শ্রদ্ধেয় সকল স্টিমিয়ান বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
খুব সুন্দর এবং শিক্ষনীয় একটি বিষয় নিয়ে এংগেজমেন্ট চ্যালেঞ্জের আয়োজন করা হয়েছে। এখানে উল্লেখিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দেওয়া চেষ্টা করব।
1- What does forgiveness mean to you? |
---|
''ক্ষমা'' শব্দটি যদিও খুব ছোট একটি শব্দ। কিন্তু এর তাৎপর্য বিশাল। ক্ষমা হচ্ছে, যখন কোন মানুষ অপরাধ করে, কোন ভুল করে তখন তার প্রতি কোন ঘৃণার রাগ এবং বিদ্বেষ না রেখে অপরাধীকে ছেড়ে দেওয়া। ক্ষমা পরম ধর্ম। ক্ষমার হৃদয়কে স্বস্তি এবং শান্তি দেয়। ক্ষমা যদিও কঠিন একটি বিষয়। কিন্তু যদি আমরা ক্ষমা করতে পারি ,তবে মনে শান্তি পাওয়া যায়। ক্ষমায় পরিবার এবং সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়।
2. In your childhood! Do you remember your parents forgiving you for any mischief? Tell us about it. |
---|
pixabay
আমরা সবাই ছোটবেলায় ভুল এবং দুষ্টামি করে থাকি। কেউ কম কেউ বেশি। চলুন আমার ছোটবেলার একটি গল্প বলি।
আমাদের বাড়ির পাশের এক ঠাকুরমাদের বাড়ি তে অনেকগুলো আমগাছ ছিল। ঐ আমগাছ গুলোর মধ্যে একটি আম গাছ বেশি একটা বড় ছিল না এবং ওই গাছটিতে প্রথম আম ধরেছিল। আমগুলো দেখতে খুবই লোভনীয় ছিল। নতুন আম ধরেছে তো! তাই।
আমি গাছে চড়তে পারতাম। আমি ওই বাড়ির কারো কাছে অনুমতি ছাড়াই আমি আম পেরেছিলাম। কিন্তু এক পর্যায়ে বাড়ির ঠাকুমা আমাকে দেখে ফেলেছিল। আমি আম পেরেছি এটা দেখে উনি অনেক রাগান্বিত হয়েছিল। উনি বলছিল, তোমার এত বড় সাহস আমার অনুমতি ছাড়া গাছ থেকে আমি পেরেছ! আমি তখন ছোট ছিলাম । তাই আমি বুঝতে পারিনি উনি এতটা রেগে যাবে। তখন আমি বুঝতে পারিনি যে কারো অনুমতি ছাড়া কারো কোন কিছু ধরা উচিত না।
অনুমতি ছাড়া আর পেরেছি বলে ঠাকুরমা গিয়ে আমাদের বাড়িতে আমার মায়ের কাছে নালিশ করেছিল। যখন নালিশ করেছিল ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না। আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখন মা আমাকে বলেছিল তুমি কি পাশের বাড়ির ঠাকুমাদের বাড়ি থেকে তাদের অনুমতি ছাড়া আমি পেরেছ? তখন আমি সত্যি কথা বলেছিলাম। বলেছিলাম হ্যাঁ আমি আম পেরেছি! সত্যি কথা বলাতে তখন মা আমার সাথে রাগ করেনি।মা তখন আমাকে বুঝিয়ে ছিল। মা বলেছিল ,কারো কোন জিনিস কারো অনুমতি ছাড়া ধরা উচিত না ।এটা অন্যায় ।আর কখনো কারো কোন জিনিস কারো অনুমতি ছাড়া ধরবে না।
ছোটবেলা মায়ের বলা সেই কথাটা আমি এখনো মেনে চলি।আমাদের ছোটবেলায় আমাদের বাবা-মায়ের দেয়া সুশিক্ষা গুলো আমাদের ভবিষ্যৎএবং জীবনকে আলোকিত করে।
3.-Do you consider yourself to be a grudging person? |
---|
না !আমি নিজেকে কখনো প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি মনে করি না। আমি হিংসা ,ঘৃণা এবং দ্বন্দ্বতা পছন্দ করি না। আমি এগুলো সব সময় এড়িয়ে চলি। আমি শান্তিপ্রিয় মানুষ। কেউ যদি কখনো আমার সাথে কখনো কোন বিষয় নিয়ে দ্বন্দ্ব করতে চায় তখন আমি আমার মনকে শান্ত রাখার চেষ্টা করি। যাতে কোন দ্বন্দ্বতা তৈরি না হয়। কেউ কখনো কোন ভুল করলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। কারণ আমি দেখেছি প্রতিশোধে কোন ভাল ফল পাওয়া যায় না। এতে শত্রুতা আর ঘৃণা তৈরি হয়। তবে কিছু কিছু ভুল ক্ষমা করা উচিত নয়।
4.-Tell us a brief story or anecdote, where it was your turn to ask for forgiveness or, on the contrary, where you were asked for forgiveness. |
---|
এখন পর্যন্ত আমি এমন কোন ঘটনা মনে করতে পারছি না যেখানে আমাকে ক্ষমা চাইতে হয়েছিল। আমি জ্ঞানত জেনে বুঝে কখনো ভুল পথে পা বাড়াই না।
আমি এমন কোন কাজ করি না যে কাজের জন্য বিধাতার নিকট জবাবদিহিতা দিতে হবে। এমন কাজ করতেও চাই না ।ঈশ্বর যেন কখনো এমন কাজ না কড়াই ,যে কাজের জন্য ঈশ্বরের নিকট আমাকে জবাবদিহিতা দিতে হবে। আমি সত্য এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি মিথ্যাবাদী এবং ছলনাকারী ব্যক্তিদের একদম সহ্য করতে পারি না। আমি সব সময় এই ধরনের লোকদের এড়িয়ে চলার চেষ্টা করি।
আমাদের বাড়ির পাশে একটি পুকুর ছিল। সে পুকুর থেকে আমি ছোটবেলায় বরশি দিয়ে কিছু মাছ ধরে ছিলাম। আমার জানা ছিল না এই পুকুরটি কোন এক লোক কিনে নিয়েছে মাছ চাষ করার জন্য। যে লোকটি মাছ চাষ করেছিল সে আমাকে দেখেছিল আমি মাছ ধরছি। আমি মাছ ধরে বাড়িতে আসার কিছুক্ষণ পর ঐ লোকটি আমাদের বাড়িতে এসেছিল। আমি মাছ ধরার অপরাধে নালিশ করার জন্য। যখন ওই লোককে আমার মায়ের কাছে নালিশ করেছে ।মা তখন মাছ ধরার বোরসিটি ভেঙ্গে সে বড়শি দিয়ে আমাকে ওই লোকের সামনে মারধর করতে শুরু করল। আমি তখন বলেছিলাম আমার ভুল হয়ে গেছে ।আমি জানতাম না ওই পুকুর থেকে মাছ ধরা যাবে না ।যদি আমি জানতাম পুকুর থেকে মাছ ধরা যাবে না ।তাহলে আমি মাছ ধরতাম না। তখন ঐ লোকটি মনে মনে খুব অনুতপ্ত হয়েছিল। উনি বুঝতে পেরেছিল যে উনার এই কাজটি করা ঠিক হয়নি। আমি এটা বুঝতে পেরেছিলাম ওনার মুখ দেখে। কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনা গুলোর জন্য মুখে বলে ক্ষমা চাইতে হয় না। চেহারার মলিনতা দেখে বুঝা যায় যে ,সে তার ভুলের জন্য অনুতপ্ত।
আজ এখানে আমার লেখা শেষ করছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন ।সুস্থ থাকবেন ।এই শুভকামনা রইল।
এই আকর্ষণীয় আয়োজনে অংশগ্রহণের জন্যআমি আমন্ত্রণ জানাতে চাই।
@muktaseo,@hasnahenaএবং @rubina203আপু কে।
Saludos.
También creo que el Perdón es una simple palabras sin embargo su importancia es sumamente grande, por todos los beneficios que trae a nuestras vidas.
Cuando somos niños solemos comentar muchas travesuras, pero lo mejor de eso es que siempre contamos con el perdón de nuestros padres y además de la enseñanza que nos queda de lo vivido.
Buena suerte y éxitos. Esperó que se entienda mi comentario con la ayuda del traductor.
Bendiciones
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit