নৌকাবাইচ নদীতে নৗকা চালানোর প্রতিযোগিতার রিভিউ।

in hive-191303 •  2 years ago  (edited)

বাংলাদেশ নদী মাতৃক দেশ । আমাদের দেশে প্রত্যেক অঞ্চলে নদনদী স্রোতধারা বয়ে গেছে। আমাদের দেশে অনেক নদনদী হওয়ার কারনে নৌকাবাইচ অসম্ভব একটি জনপ্রিয় খেলা। বিশেষ করে গ্রাম বাংলাই এই খেলা জনপ্রিয়তা অনেক বেশি।নৌকা বাইচ বাংলাদেশেই সীমাবদ্ধ নয় পৃথিবীর অনেক দেশে নৌকা বাইচের প্রচলন রয়েছে।

Nouka-Baich-at-BuriGanga-28-09-2021-3.jpg

Source

আনন্দ নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনেক দুর-দুরন্ত থেকে নদী তীরে হাজার হাজার নারী পুরুষ আসে। নৌকাবাইচরা ঢাক ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে তালে নৌকাবাইচ প্রতিযোগিতা করে। অনেক রকমের পোষাক মাঝিদের এবং এক সাথে সমবেত কন্ঠের 'হেইয়ো হেইয়ো' সারিগান ও হাজার হাজার দর্শক সবার উৎসুক দৃষ্টি ও চিৎকার নৌকাবাইচ প্রতিযোগিতার দৃশ্য মনোমুগ্ধ হয়ে যায়।

69894524_490476171515684_957778299713486848_n-2.jpg

Source

বন্যা চলে যাবার পরে অনেক নদীতে নৌকাবাইচ খেলা শুরু হয়। অনেক গ্রামে নৌকা বানাইতে ও নাম রাখতে প্রতিযোগিতা হয় এই নৌকার অনেক নাম হয় ময়ূরপঙ্খী, ছিপ, ডিঙি, ঘাসি, বাচারি, রপ্তানি, ছিপ, ইত্যাদি নামের প্রতিযোগিতা। নৌকা লম্বায় প্রায় ১০০ থেকে ২০০ ফুট হয়।

আমার সকল রেটিং

নৌকা বাইচ ★ ★ ★ ★ ★ (5/5)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃

জনপ্রিয়তা ★ ★ ★ ★ ★ (5/5)

সুন্দর্য ★ ★ ★ ★ ★ (5/5)

আর্কষণ ★ ★ ★ ★ ★ (5/5)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!