আমরা আমাদের হাউজ ওয়ারিংয়ে ইলেক্ট্রক জিনিসগুলোর মধ্যে সবচেয়ে যেটা বেশি ব্যবহার করে সেটির নাম হলো ইলেকট্রিক সুইচ। ইলেকট্রিক সুইচের কাজ হলো কিছুকে অন-অফ করা। যা বাজারে কিনতে গেলে ২০থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যায়।। বাজারে অনেক কোম্পানির ইলেকট্রিক সুইচ পাওয়া যায়। যেমন- সুপার স্টার, সুপার প্লাস,আর এফ এল, অনিক, মা, প্রিতি ইত্যাদি ব্রান্ডের। আমি আমার বাসার ইলেক্ট্রক কাজের জন্য সবসময় মা ইলেক্ট্রিক প্রোডাক্টই ব্যবহার করে থাকি।
চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★(৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুনগত মানঃ ★★★★(৪/৫)
ব্যবহারের সুবিধাঃ★★★★(৪/৫)
দামঃ ★★★★ (৪/৫)
মা ইলেক্ট্রিক সুইচ ভালো মানের একটা সুইচ। সহজে নষ্ট হয় না। টু পিন অথবা থ্রি পিন যেটা সহজে লুজ হয় না। বাটনগুলি ও সঠিক ভাবে কাজ করে।
👍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit