গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ । ১০% @btm-school এর জন্যে [12-09-2022]

in hive-185999 •  2 years ago 

গরীব অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

305585645_3304061519855425_120885960397326935_n.jpg

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।
আমরা যেখানে আছি সেখান থেকে সবাই ছোট ছোট একটি করে উদ্যোগ নিতে পারি, সেই উদ্যোগের জন্য যেনো আমাদের সমাজ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী সবাই ভালো থাকতে পারে। আজ থেকে এবং এখন থেকে আমরা সবাই ছোট ছোট একটি করে উদ্যোগ নিই।

যে সামনের সপ্তাহে, বা সামনের মাসে, বা সামনে ছয় মাস পরে আমরা এই কাজটি করব। সে কাজটি যেকোনো কাজ হতে পারে। সেটা হতে পারে নিজে শরীর থেকে লাল ভালোবাসার রক্ত দান করা।🩸🩸 সেটা হতে পারে গরিব-দুঃখীদের এক বেলা ভালো খাবার তাদের কাছে পৌঁছে দেওয়া। 👨‍🦽👨‍🦽 সেটা হতে পারে কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন শিক্ষা সামগ্রী তাদের কাছে প্রদান করা।💼💼

305420298_471469551535177_4217916314390540032_n.jpg

🙏🏻🙏🏻 হ্যাঁ এখনই নিয়ত করুন। আল্লাহ তা'আলা হাদিসে বলেছেন انما الاعمال بالنيات
অনুবাদঃ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল।
আপনি নিয়ত করুন এবং ওই নিয়তে উপর চেষ্টা করুন। ওই কাজটি সফলতা এনে দেবে সেই সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে, যে সৃষ্টিকর্তা আমাদের সুস্থ রেখেছেন, যে সৃষ্টিকর্তা আঢেল নিয়ামত আমাদের জন্য সব সময় দান করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ❤️❤️

✳️✳️একটি মাদ্রাসার একটি শিক্ষক আমাদের কাছে একটি আবেদন রাখে। আবেদনটা হল তার মাদ্রাসায় কিছু গরীব অসহায় শিশু ছাত্ররা আছে। তাদের লেখাপড়ার জন্য যদি কিছু সিলেট সামগ্রী তাদেরকে কিনে দিতাম, তাহলে ওই শিশু ছাত্ররা ভালোভাবে লেখাপড়া করতে পারতো এবং বাচ্চাদের পরিবারের একটি অর্থ বেঁচে যেতো এবং তাদের পরিবারের ওই অর্থ অন্য কাজে লাগিয়ে তারা একটু ভালো ভাবে জীবন যাপন করতে পারত

305351944_1082115582699365_636838551459230335_n.jpg

তারপর আলহামদুলিল্লাহ আমরা কয়েকজন বন্ধুরা এবং আমার সংগঠন এর উদ্যোগ নিই যে কাজটি করবো ইনশাআল্লাহ।

▶️▶️ মাদ্রাসাটির লোকেশনঃ খুলনা বিভাগে মাগুরা জেলায় শ্রীরামপুর গ্রামে মাদ্রাসাটি

০৪-০৯-২০২২ এই দিন আমরা কয়েক বন্ধু মিলে এবং আমার প্রিয় সংগঠনের উদ্যোগে,💟 একটি মাদ্রাসায় কিছু গরীব অসহায় শিশু ছাত্রদের মাঝে তাদের পড়ালেখার জন্য সিলেট সামগ্রী তাদের কাছে প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন একটি কাজের মধ্যে আমার মত অধম বান্দাকে রাখার জন্যে তার কাছে অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ 💟💟

আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসার ছাত্রদের 35 টা সিলেট সামগ্রী প্রদান করা হয়।

305319904_1752277395152988_1448556832481393340_n.jpg

❤️❤️ সারকথাঃ আল্লাহ তা'য়ালা বলেছেনঃ যে ব্যক্তি দ্বীনি এলেম শিক্ষা করার জন্য একটি ছাত্রকে সাহায্য করবে। ছাত্রটি দ্বীনি এলেম শিক্ষা করাতে যত নেকি পাবে। উভয় ব্যক্তির আমলনামায় সমপরিমাণ নেকি যাবে। আলহামদুলিল্লাহ্‌ এবং বিনা হিসেবে জান্নাত পাবে।

✳️✳️ সবাই নিয়ত করুন সামনের মাসে কি কাজ করবেন । ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দেবে। সামনের মাসে পূরণ না হলে পরের মাসে পূরণ হবে ইনশাআল্লাহ ✳️✳️

305393063_1422856121570145_5714068940180262265_n.jpg

305581351_1123741705235253_5690026131907927165_n.jpg

305247263_806998913977510_3260787383623240118_n.jpg

305956089_491379719661916_4052655021751872991_n.jpg

305585645_3304061519855425_120885960397326935_n.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই মহতি ও অনুকরণীয় উদ্যোগ।
এভাবেই সমাজের জন্য কাজ করে যান।
এর প্রতিদান নিশ্চয়ই একদিন পাবেন, হোক সেটা দুনিয়ায় অথবা আখিরাতে।

জি ভাইজান দোয়া করবেন এবং পাশে থাকবেন

এবং দাওয়াত রইলো আমার সাথে কাজ করার জন্য

ইনশাআল্লাহ।

ওকে ভাইজান ইনশাআল্লাহ

খুব ভালো কাজ করেছেন।

দোয়া করবেন ভাইজান

খুবি ভালো উদ্যোগ নিয়েছেন

দোয়া করবেন ।

খুব মহৎ একটা কাজ সবাই যার যার জায়গা থেকে এভাবে এগিয়ে আসলে গরীব ছাত্র-ছাত্রীদের অনেক উপকার হত

রাইট ভাইজান > আপনারা এগিয়ে আছেন এবং আমার পাশে থাকবেন আশা করি

সমাজে এমন কাজ এখন বিরল হয়ে যাচ্ছে।