ফটোগ্রাফি | বেস ক্যাম্প, গাজীপুর | আনন্দ ও এডভেঞ্চারে একটা দিন | ১০% @btm-school

in hive-185999 •  2 years ago  (edited)

DSC07735.JPG

যারা এডভেঞ্চার পছন্দ করেন, বিভিন্ন খেলাধুলা ও ওয়ার্ক-আউটের মাধ্যমে একটা দিন অতিবাহিত করতে চান এবং ঢাকার আশেপাশে দিনে গিয়ে দিনেই ফিরে আসার দূরত্বে কোন ভালো মানের রিসোর্টের সন্ধান চান, তাদের জন্যই বানানো হয়েছে গাজীপুরের 'বেস ক্যাম্প'। এখানে সব বয়সী অর্থাৎ বাচ্চা থেকে বড় সবার জন্যই উপযোগী নানা আয়োজন রয়েছে। ২০১৩ সালে গাজীপুরের শফিপুরে এটা গড়ে তোলা হয়।

DSC07733.JPG

এখানে এডভেঞ্চারাস নানা কার্যক্রম রয়েছে যেমন সাইক্লিং, টায়ার পাস, রোপ ট্রেঞ্চ, বোটিং, আর্চারি, ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেট, অন ট্রি - অন গ্রাউন্ড ইত্যাদি। একটা ছোট সুইমিং পুলও রয়েছে সেখানে। এসবের পাশাপাশি বেস ক্যাম্পে থাকা-খাওয়ারও ব্যবস্থা রয়েছে। সারিবদ্ধ টেন্ট বা তাবু রয়েছে। ফ্যামিলি ট্যুর অথবা অফিসের কর্পোরেট ভিজিটের জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে। সেখানে রাতে থাকার জন্য তাবু, এসি সিঙ্গেল রুম এবং বড় ডুপ্লেক্স বাংলো রয়েছে। এসবের ভাড়া কেমন সেটার আইডিয়া পাওয়ার জন্য তাদের ওয়েবসাইটে ঢুঁ মারতে পারেন।

DSC_0798.JPG
সেখানে এমন নয়নাভিরাম সবুজ দৃশ্য দেখা যাবে।

DSC07711.JPG
সারিবদ্ধ তাবু পাতানো থাকে এমন।

DSC_0456.JPG
খেলাধুলার জন্য রয়েছে বড় মাঠ।

DSC_0826 (2).JPG
এভাবে রশিতে ঝুলে অনেক দূর যেতে পারবেন।

DSC_0737 (2).JPG
নানা রকম এডভেঞ্চারাস কার্যক্রম।

DSC_0732.JPG
এমন নানা ধরনের এডভেঞ্চার রয়েছে।

DSC_0620.JPG
খেলাধুলা শেষে সুইমিং পুলে লাফালাফি।

DSC_0618.JPG
রয়েছে এমন সব কঠিন এডভেঞ্চার।

DSC_0613 (2).JPG
রয়েছে নানা ধরনের এডভেঞ্চার।

DSC_0582.JPG
বিভিন্ন ধরনের ওয়ার্ক-আউট।

DSC_0544.JPG
তখন মাঠের পাশে এই ডুপ্লেক্স বিল্ডিংটা নির্মাণ হচ্ছিল।

DSC_0512.JPG
খাওয়া দাওয়া শেষে বসে রেস্ট করছি।

DSC07729.JPG
কোন একটা এডভেঞ্চারে গাছে চড়েছিলাম।

২০১৪ সালে অফিসের একটা ডে-লং পিকনিকে আমরা কলিগেরা মিলে বেস ক্যাম্পে গিয়েছিলাম। সারাদিনে সেখানে আমরা নানা ওয়ার্ক-আউট, সুইমিং, খাওয়া-দাওয়া সেরে সন্ধ্যায় আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সারাদিন অনেক আনন্দ ও মজা করে সবশেষে রাতের মধ্যেই সবাই যার যার বাসায় চলে এসেছিলাম।

এই ছিল বেস ক্যাম্পের উপর আমার ফটোগ্রাফি পোস্ট। আশাকরি আপনারা সবাই ওখানকার একটা আইডিয়া পেয়েছেন।
সবাইকে ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সব আইডিয়া পেয়ে গেছি। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।

আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

ব্যাস্ত ঢাকার বিনোদনের অন্যতম একটা মাধ্যম গুলোর অন্যতম এই বেস ক্যাম্প। তবে জ্যামের জন্য দিনে গিয়ে দিনে ফিরে আসাটা খুব কষ্টকর একটা ব্যাপার।

সকাল সকাল ঢাকা ছেড়ে যেতে পারলে দিনে গিয়ে দিনে ফিরে আসা সম্ভব। কেননা দূরত্ব খুব বেশি নয়, মাত্র ৪০ কিলোমিটারের মত।

হাঁ যাওয়া যাবে কিন্তু সন্ধায় আসতে গেলে সমস্য হয়ে যায়।

সেক্ষেত্রে ছুটির দিনে যেতে হবে।
কেননা অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে সকাল-সন্ধ্যায় জ্যাম/ ভিড় কম থাকে।

সেটা ঠিক আছে ভাইয়া