আমাদের সুন্দরবন ভ্রমন টা যাওয়ার সময় অনেক কষ্টের একটা ভ্রমন ছিল বলা চলে। আমরা বাড়ি থেকে চার বন্ধু চট্টগ্রাম শহরের উদ্দ্যেশে রওনা হলাম বিকাল চারটার সময় কারন দিনটা ছিল কোরবানী ঈদের আগে সেদিন পুরো বাংলাদেশের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ছুটি হয়। তো আমরা মোট ৬ জন বন্ধু মিলে আমাদের ভ্রমণের র্পূব পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামের দামপাড়া বাস কাউন্টারে মিলিত হয় আমাদের গন্তব্য হচ্ছে গোলকানন ইকো রির্সোট ডাংমারি, মংলা।
যতারিতি আমরা কাউন্টারে উপস্তিত হয়েছে যেহেতু সেই দিন সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের ছুটি হচ্ছে তাই আমরা অগ্রিম কোন টিকেট পাই নাই তো যেতে তো হবে তাই সবাই মিলে প্লান করলাম যেকোন রানিং গাড়িতে উঠে যাওয়া কমে ঢাকা যাওয়া তো সে প্লান অনুযায়ী আমরা এক কাউন্টার থেকে অন্য কাউন্টার ঘুরতে থাকি কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আমরা কোন টিকেট পাই নাই দামপাড়া থেকে।
পরে আমরা চলে গেলাম অলংকার মূলত ওখানে থেকেই মংলার গাড়ি গুলো পাওয়া যায় পরে আমরা ওখানেও এদিক ওদিক ঘুরতে থাকি কিন্তু কোন বাসের সিট খালি পাচ্ছি না একদম পাচ্ছিলাম না তাও না যে কয়টা পাচ্ছি দেখা যাচ্ছে ওদের সময়ের সাথে আমাদের হিসাব মিলছে না তার কারণ হচ্ছে আমাদের আর এক বন্ধু ঢাকা আমাদের জন্য অপেক্ষা করছে তাই আমরা ঐ সময়ের সাথে কাছাকাছি হবে এমন গাড়ি চাচ্ছিলাম পরে কোন গাড়ির সাথে আমাদের সময়ের মিল হচ্ছে না পরে কি করব যেতে তো হবে কারণ সব কিছু বুকিং দেওয়া হয়ে গেছে। তো আমরা বিভিন্ন কাউন্টার এবং যারা ব্ল্যকে টিকেট বিক্রয় করে তাদের খুজতে থাকি পরে খুজতে খুজতে একটা লোকাল বাস পেয়ে গেলাম, বাসটা লোকাল হলেও দেখতে একদম নতুন সিট গুলোও ভাল ছিল। পরে গাড়ি পেয়ে আমরা তো মহা খুশি গাড়ি তো পেলাম যদিও ভাড়া একটু বেশি দিয়ে যেতে হয়েছে আর ভাড়া বেশিটা আমরা মেনে নিছি তার কারণ সেদিন ভাড়া বেশি দিতে হবে এটা খুব নরমাল যাক আমরা ঢাকার উদ্দ্যেশে রওনা হলাম।
ভাবলাম ঢাকা গেলে গাড়ি পাব এইটা ভাবার কারণ হচ্ছে যেহেতু পদ্মা সেতু হয়েছে খবরে দেখলাম যে অনেক নতুন কোম্পনীর বাস চালু হয়েছে তো একটু নিশ্চিত ছিলাম হয়ত ঢাকা গেলে গাড়ি পাব। আমরা ঢাকার উদ্দ্যেশে যাত্রা শুরু করে দিলাম কিন্তু তারাহুরা করতে গিয়ে দেখা গেল রাতের খাবার খাওয়া ছাড়ায় গাড়িতে উঠে গেলাম কিছু শুকনা খাবার নিয়ে। যতারীতি কুমিল্লা যাত্রা বিরতি দিছে ঐখানে খাবারের দাম এত বেশি থাকে ওখানে রাতের খাবার খাব ঔটার সাহস করতে পারি নাই আবার কিছু শুখনা খাবার খেয়ে গাড়িতে উটলাম গাড়ি একদম সকাল সকাল আমাদের ঢাকা সায়দাবাদ বাস কাউন্টারে নামিয়ে দিল। বাকী গল্প পরের পর্বতে বলব।
দারুন লাগলো আপনার পোস্ট দাদা।
দ্বিতীয় পর্বের জন্য ওয়েট করে থাকলাম ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আসবে পর্ব ২ দাদা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা রেগুলার পোস্ট চাই। এই পোস্টটা অসম্ভব সুন্দর হয়েছে। এগিয়ে যান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের উৎস পেয়ে লিখার মান আরও ভাল করব ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এগিয়ে যান আপনার সাথে আছি আমরা সবাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit