বর্তমান সময়ে আমাদের যাতায়াতের ক্ষেত্রে ব্যাটারি চালিত রিক্সা একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে। এই পরিবহনে করে আমরা খুব অল্প সময়ে আমাদের নির্দিষ্ট স্থানে যাতায়াত করতে পারি। যেসব জায়গায় আমরা গাড়িতে যাতায়াত করতে পারি না, সেইসব জায়গায় আমরা ব্যাটারিচালিত রিকশা ব্যবহার করে থাকি। ভাড়া ও কিন্তু পায়ে চালিত রিকশার থেকে ও কম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাটারিচালিত রিকশার সুবিধার থেকে অসুবিধাই বেশি। হয়তো আমরা চিন্তা করতে পারি যে কিছু লোকের কর্মসংস্থান হচ্ছে বা কিছু মানুষের পরিবার এই আয় দিয়ে চলছে। কিন্তু তার বেশি হচ্ছে ক্ষতির পরিমান। এবার দেখা যাক ব্যাটারি অটোরিকশা সুবিধা এবং অসুবিধাগুলি কি কি?
১. ব্যাটারি চালিত রিকশার সুবিধা হলো, এটি অতি দ্রুত গন্তব্য স্টেশনে পৌঁছে দেয়।
২. এটির মাধ্যমে কিছু পরিবার অর্থনৈতিক ভাবে সমৃদ্ধি হয়।
অসুবিধাসমুহঃ
১. এটি দ্রুত চলার কারনে দুর্ঘটনা বেশি হয়।
২. বেশির হাইওয়ে রাস্তায় চলাচল করে যার কারণে এটিতে যাতায়াত করা অনেক রিস্ক।
৩. বিদ্যুৎ এর ব্যবহার অধিক হয়। এবং অনেক সময় অবৈধ বিদ্যুৎ লাইন ব্যবহার করে এই রিকশা চার্জ করা হয়।
৪. এমন অনেক জায়গা আছে যেখানে এইসব রিকশার কারণে বড় গাড়ি প্রবেশ করতে দেয় না।
৫. মানুষের পকেট কেটে টাকা হাতিয়ে নেওয়া হয়।
আমার রেটিংঃ
★ ★ ★ ★(-৩/৫)
তাই আমার মতে, ব্যাটারিচালিত রিকশা সুবিধার্থে অসুবিধা আছে বেশি। তাই ঠিক ব্যাটারিচালিত রিকশা অবৈধ এবং এটি বন্ধ করে দেওয়াই উচিত।