মেলামাইনের ফার্নিচার
ছবি- মেলামাইন ডেকোরেশন
image source
আমার মতামতঃ
★ ★ ★ ★ (৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুনগত মানঃ ★★★★ ৪/৫
ব্যবহারঃ ★★★★ ৪/৫
কালারঃ ★★★★★ ৫/৫
দামঃ ★★★★ ৪/৫
ফার্নিচার বলতে আমরা সাধারণত কাঠের তৈরি আসবাবকেই বোঝানো হয়। কাঠ ছাড়া যেন আমরা ফার্নিচারকে কল্পনাই করতে পারি না। কিন্তু কাঠের বাইরে ও আমরা তুলনামুলক কম খরচে ভালো মানের ফার্নিচার কিনতে পারি। সেটা হলো মেলামাইনের ফার্নিচার। বর্তমানে মেলামাইনের ফার্নিচার অনেকটা কাঠের স্থান দখল করে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। মেলামাইন বোর্ড বিভিন্ন টেকচারের হয়ে থাকে। যেমন বার্মাটিক, সানটিক, রেড ওক, মেহেগনি, সাদা, কালো, লাল, নীল, হলুদ, গ্রে, গ্রাফাইট আরো অনেক কালারের আছে। মেলামাইনের ফার্নিচার কাঠের ফার্নিচার এর মতো এতটা দীর্ঘস্থায়ী না হলে ও এটি দেখতে অনেক বেশি সুন্দর। মেলামাইনের ফার্নিচার তৈরিতে খরচ অনেক কম হয়ে থাকে।আমরা সাধারণত বাসা- বাড়ি, অফিস স্কুল- কলেজে কাঠের ফার্নিচারের মতোই মেলামাইনের ফার্নিচার ব্যবহার করে থাকি। তাছাড়া ব্যাংক- বীমা, হাসপাতাল এবং বিভিন্ন অফিসে - আদালতে মেলামাইন দিয়ে ডেকোরেশনর কাজ করা হয়।
ছবি-মেলামাইনের ওয়াল আলমারি
image source
মেলামাইনের উপকরণ সমুহঃ
১. মেলামাইন বোর্ডের পৃষ্ঠের উপরে মেলামাইন ফিল্ম পেপারের একটি স্তর রয়েছে।
২. ইহার ভিতরে কাঠের গুড়া দেওয়া হয়।
মেলামাইনের ফার্নিচারের বৈশিষ্ট্যঃ
১. এই ফার্নিচার দেখতে অনেক সুন্দর হয়।
২. দুই পাশেই টেক্সার থাকে।
৩. রঙ বা পলিশ করার ঝামেলা নাই।
৪. তুলনামুলক দাম কম হয়।
মেলামাইন ফার্নিচার ব্যবহারের অসুবিধাঃ
১. মেলামাইনের ফার্নিচার অনেক ওজন হয়ে থাকে, যার কারনে নাড়াচাড়া করতে সমস্যা হয়।
২. মেলামাইনের ফার্নিচার পানি সহনীয় নয়।
৩. মেলামাইনের ফার্নিচারের রঙ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়
ছবি-মেলামাইনের পড়ার টেবিল
image source