বছর খানেক আগে একদিন হঠাৎ আমাদের বাসায় একটা নতুন টিভির আগমন ঘটলো এবং টিভিটা রাখার জন্য জরুরি একটা স্ট্যান্ড বা ডেস্কের দরকার হয়ে পড়লো। যদিও টিভিটা স্ম্যার্ট এবং ফ্ল্যাট হওয়ায় দেয়ালে টাঙানোর ব্যবস্থাও ছিল, কিন্তু আমি চাইলাম দেয়ালে না টাঙিয়ে টিভিটা আমাদের ড্রয়িংরুমের ফ্লোরে থাকা জাজিম-তোষকের পাশে ছোট একটা স্ট্যান্ডে থাকবে। যাতে ওখানে শুয়ে-বসে বা ইচ্ছেমতো গড়াগড়ি দিতে দিতে টিভি দেখতে পাই।
সেই মোতাবেক ফার্নিচারের দোকান গুলোতে খোঁজ নিতে শুরু করলাম, কয়েকটা নামী-বেনামী শোরুমে ভিজিটও করলাম কিন্তু মনের মতো সাইজ বা ডিজাইনের টিভি র্যাক কোথাও পেলাম না। একেকটা ফার্নিচার শোরুমে টিভি স্ট্যান্ডের অনেক অনেক কালেকশন রয়েছে, কিন্তু তার মধ্যে কোনটা সাইজে অনেক বড়, কোনটার আবার উচ্চতা বেশি, কোনটার আবার ডিজাইন পছন্দ হয়না, আবার কোনটার দাম চায় অনেক বেশি। মোটকথা শোরুম গুলোতে সর্বনিম্ন ৭০০০/- টাকার নিচে কোন টিভি স্ট্যান্ডই নেই। ফলে, শোরুম থেকে হতাশ হয়ে বাসায় ফিরে আসলাম কারণ আমার বাজেট এতবেশি ছিলনা।
আমার বাসা থেকে কিছুটা দূরে একটা স্থানীয় ছোটখাটো ফার্নিচার তৈরি করার দোকান আছে তারা চাহিদামতো ফার্নিচার বানিয়ে দেয়, পরেরদিন আমি সেখানে চলে গেলাম। তাদেরকে আইডিয়া দিলাম যে কিরকম টিভি স্ট্যান্ড আমি চাই। অবশ্য আমার চাহিদা অনুযায়ী টিভি স্ট্যান্ডটা একেবারে সিম্পলের মধ্যে এবং একটু ছোট সাইজের হবে, যার উপরের দিকটায় টিভি থাকবে এবং নিচের তাকে কিছু বই রাখার ব্যবস্থা থাকতে হবে। সব শুনে ওখানকার প্রধান মিস্ত্রি বললেন, ভালো মানের কাঠ দিয়ে হুবহু ঐরকম একটা টিভি স্ট্যান্ড উনি বানিয়ে দিতে পারবেন, তবে মজুরিসহ তার দাম পড়বে ৫০০০/- টাকা। দাম শুনে তো আমার চক্ষু চড়কগাছ, আমার ধারণা ছিল বড়জোর ২০০০/- টাকা চাইতে পারে। কি আর করা, ওখান থেকেও হতাশ হয়ে বাসায় ফিরে আসলাম।
এদিকে বাসায় একটা টিভি স্ট্যান্ড জরুরি প্রয়োজন, সেটা না আসা পর্যন্ত শান্তিমতো টিভি দেখতে পারছিনা। পরে অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেই আমার কল্পনায় থাকা টিভি স্ট্যান্ডটা তৈরি করব। যেহেতু আগে থেকেই আমি টুকটাক ইলেক্ট্রিকের কাজ জানি এবং আমার বাসায় প্রায় সব ধরনের টুলস ও যন্ত্রপাতি আছে সুতরাং একটু চেষ্টা করলেই একটা টিভি স্ট্যান্ড আমি বানাতে পারব এরকম আত্মবিশ্বাস আমার ছিল। সো, যেই ভাবা সেই কাজ, একটা কাগজে ডায়াগ্রাম বা ডিজাইন এঁকে মাপজোক করে ফেললাম এবং লিস্ট করলাম কি কি জিনিস কিনতে হবে। পরের দিন সকাল সকাল সেই লিস্ট নিয়ে বাসার কাছাকাছি স্থানীয় বাজারে চলে গেলাম।
বাজারে গিয়ে মাপমতো কাঠ কিনলাম ২০০/- টাকার, রেক্সিন ক্লথ পেপার কিনলাম ২০০/- টাকার, বাদবাকি গ্লু বা আঠা, পেরেক ইত্যাদি কিনলাম আরও ১০০/- টাকার। সর্বমোট মাত্র ৫০০/- টাকার মধ্যে লিস্ট অনুযায়ী আমার সবকিছু কেনা শেষ হয়ে গেল। জিনিসগুলো বাসায় এনে মাথায় থাকা আইডিয়া অনুযায়ী নিজেই একাকী টিভি স্ট্যান্ড বানানো শুরু করলাম। প্রথমে কাঠগুলোর উপর আঠা দিয়ে ভালোভাবে চারিদিকে পেপার মুড়ে দিলাম। এরপর প্রত্যেকটা কাঠ রেক্সিন পেপার দিয়ে সুন্দর করে পিন মেরে আটকিয়ে দিলাম। এরপর কাঠগুলো ডিজাইন অনুযায়ী একে একে পেরেক দিয়ে জোড়া দিলাম। ব্যাস, ছোটখাটো সুন্দর এবং দৃষ্টিনন্দন একটা টিভি স্ট্যান্ড রেডি হয়ে গেল। প্রথম দেখায় কোনভাবে বোঝারই উপায় নেই যে এটা ঘরে বানানো, মনে হবে শোরুম থেকেই কিনে আনা হয়েছে।
এভাবে মাত্র ৫০০/- টাকার মধ্যে অবিশ্বাস্যভাবে আমি নিজে বাসায় বসে ঠিক মনের মতো একটা টিভি স্ট্যান্ড বানিয়ে ফেললাম। আসলে মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, শুধু কাজটা করার জন্য প্রচন্ড ইচ্ছাশক্তির প্রয়োজন।
সবাইকে অনেক ধন্যবাদ।
টিভি স্ট্যান্ড টা অনেক সুন্দর ভাইয়া।
৫০০ টাকায় এমন একটি টিভি স্ট্যান্ড বানানো সম্ভব এটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। সত্যিই অনেক সুন্দর টিভি স্টান্ডটি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দাদা, নিজের চেষ্টা ছিল বলেই বানাতে পেরেছি।
এভাবে যেকোন বিষয়ে আমরা যদি একটু ফোকাস হই তাহলে তাতে সফল হওয়া শুধু সময়ের ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তৌহিদ ভাই খুব সুন্দর সৃষ্টিশীল এবং সৃজনশীল একটি পোস্ট। খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ শরিফুল ভাই।
এরকম আমার আরও ক্রিয়েটিভ লেখা আসবে সামনে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইচ্ছা থাকলে উপায় হয় ভাইয়া আপনি তার উদাহরন। খুব সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit