Steemit Community Copi সকল মেম্বার আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আমরা জানি বিদ্যুৎ কি বিদ্যুৎ এমন একটা জিনিস যা আমাদের অনেক কাজে লাগে। আমাদের গ্রামের বাড়িতে সব সময় বিদ্যুৎ থাকেনা অনেক সময় সমস্যায় পড়তে হয়। আমরা সমস্যা সমাধানের জন্য আইপিএস ব্যবহার করে থাকি। আজকের বিষয় আইপিএস (IPS) রিভিউ।
আইপিএস কি!
আইপিএস এক ধরনের সুপার পাউয়ার ডিভাইস যা দিয়ে বিদ্যুৎ থেকে ব্যাটারিতে কিছু বিদ্যুতিক সরঞ্জামগুলি সরবরাহ করে। গ্রাম এলাকাই সব সময় বিদ্যুৎ না থাকার কারনে আমরা আইপিএস ব্যবহার করে থাকি। আইপিএস ডিভাইসটির সাথে একটা ব্যাটারি লাগানু থাকে বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ এসে ব্যাটারিকে চার্জ করে রাখে। কোন কারনে বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে গেলে তখন ব্যাটারি চার্জ সঞ্চিত থেকে বিদ্যুৎ শক্তি সরবরাহ করতে পারে।
আইপিএস এর ব্যবহার!
লোডশেডিং চলাকালীন আইপিএস দিয়ে অনেক ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার করে থাকি যেমনঃ কম্পিউটার,বৈদ্যুতিক বাতি, টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, ইত্যাদি ব্যবহার করে থাকি। আইপিএস এর শক্তি যত বেশি হবে সেটি তত বেশি সময় ধরে বিদ্যুৎশক্তি সরবরাহ করতে পারবে।
আমি ব্যবহার করি রিমঝো
আইপিএস (IPS) রিভিউ
আমার মতামত
★ ★ ★ ★ (৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুনাগুন:★★★★ (৪.৫/৫)
ব্যবহার সুবিধা:★★★★(৪.৫/৫)
দাম: ★★★★(৪/৫)
ব্র্যান্ড: ক্যাপিটাল এগ্রো বাংলাদেশ
মডেল: ক্যাপিটাল সোলার IPS 1000 W (12 V)
সম্পূর্ণ 5 বছরের ওয়ারেন্টি
বৈশিষ্ট্য:
♦পণ্যের ধরন:আইপিএস
♦ব্যাটারির ধরন: রিমঝো
♦ব্যাটারি ক্ষমতা:150 Ah
সুবিধাসমুহ:
♦আইপিএস দিয়ে ব্যাটারি সহজে চার্জ হয়।
♦আইপিএস ও ব্যাটারি সহজে নষ্ট হয় না।
♦5 বছরের ওয়ারেন্টি।
♦ দামে ও মোটামুটি কম।
এটা কোন ব্রান্ডের বা কোম্পানির আইপিএস সেটা উল্লেখ করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit