ফটোগ্রাফি | জাতীয় সবজি মেলা | ফার্মগেট, ঢাকা (১ম পর্ব) | ১০% @btm-school

in hive-185999 •  2 years ago 

IMG_20180115_123203.jpg

বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহযোগীতায় রাজধানী ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে (কেআইবি কমপ্লেক্সের পাশে এবং ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অপোজিটে) গত কয়েকবছর ধরে জাতীয় সবজি মেলা ও প্রদর্শনীর আয়োজন হয়ে আসছে।

IMG_20180115_123411.jpg

IMG_20180115_123911.jpg

মেলাটি সাধারণত শীতের শেষে তথা জানুয়ারী মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হয়ে থাকে। মেলায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী নানা সংস্থা অংশ নিয়ে থাকেন। তাদের স্টলে বিভিন্ন কৃষি পণ্য ও সবজির প্রদর্শনী থাকে।

IMG_20180115_123523.jpg

IMG_20180115_123213.jpg

সেখানে বিভিন্ন ধরণের সবজির চারা, গাছ ও পরিপক্ক সবজির দেখা মেলে। বিভিন্ন রং-বেরংয়ের শাক-সবজি দিয়ে সাজানো থাকে পুরো চত্বর। সবজি দিয়ে বানানো একটা উচু টাওয়ার থাকে যেখানে বিভিন্ন সবজি স্থান পায়। এই মেলায় প্রচুর ভিড় জমে নানা বয়সী মানুষের। বিশেষ করে ইয়াং জেনারেশন ও শিশুদের সমাগম চোখে পড়ে।

IMG_20180115_123657.jpg

IMG_20180115_124434.jpg

এ প্রজন্মের শিশুরা অনেকেই এসব দেশী শাক-সবজি সম্পর্কে তেমন কিছুই জানেনা। কোন সবজি কিভাবে জন্মে, কোন সবজির গাছ দেখতে কেমন, এমনকি কোন সবজি কেমন সেসব বিষয়ে হাতে-কলমে মেলায় এসে জানতে পারে।

IMG_20180115_124804.jpg

চলবে... বাকি অংশ আগামী পর্বে জানতে পারবেন।
সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
সবাইকে অনেক ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমিও গিয়েছিলাম, সামনের পর্বগুলো জানতে চাই।

হুম, আগামী পর্বে এটা শেষ হবে, সেখানে আপনার জন্য চমক রয়েছে!

বাহ, অপেক্ষায় রইলাম।

হুম! 👍

আমি অনেক সবজি চিনিনা ওখানে জাওয়া উচিত

হুম, আপনার তো অবশ্যই যাওয়া উচিত।
ওখানে গেলে মোটামুটি দেশ-বিদেশের সব ধরনের শাক-সবজি সম্পর্কে ভালো আইডিয়া পাবেন।