"বাংলায় তারার মেলা" -ব্লগে আমার পরিচিতি|| ১০% বেনিফিশিয়ারি @btm-school এর জন্যে [02-09-2022]

in hive-185999 •  2 years ago 

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।

আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি স্টিমিট একজন নতুন সদস্য। আমার নাম হাবিবুর রহমান। আমি একজন স্টুডেন্ট এবং পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ করি।
আমার বয়স 20 বছর। আমার জন্ম তারিখ 21 শে জানুয়ারি ২০০২ সালে। আমি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় বাস করি। আমি একজন হাফেজ এবং আলেম এবার শেষ করেছি, ইসলামি ভার্সিটিতে আবার এডমিশন দিয়েছি। ছোটবেলা থেকে লেখালেখি করতে আমার অনেক ভালো লাগে। আমি লেখালেখি করে মানুষের ভিতরে ভালো জ্ঞান ছড়িয়ে দিতে পারবো > ইনশাআল্লাহ

তারার মেলা.jpeg

আমার শখ

প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু শখ থাকে তার মধ্যে আমার সখটা হলো মানে, আমার ইচ্ছাটা হলো সমাজে গরিব-দুঃখী মানুষের নিয়ে কিছুটা করার এবং তাদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো। > আলহামদুলিল্লাহ < পড়ালেখার পাশাপাশি চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর এবং তাদের নিয়ে লেখালেখি করতে খুব ভাল লাগে এবং খুব আনন্দ পাই।
সমাজে গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য আমি এবং আমার বন্ধুরা মিলে ছোট একটি সংগঠন তৈরি করেছে। আমাদের সংগঠনের মূল কাজ হলোঃ রক্তদান, তার পাশাপাশি বেশ কিছু কাজ করে থাকি, যেমন বৃক্ষরোপণ করা ।গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো, যারা লেখাপড়া করতে পারে ন, তাদের সহযোগিতা করা । এইভাবে আমরা মোট দশটা কার্যক্রম হাতে নিয়েছি।

IMG_20220406_215507.jpg

আমার প্রিয় খেলা

শীতকালে আমার সবথেকে প্রিয় খেলা হলো ব্যাডমিন্টন । ব্যাডমিন্টনে আমি অনেক পারদর্শী এজন্য ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লাগে । তারপর ফুটবল খেলা খুব মজাদায়ক খেলা > ফুটবল খেলতে গেলে বেশিরভাগ সময় আমি গোলকিপার হয় এবং পুরো দল টা আমার উপর নির্ভরশীল হয়, এজন্য ফুটবল খেলাটা আমার খুব ভালো লাগে

IMG_20220627_204652.jpg

ফিউচার/ভবিষ্যৎ

আমি আমার ক্যারিয়ার টা গড়তে চাই। ফ্রিল্যান্সিং এবং স্টিমিট জগতে। আমার জীবনের মূল লক্ষ্য হলো স্টিমিট এন্ড ডিজিটাল মার্কেটিং আমি যেন স্টিমিট এবং ডিজিটাল মার্কেটিং এ সফল হতে পারি। এজন্য সবার কাছে দোয়া কামনা করি।

আমি স্টিমিট সম্পর্কে কিভাবে শুনেছি

আমি স্টিমিট সম্পর্কে প্রথমে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। তারপর ইউটিউব থেকে কিছু ধারনা নিই। তারপর আমার একজন শিক্ষক স্টিমিট সম্পর্কে সম্পূর্ণ শিখিয়ে দেই । এবং এখান থেকে কিভাবে ক্যারিয়ার গড়তে হয় সেটা বুঝিয়ে দেই । আশাকরি এখান থেকে আমি লেখালেখি করে মানুষের ভিতরে জ্ঞান ছড়িয়ে দিতে পারবো এবং এখান থেকে আমার ক্যারিয়ার টা গড়ে নিতে পারবো। ইনশাআল্লাহ সবার কাছে দোয়া চাই

উপসংহার

আমি নতুন হিসেবে আপনাদের কমিটিতে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। এবং ছোট ভাই হিসেবে সব সময় আপনাদের সাথে এবং পাশে রাখলে অনেক খুশি হব। তার সাথে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ।
আপনার সাথে পরিচিত হয়ে ভাল লাগলো হাবিব ভাই। আপনাদের সংগঠন সম্পর্কে জানলাম, খুবই ভাল কাজ করছেন আপনারা, এটা চালিয়ে যান। আমাদের সবারই উচিত যে যেভাবে পারে গ্রামের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।

স্টিমিট প্লাটফর্মে আপনাকে স্বাগতম। আপনি এভাবেই প্রতিদিন নতুন নতুন লেখা পোস্ট করে এগিয়ে যান, আপনার জন্য শুভ কামনা। আর একটা কথা, আপনার লেখায় বেশকিছু বানান ভুল রয়েছে, আশাকরি আগামী পোষ্ট থেকে বানানের বিষয়টা একটু খেয়াল রাখবেন।
অনেক ধন্যবাদ।

ইনশাআল্লাহ > দোয়া করবেন সংগঠন টা অনেক বড় করতে পারি এবং সকল মানুষের পাশে দাড়াতে পারি >
ইনশাআল্লাহ এর পর থেকে পোস্ট ঠিক ভাবে দেবার চেষ্টা করবো
ধন্যবাদ

হাবিব ভাই প্রথমেই আপনাকে স্বাগতম আমাদের কমিউনিটিতে। আপনার সংগঠন সম্মন্ধে জানতে পেরে অনেক ভালো লাগলো। এই ভাবে সব সময় গরিব দুঃখীদের সাহায্য করতে থাকেন তাদের আশীর্বাদ ও দোয়া আপনার সাথে থাকবে সব সময়।
আপনার মতো মানুষ আমাদের সমাজে অনেক প্রয়োজন।
আর আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। অল্প কিছু বানান ভুল আছে। তা ছাড়া সব ঠিক ঠাক আছে।

ইনশাআল্লাহ > দোয়া করবেন সংগঠন টা অনেক বড় করতে পারি এবং সকল মানুষের পাশে দাড়াতে পারি >
এবং আপনারা সবাই আমার পাশে থাকলে আমি আরো এগিয়ে যেতে পারবো খুব তাড়াতাড়ি
ধন্যবাদ

ভাইয়া আপনার পরিচিতি পরে অনেক ভালো লাগলো।

ধন্যবাদ আপু > দোয়া করবেন এবং পাশে থাকবেন আশা করি

Hi, @habiburrahman68,

Your post has been supported by @heriadi from the Steem Greeter Team.

Thanks Dear

This is an upvote catch up on post achievement 1 at Newcomers Community

ভাই আপনাকে আমাদের সাথে পেয়ে খুব ভাল লাগছে।একসাথে পাশে থেকে এগিয়ে যাব অনেক দূর। যেহেতু আপনার লক্ষ আউটসোর্সিং এর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত হওয়া তাই আমি মনে করি ভাল একটা প্লাটফর্মে এসেছেন। এখানে নিজে প্রতিষ্ঠিত হব পাশাপাশি অন্যকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করব।

ধন্যবাদ ভাইজান > আশা করি সব সময় পাশে থাকবেন > এবং সব সময় সাপোর্ট করবেন

দোয়া রইলো অবিরাম আপনার জন্য ভাই

ফি-আমানিল্লাহ > সব সময় পাশে থাকবেন

ভাই আপনার পরিচয় পেয়ে মন চাচ্ছে আপনার স্পর্শ পেতে।

ইনশাআল্লাহ ভাইজান খুব তাড়াতাড়ি দেখা হবে আল্লাহ যদি চাই