Better Life With Steem || The Diary game || 01 th October

in hive-188619 •  last year 

20230926_083401.jpg

"বাড়ির ছাদে লাগানো ফুলের ফটোগ্রাফি''

Hello,

Everyone,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দিনটি ভালই কেটেছে।

বেশ কিছুদিন যাবৎ আমি শারীরিক এবং মানসিকভাবে হতাশাগ্রস্থ। কোন কাজেই নিজেকে স্থির করতে পারছি না। সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে আছে। মাঝে মাঝে এ জীবনটাকে দুর্বিসহ লাগে।

মাঝে মাঝে মনে হয় সংসারের এই গণ্ডি থেকে বের হয়ে দূরে কোথাও চলে যাই। কিন্তু মন চাইলেও সম্ভব হয়ে ওঠে না মায়ার মোহতায় আবদ্ধ হয়ে আছি। আমরা নারী তাই মায়ের বন্ধন ছেড়ে দূরে কোথাও চলে যেতে পারি না।

চলুন আজকে আমার দিনটি কিভাবে কাটিয়েছে আপনাদের সাথে শেয়ার করি।

আজকের দিনটি যেভাবে কাটিয়েছি।'

20230929_092230.jpg

আমি প্রতিদিন খুব সকালেই ঘুম থেকে উঠি কিন্তু মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। আজও একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে ছাদ থেকে পূজার ফুল তুলে নিয়ে আসলাম।

প্রতিদিনকার সকালের কাজকর্ম শেষ করে শাশুড়ি মাকে আদা দিয়ে রং চা করে দিলাম। শাশুড়ি মার জ্বর এসেছে আজ তিনদিন যাবত।এলাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ খুব বেড়ে গেছে প্রত্যেক ঘরে ঘরেই কেউ কেউ না কেউ ডেঙ্গুজের আক্রান্ত হয়ে পড়ে আছে। এই ডেঙ্গু জ্বর খুব ভয়ানক। জ্বর আসলেই রক্ত পরীক্ষা করে ওষুধ খেতে হয়। রক্ত পরীক্ষা না করে ডাক্তার না দেখিয়ে কোন ঔষধ খাওয়া যাচ্ছে না। ডাক্তার দেখিয়ে ওষুধ না খেলে নাকি সমস্যা হবে। এই জ্বরে খুব দ্রুত গতিতে রক্তের প্লাটিলেট কমে যায় ।ফলে রোগী খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। তাই রোগীকে স্যালাইন পুশ করতে হচ্ছে। এখন যারই জ্বর হচ্ছে তাকে খুব সতর্কতার সাথে খেয়াল রাখতে হচ্ছে। এই ঝড়ের কারণে সবাই খুব আতঙ্কের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে।

সকালের কাজকর্ম এবং নাস্তা শেষ করে নিয়ে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম। পূজা শেষ করে চলে গেলাম রান্না ঘরে। দুপুরের রান্নার আয়োজন করার জন্য। রান্নার আয়োজন শেষ করে দুপুরের রান্না শুরু করে দিলাম।রান্না শেষ করে সবাইকে নিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম।

সন্ধ্যাবেলা'

20230925_212124.jpg

কাগজ দিয়ে বানানো নৌকা

সন্ধ্যার দিকে আমার ছেলে কাগজ দিয়ে নৌকা বানিয়ে কিছুক্ষণ খেলাধুলা করল। আমরা ছোটবেলায় কাগজ দিয়ে এই নৌকা বানিয়ে বৃষ্টির জলে এই কাগজের নৌকা ভাসিয়ে খেলাধুলা করতাম। আজ আমার ছেলের এই নৌকা দিয়ে খেলাধুলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল।খেলাধুলা শেষ করার পর ছেলেকে হালকা টিফিন খাইয়ে পড়তে বসালাম।

20231001_222851.jpg

পড়ালেখা শেষ করার পর ছেলেকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। সকালে স্কুল আছে। সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ।তাই আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। নয়তো ঘুমোতে দেরি করবে।

20231001_225659.jpg

রাতের খাবার

রাতের খাবার শেষ করে ছেলেকে ঘুম পাড়িয়ে কনটেন্ট লিখতে বসলাম। সংসারের কাজকর্মে ব্যস্ততা এবং মন মানসিকতা ভালো না থাকার কারণে স্টিমিটের কাজকর্ম ঠিকভাবে করতে পারছি না।

এই ছিল আমার আজকের সারাদিনের কার্যাবলী। আজ এখানেই আমার লেখা শেষ করছি ।সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। শুভরাত্রি।

image.png

Happy Writing

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...