"বাংলায় তারার মেলা" -ব্লগে আমার পরিচিতি|| ১০% বেনিফিশিয়ারি @btm-school এর জন্যে [2][27-08-2022]

in hive-185999 •  2 years ago 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। স্টিমিট এর সকল সদস্যদের শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। স্কুল জীবন থেকেই গল্প কবিতা পড়তে ভালোবাসতাম। বই এবং পত্রিকা থেকেই গল্প কবিতা পড়তে পড়তেই একটু আধটু লেখার চেষ্টা করেছি। স্টিমিট এর মত একটি চমৎকার প্লাটফরমের একজন হতে পেরে আমি খুবই উত্তেজনা অনুভব করছি। কারন, এখানে যেমন গল্প কবিতা পড়া যাবে সেই সাথে নিজেও লিখে অনেক নতুন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী খুঁজে পাওয়া যাবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে।

আমার পরিচিতি

আমি মঈনুল আরেফীন একজন সহজ সাধারণ মানুষ।
১৯৮০ সালের ১ জানুয়ারী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম। বাংলাদেশের ২য় বৃহত্তম রেলওয়ে জংশন লাকসামেই আমার বসবাস, যা কুমিল্লা জেলার দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ উপজেলা হিসাবে পরিচিত। ব্যক্তি জীবনে আমি একটি প্রাইভেট ফার্মে কর্মরত আছি। বর্তমানে আমি স্ত্রী এবং ১০ বছরের একটি মেয়ে ও ৪ বছরের একটি ছেলে কে নিয়ে সুখের সংসার পার করছি। শান্ত এবং ছায়া সুনীবিড় সবুজ প্রকৃতি আমাকে গভীরভাবে কাছে টানে। সংগত কারনেই আমার প্রিয় রং সবুজ।

শখ এবং ইচ্ছে

শখ এবং স্বপ্ন বিলাসিতা মানুষের একটি দুর্ণিবার অভ্যেস। ছাত্র জীবনে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাঝেই নিজের শখ পুরন করতাম। তখন বড় খেলোয়াড় কিংবা বড় কোন শিল্পী হওয়ার স্বপ্ন দেখতাম।
প্রচুর গান শুনি এবং একটু - আধটু গান লেখা ও সুর করারও অভ্যেস আছে। আঁকা - আঁকি করতেও ভালো লাগে। আর বেশি ভালো লাগে নতুন নতুন যায়গায় ভ্রমণ করতে।

ক্রিপটো সম্পর্কে ধারণা

প্রযুক্তির উৎকর্ষতায় এই আধুনিক যুগে অর্থনৈতিক লেনদেনের একটি সহজ ও গতিশীল মাধ্যমে হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। তাই দিনদিন ক্রিপ্টোর পরিচিতি, জনপ্রিয়তা এবং গ্রহনযোগ্যতা বাড়ছে। এবং আগামী বিশ্ব লেনদেনের সহজ মাধ্যম হিসাবে ক্রিপ্টোকেই বেছে নিবে এবং ক্রিপ্টোকারেন্সি লেনদেনের একটি শক্তিশালী মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত হবে

স্টিমিট সম্পর্কে জানা।

সত্যি বলতে স্টিমিট সম্পর্কে আগে তেমন কোন ধারণা ছিলনা। কাছের এক ছোট ভাইয়ের কাছ থেকে স্টিমিট সম্পর্কে ধারণা পাই এবং ইউটিউবে এ সম্পর্কে কিছু ভিডিও দেখে বিস্তারিত জানতে পারি।আমরা যারা মোটামুটি অল্প কিছু লেখা লেখি করতে পারি তাদের জন্য স্টিমিট একটি চমৎকার প্লাটফর্ম। এখানে লেখালেখির মাধ্যমে যেমন আনন্দ, পরিচিতি এবং সম্মান পাবার সুযোগ আছে তেমনি চমৎকার ইনকাম করে উন্নত জীবন গঠনের ও সুযোগ রয়েছে। আশা করি এখানে স্বপ্ন পুরনের চমৎকার একটি প্ল্যাটফর্ম হবে।

IMG_20220827_102103.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার সাথে পরিচিত হয়ে ভাল লাগল। আশা করি একসাথে এগিয়ে যাব।

বাংলায় তারার মেলা প্লাটফর্মে আপনাকে স্বাগতম। আপনার লেখা অসাধারণ। এখানে প্রাণের ছোঁয়া পাওয়া যায়। শুভকামনা রইল। সামনে এগিয়ে যান।

আমাদের প্লাটফর্মে আপনাকে স্বাগতম।
আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম।

বাংলায় তারার মেলা ব্লগে স্বগত জানাই। আপনার লেখা অনেক সুন্দর। ভালো থাকবেন।

আপনাকে স্বাগতম। আশাকরছি একসাথে বহুদূর যেতে পারবো।