কিছু দিন ধরে পারিবারিক ব্যস্তার জন্য পোস্টও করা হয় না গল্পও শেয়ার করা হয় না। সবাই আমার নমষ্কার নিবেন। সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমি আছি মোটামুটি ভাল তবে নিজের ব্যাক্তিগত কাজ পরিবারের কিছু কাজ নিয়ে খুব ব্যাস্ত সময় গেছে গত কিছু দিন ধরে তবে শত ব্যাস্ততার মধ্যে চেষ্টা করেছি কমেন্টস করে একটিভ থাকার। যাই হোক শুধু কমেন্টস করলে তো হবে না গল্পও তো শেয়ার করা লাগবে তো চলে এলাম ছোট একটা বিকালের ঘুরাঘুরির গল্প শেয়ার করতে।
আজকে বিকালে সময় টা খুব বোরিং যাচ্ছিল তখন এক ছোট ভাইকে নিয়ে তার বাইক নিয়ে হুট করে বের হয়ে গেলাম কিন্তু নিদিষ্ট কোন গন্তব্য নেই ভাবলাম যেদিকে ভাল লাগবে সেদিকে যাব। তো ছোট ভাই বাইক নিয়ে আমার বাসার ঐদিকে এসে আমাকে কল দিল বলল বের হতে পরে বের হলাম সে আমকে বলল গাড়ি চালাইতে তখন আমি গাড়ি র্স্টাট দিলাম রাস্তায় ওটলাম তো কিছু দূর গেলে একটা মোড় আছে, পিছন থেকে ২ টা বাইক আমকে ওভারটেক করবে তো আমি নরমালি খুব সবধানের সহিত গাড়ি চালাতে চেষ্টা করি ৪০/৫০ এর উপর গাড়ি রেস তুলি না তখন একটা বাইক আমাকে ওভারটেক করে গেল আর একটা বাইক মোরে এসে গেছে ওদিক থেকে সিএনজি আসতেছে তাও দেখেছে তাও সে আমাকে ওভারটেক করবে কিন্তু সে আমাকে ওভারটেক করেছে ঠিকি কিন্তু সে তার গতিকে নিয়ন্ত্রন করতে পারে নাই সে পরে গেল রাস্তা থেকে।
তো পরে তাকে তুলে আমরা আবার যেতে লাগলাম আমরা কিন্তু কোথায় যাব তার ঠিক নাই পরে ভাবলাম নদীর পারে গিয়ে বসব। যে কথা সে কাজ গাড়ি টান দিলাম দিয়ে কর্ণফূলী নদীর পারে গিয়ে বসলাম আকাশ মেঘলা মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি নামবে।
নিরিবিলি পরিবেশ নদী পাহাড় খেলার মাঠ সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ নিমিষিই মন ভাল হওয়ার মত একটা জায়গা পাশের মাঠে উপজাতি বাঙ্গালী মিলে ফুটবল খেলছে খেলাটাও উপভোগ করলাম। পাশেই অবস্থিত কর্ণফূলী কলেজ। এই কলেজের অনেক নাম আছে এই এরিয়ার মধ্যে।
আমরা প্রায় ২ ঘন্টার মত ঐখানে ছিলাম পরে দেখলাম যে কোন সময় বৃষ্টি আসতে পারে তারাহুড়া করে আবার বাইক টান দিলাম আসার সময় এক সময়ের ঐতিয্যবাহী কর্ণফূলী পেপার মিলের সামনে দিয়ে আসলাম ঐটা নিয়ে আর একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে। তো আজকে এখানে শেষ করছি। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে।
হুম, ভালো হয়েছে লেখাটি রোমেন।
তবে কিছু বানান ভুল রয়েছে, নিয়মিত লিখতে থাকেন আস্তে আস্তে সেগুলো ঠিক হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাইক সাবধানে চালাতে হবে, কারণ দুর্ঘটনার বেশিরভাগ বাইক এক্সিডেন্ট। আর ভাইয়া যেটা বললো, সেটার প্রতি একটু গুরুত্ব দিতে হবে। সামনে এই রকম আরও গল্প শুনতে চাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লিখেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit