ENG/BAN = Naira is involved with all the love of mother and family

in hive-188403 •  3 years ago 

ENGLISH

Hello friends, I hope you are all well. Today I have come to write something new among you about my niece. My niece lives with her mother and when she comes to me she thinks of me as her mother and she wants to collect her food from me. I have come to write among you some interesting stories collected from my niece and about mother's love. Of course you will enjoy.

20220207_120238.jpg

A cute baby in our family born a few days ago. The first child of this generation, we have named this eldest child of our family Afia Naira. Everyone in the family is very happy that Naira was born in our family. And many of our hopes, aspirations and speculations about him are being spent in imagination. We are living a very beautiful life with him and everyone is moving with joy. She likes to be with her mother. She loves to be with all the family members besides her. I have it most of the time, because when Naira's mother (my brother's wife) is busy, I take her. She stays with me. She thinks of me as her mother. Almost all the time she wants to collect her food from me. I mean gestures to you. You must understand what I mean.

20220207_120235.jpg

Let me tell you a little story about our niece. A few days ago, our niece Naira had an upset stomach. There were various indigestion sounds in the stomach. And she was crying a lot. She likes to be with her mother, but she doesn't want to be with her mother at that time. We were all very sad to see her crying so loudly and crying so loudly.

20220207_120232.jpg

We felt very bad after spending 2/3 days like this. My niece was crying. We consulted a doctor. The doctor gave her medicine but it was not working. We have some old women from here. This girl had a problem with her hand. She was screaming loudly because a bone in her hand was moving. Immediately the woman massages her hands with oil and when she is treated she cries out very loudly and after waking up she goes back to her normal life. We are having a very happy day.

20220207_120228.jpg

This problem reappeared just a few days later. He didn't want to eat from his mother and was screaming very loudly. Sometimes he would wake up at night and shout so loudly that everyone in the family would wake up. Almost everyone was worried. The woman was later called back and her hand was restored. Now, according to the old lady, Naira has to be given some kind of medicine. And since then he will not face such problems and will not cry. We are currently looking for that medicine. Everyone is worried about Naira's treatment. After giving this medicine to Nayla, she will definitely stay away from such problems and we will be free from worries.

20220207_120221.jpg

Below are some pictures of my niece Naira. If you like the pictures, please let us know in the comments. How beautiful is my niece?

20220207_120217.jpg

20220207_120213.jpg

With the love of mother and the love of everyone in the family, we will make Naira big. I will treat people like human beings. I shared a short story about Naira among you. If you like it, please comment. I will write about my love relationship with you again later. This time I will write about my mother's love affair between you. Thanks everyone stay well stay healthy. I am grateful to all of you for supporting me in a beautiful way.

20220207_120211.jpg

BANGLA

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন কিছু লিখতে এসেছি আমার ভাতিজি সম্পর্কে। আমার ভাতিজি তার মায়ের কাছে থাকে এবং আমার কাছে কোলে যখন আসে তখন আমাকে সে তার মা মনে করে এবং আমার কাছ থেকে সে তার খাবার সংগ্রহ করতে চায়। আমার ভাতিজির কাছ থেকে সংগ্রহ করা মজার কিছু গল্প এবং মায়ের ভালোবাসা সম্পর্কে আমি আপনাদের মাঝে লিখতে এসেছি। অবশ্যই আপনারা উপভোগ করবেন।

20220207_120238.jpg

কয়েকদিন আগে জন্মগ্রহণ করা আমাদের পরিবারের একটি ফুটফুটে শিশু। এই প্রজন্মের প্রথম শিশু আমাদের পরিবারের সবার বড় এই শিশুটির নামকরণ করেছি আমরা আফিয়া নায়রা। নায়রা আমাদের পরিবারে জন্ম গ্রহণ করাতে পরিবারের সবাই খুব খুশি। আর তাকে নিয়ে আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা, জল্পনা কল্পনার মধ্যে দিয়ে দিন কাটছে। তাকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে জীবন যাপন করছি আনন্দে সাথে চলাফেরা করছি সবাই। সে তার মায়ের কাছে থাকতে পছন্দ করে। তার পাশাপাশি পরিবারের সকল সদস্যের কাছে থাকতে খুবই ভালোবাসে। আমার কাছে থাকে বেশিরভাগ সময়, কারণ নায়রার মা (আমার ভাইয়ের স্ত্রী) যখন কাজে ব্যস্ত থাকে, তখন আমি তাকে নিয়ে থাকি। সে আমার কাছে থাকে সে আমাকে তার মা মনে করে প্রায় সময় আমার কাছ থেকে সে তার খাবার সংগ্রহ করতে চায়। আপনাদের আমি ইশারায় বোঝাতে চাচ্ছি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাই।

20220207_120235.jpg

একটা ছোট্ট গল্প আপনাদের মাঝে আমি উপস্থাপন করি আমাদের ভাতিজি সম্পর্কে ধারণা দিতে চাচ্ছি। কয়েকদিন আগে আমাদের ভাতিজি নায়রার পেট খারাপ হয়েছিল। পেটের মধ্যে থেকে বিভিন্ন ধরনের বদহজমের শব্দ পাওয়া যাচ্ছিল। এবং সে খুব কান্নাকাটি করেই যাচ্ছিল। সে তার মায়ের কাছে থাকতে সে পছন্দ করে, কিন্তু সেই সময় তার মায়ের কাছে থাকতে চায় না। খুবই জোরে জোরে কান্নাকাটি করছিল এবং এতো জোরে চিৎকার দিয়ে কান্না করা দেখে আমরা পরিবারের সবাই প্রায় দুঃখিত হয়ে গিয়েছিলাম।

20220207_120232.jpg

পরবর্তীতে ২/৩ দিন এই ভাবে কাটিয়ে যাওয়ার পর আমাদের খুবই খারাপ লাগছিল যখন আমার ভাতিজি কান্না করছিল আমরা ডাক্তারের পরামর্শ নিলাম ডাক্তার তার জন্য ওষুধ দিল কিন্তু কোন কাজ হচ্ছিল না আমাদের এখান থেকে কিছু বয়স্ক মহিলা আছে তারা বাচ্চা সম্পর্কে খুবই ভাল ধারণা তারা আমাদের ভাতিজি দেখার পরে বলল এই মেয়েটির হাতে সমস্যা হয়েছে মেয়ের হাতের একটা হাড় নড়ে আছে বলে সে খুব জোরে চিৎকার করছিল। তৎক্ষণাৎ সেই মহিলা তেল দ্বারা মালিশ করে তার হাত ভালো করে দেয় এবং যখন তার চিকিৎসা করা হয় তখন সে খু্বই জোরে চিৎকার করে ঘুমিয়ে পড়ে ঘুম থেকে ওঠার পরে খুবই স্বাভাবিক অবস্থায় আগের মতো জীবনযাপন করতে থাকে আমরা খুবই খুশিতে দিন অতিবাহিত করছি।

20220207_120228.jpg

তার কয়েকদিন পর ঠিক পুনরায় এই সমস্যা দেখা দিয়েছে। মায়ের কাছ থেকে খাবার খেতে চাচ্ছিল না খুবই জোরে জোরে চিৎকার করছিল। রাতেরবেলা মাঝেমধ্যে ঘুম ভেঙ্গে গেলে এতো জোরে চিৎকার করে যে পরিবারের সকলের ঘুম ভেঙে যাচ্ছিল। সবাই প্রায় চিন্তিত হয়ে পড়ছিলাম। পরবর্তীতে আবার সেই মহিলাকে ডাকা হল এবং তার হাত পুনরায় ঠিক করে নেওয়া হলো। এখন বয়স্ক মহিলার ভাষ্যমতে, নায়রার হাতে এক প্রকার ঔষধ দিতে হবে। আর তারপর থেকে সে এই রকম সমস্যার সম্মুখীন হবে না এবং কান্নাকাটি করবে না আমরা বর্তমানে সে ওষুধের খোঁজে আছি। নায়রা চিকিৎসা নিয়ে সবাই চিন্তিত হয়ে আছি। এই ওষুধ নায়লার হাতে দেওয়ার পরে অবশ্যই সে এরকম সমস্যা থেকে দূরে থাকবে এবং আমরা চিন্তামুক্ত থাকবো।

20220207_120221.jpg

আমার ভাতিজি নায়রার কয়েকটি ছবি নিচে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ছবিগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভাতিজি দেখতে কেমন সুন্দর?

20220207_120217.jpg

20220207_120213.jpg

20220207_120211.jpg

মায়ের ভালোবাসা এবং পরিবারের সকলের ভালোবাসা আবেগে আচ্ছন্ন দিয়ে আমরা নায়রা কে বড় করে তুলবো। মানুষের মতন মানুষ করব। আপনাদের মাঝে নায়রা সম্পর্কে একটি ছোট গল্প শেয়ার করলাম। ভাল লাগলে কমেন্ট করবেন। পরবর্তীতে আপনাদের মাঝে আবার আমার ভালোবাসার সম্পর্কের লিখব। এবার আমি আপনাদের মাঝে আমার মায়ের ভালোবাসার সম্পর্কের লিখব। ধন্যবাদ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। সবাই আমাকে সুন্দর ভাবে সাপোর্ট করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।

camera / samsung

48 / Mega pixel

Location / Bangladesh

Edit / Picsart

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!