সকল @bdcommunity এর শুভানুধ্যায়ী সদস্য ও বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগ তৈরি করতে যাচ্ছি।বন্ধুরা আজ আমি এখানে আমাদের পাড়ার/মহল্লার বৈশিষ্ট্য তুলে ধরলাম।
বন্ধুরা, @bdcommunity প্রতি সপ্তাহে একটি মহান প্রতিযোগিতা চালু করেছে।এখানে কাজ করা নবাগতদের জন্য অবশ্য এটি অত্যন্ত ভালো একটি কাজ।এই প্রতিযোগিতায় নবাগতরা উৎসাহিত হবে।এখন তৃতীয় সপ্তাহের প্রতিযোগিতা শুরু হয়েছে।আমি আজ এই প্রতিযোগিতায় অংশ নিলাম।আপনিও চাইলে এখানে গিয়ে বিস্তারিত জেনে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
বন্ধুরা চলুন আমাদের পাড়ার কিছুটা বৈশিষ্ট্য তুলে ধরি
বন্ধুরা বর্তমানে আমি যে পাড়ায় বসবাসকারী এই পাড়ার নাম হচ্ছে দক্ষিণ কলেজপাড়া।পাড়াটি আমাদের টাঙ্গাইল শহরে অবস্থিত।অবশ্য টাঙ্গাইল শহরের বাইরে আমাদের গ্রামের বাড়ি রয়েছে।কিন্তু গ্রামে আমার নিয়মিত বসবাস করা হয় না।গ্রামে শুধু মাঝে মাঝে বেড়াতে যাই।আমি পরিবারের সাথে টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া এলাকাতেই থাকে।তাই আজ আমি আমাদের দক্ষিণ কলেজপাড়ার কথাই এখানে তুলে ধরলাম।
বন্ধুরা আমাদের এই পাড়াটি প্রকৃতি দিয়ে ঘেরা।আমাদের এই পাড়াতে বেশিরভাগ টিনের তৈরি ঘর রয়েছে।এছাড়া কিছু কিছু জায়গায় দুই একটি বড় বিল্ডিং রয়েছে।আমাদের পাড়ায় রয়েছে ছোট ছোট গলি।প্রতিদিন সকালে যখন আমি ঘুম থেকে জাগরণ হই।তখনই আমি আমাদের পাড়ার একটি সবুজ বাগানে গিয়ে উপস্থিত হই।আমাদের পাড়ায় সবুজ দুইটি বাগান রয়েছে।এরমধ্যে একটি বাগান আমাদের বাড়ির পাশেই অবস্থিত।
আমাদের বাড়ির প্রধান দরজা খুললেই এই সবুজ প্রকৃতির বাগানটি দেখা যায়।প্রতিদিন সকালে এই বাগানে আমি সময় কাটাই।প্রতিদিন বিকেলে আমি ও আমাদের বাড়ির পাশের প্রতিবেশী বন্ধুরা এখানে আড্ডা দেই এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি।এই বাগানে প্রতিদিন আড্ডা না দিলে আমাদের চলেই না।
এই বাগানে আমাদের বসার জন্য কিছু ভাঙ্গা চেয়ার রয়েছে।এই বাগানের পরিবেশটা আমি সবসময় ভালো রাখার চেষ্টা করি, এখানে ময়লা থাকলে আমি তা পরিষ্কার করে দেই।ছবিতে আপনারা আমাদের পাড়ার এই বাগানের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন।
এরপর আসি আমাদের পাড়ার ছোট ছোট গলির কথায়।
আমাদের পাড়ায় ছোট ছোট গলি রয়েছে আমরা বন্ধুরা সেই গলি দিয়ে হাঁটি এবং আড্ডা দেই।তবে আমাদের পাড়ায় একটি সমস্যা রয়েছে, আর তা হলো বৃষ্টি হলে এই গলিগুলো পানিতে তলিয়ে যায়।আমি আশা করি খুব শীঘ্রই আমাদের পৌরসভার নজরে এটি আসবে।
এখানে গলির ছবি দেখতে পাচ্ছেন, এই গলি দিয়ে একটু সামনে এগিয়ে গেলেই একটি বড় বিল্ডিং।
বিল্ডিংয়ের সামনে বেশ খোলামেলা জায়গা রয়েছে।আমরা বন্ধুরা এই বিল্ডিংয়ের সামনেও দাঁড়িয়ে থাকি।আমাদের পাড়ায় প্রচুর টিনের ঘর দেখা যায়।এই টিনের ঘর প্রকৃতি দিয়ে ঘেরা।টিনের ঘরগুলোর পাশ দিয়ে অনেক বড় বড় গাছ রয়েছে।ছবিতে আমি টিনের ঘর গুলোর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করেছি।
এছাড়া আমাদের গ্রামে অন্য আরেকটি বড় গাছের বাগান রয়েছে, গরমের মধ্যে আমরা সেই বাগানে বিশ্রাম নিই।আমাদের পাড়ার সকল লোকজন খুবই ভালো।তাদের মধ্যে কোন শৃংখলতা নেই।বন্ধুরা সব মিলিয়ে আমি আমাদের পাড়া নিয়ে গর্বিত, আমাদের পাড়ার সকল বিষয় আমাকে আকর্ষণ করে।
আমি আবারো ধন্যবাদ জানাই @bdcommunity ও এর সাথে যুক্ত সকলকে।কারণ তারা এই প্রতিযোগিতা চালু করাতে আমি আমাদের পাড়া সম্পর্কে লেখার সুযোগ পেয়েছি।
আমি আমার সকল বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।ভাল থাকুন সবাই।আশা করি আবার দেখা হবে অন্য কোন লেখা নিয়ে।
Congratulations
@dongkong voted your post with the @team-mexico Trail. A mexican community
Help us by Delegating: 50 SP, 100 SP, 500 SP.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit