কারণ ওই কষ্টের পরে তাদের অণ্য যোগান হয়।
এই কাজগুলো শহরের মেয়েরা পারেনা।
ধানের যে কাজগুলো থাকে সেই কাজগুলো গ্রামের মেয়েদের মত এক্সপার্ট কেউ থাকেনা তাদের কাজের স্পিড অনেক বেড়ে যায়। এটা আমার অভিজ্ঞতা দিয়ে বলছি।
এখন যে ধানগুলো ওঠে এই ধান সবাই চাষ করে না। 100 ভাগের ভিতর 5 ভাগ মানুষ এই ধানগুলো করে । > মূলত বছরে 2 সিজন ধান করে এখন যে ধানগুলো চাষ করে সেটা করলে বছরে ৩ সিজন চাষ করা হয় ।
এই ধানে বেশি লাভ হয় না এজন্য এই ধানগুলো বেশিরভাগ মানুষ করতে চাইনা > বর্তমান সময় এখন যে ধানগুলো লাগানো হচ্ছে মানে সেপ্টেম্বর মাসে যে ধানগুলো লাগানো হচ্ছে ওই দিনগুলো সকল কৃষকেরা চাষাবাদ করে।
সর্বশেষ কথা > আমি এই কয়দিন ধানের কাজ করছিলাম, ধানের কাজ করতে একটু কষ্ট আছে কিন্তু মজাটাও আছে।
জীবনে একবার হলেও ধানের কাজ কে কে করেছেন কমেন্ট করুন।
আপনাদের কাছে আরেকটি প্রশ্ন থাকছে এখন যে ধানটা চাষাবাদ করা হয় এই ধানের নাম কি হয় > কমেন্ট করবেন আশা করি
দেখা হবে সামনের কোন পোষ্টে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ ।
আমরা জানি, অনেক কষ্ট করে গ্রাম-বাংলার কৃষক ধান উৎপাদন করেন, সেটা আপনার পোস্ট থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা সবাই বিষয়টা জানি, বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা বিষয়টা সেভাবে হয়তো জানেনা।
আপনি পোস্টে কয়েকটা প্রশ্ন করেছেন, তার উত্তরগুলো দিচ্ছি: (এক) বাংলায় এখন ভাদ্র মাস চলে এটা জানা ছিল কিন্তু সঠিক তারিখ জানতে আমাকে গুগল করতে হলো (কেননা আমরা সবাই ইংরেজি তারিখেই অভ্যস্ত, বাংলা তারিখ তেমন আর কোথাও প্রয়োজন হয় না), আজ ভাদ্র মাসের ২৭ তারিখ। (দুই) গ্রামে যখন ছিলাম, এসএসসি/ এইচএসসির সময়ে, তখন আমি নিজেও বাড়ির জমিতে এসব ধানের কাজ করেছি। (তিন) এই সময়ে উৎপাদিত ধানকে আমাদের এলাকায় আউস ধান বলা হয়ে থাকে।
এবার আপনার লেখা নিয়ে কিছু বলি: পুরো লেখাটা মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু আপনার লেখায় বারবার অযথা এই (>) চিহ্নের ব্যবহার লক্ষ্যনীয়, এটা পরিহার করবেন। আর শেষে আপনার লেখার ট্যাগগুলো ঠিকঠাক হচ্ছেনা, প্রথম দুটো ট্যাগ অবশ্যই লেখার বিষয় সংক্রান্ত হতে হবে, এরপর বিটিএম, বাংলায় তারার মেলা ও অন্যান্যগুলো দিতে পারেন। যেমন: এই পুরো পোস্টটা ধান নিয়ে লেখা, কিন্তু ধান নিয়ে কোন ট্যাগ আপনি দেননি। কোন শব্দের ইংরেজি না জানলে সেটা গুগলে সার্স দিলেও কিন্তু পেতে পারেন। আশাকরি পরবর্তী পোস্টে বিষয়গুলো খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি এটা ঠিক যে, বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েরা বিষয়টা সেভাবে হয়তো জানেনা।
মাশাআল্লাহ আপনার ৩টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন । এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
এবং সঠিক উত্তর দিবার জন্য ছোট্ট একটা গিফট থাকবে কিন্তু এখন না । সময় হলে পাবেন ইনশাআল্লাহ
সর্বশেষ কথা । আপনার কমেন্টে শেষ কথা গুলি বুঝতে পেরেছি । ইনশাআল্লাহ চেষ্টা করবো সব সময়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ
এবং দোয়া করবেন আর পাশে পাবো সব সময় আশা করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে ভাইজান ইনশাআল্লাহ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ছোটবেলায় নানু বাড়িতে গেলে এমন দৃশ্য দেখতাম। অনেক বছর হয়ে গেছে এমন আর দেখি নি । আপনার পোস্টে দেখা হয়ে গেলো আবার গ্রামবাংলার এই অপরুপ দৃশ্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু
আপনার দাওয়াত রইলো আমাদের বাসাই
এই সুন্দর কাজ করার জন্য ।
আবার ধান উঠবে ৩ থেকে ৪ মাস পরে । চলে আসবেন আশা করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাজ করার জন্য দাওয়াত দিলো হায়রে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কৃষক কষ্ট করে ফসল চাষ করে বলে আমরা শান্তিতে ভাত খেতে পারি। কিন্তু এই ধান চাষের পিছে কত শ্রম সেটা আমরা ভাবিও না। কিন্তু বেলা শেষে গরিব কৃষক তার ন্যায্য মূল্যটাও পযর্ন্ত পায় না
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইজান এটা রাইট
আমরা সব সময় চেষ্টা করবো যে গরিব কৃষক তার ন্যায্য মূল্যটা দেবার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit