Review for Ma Electric Switch:

in hive-191303 •  2 years ago 
আমরা আমাদের হাউজ ওয়ারিংয়ে ইলেক্ট্রক জিনিসগুলোর মধ্যে সবচেয়ে যেটা বেশি ব্যবহার করে সেটির নাম হলো ইলেকট্রিক সুইচ। ইলেকট্রিক সুইচের কাজ হলো কিছুকে অন-অফ করা। যা বাজারে কিনতে গেলে ২০থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যায়।। বাজারে অনেক কোম্পানির ইলেকট্রিক সুইচ পাওয়া যায়। যেমন- সুপার স্টার, সুপার প্লাস,আর এফ এল, অনিক, মা, প্রিতি ইত্যাদি ব্রান্ডের। আমি আমার বাসার ইলেক্ট্রক কাজের জন্য সবসময় মা ইলেক্ট্রিক প্রোডাক্টই ব্যবহার করে থাকি।

IMG_20220728_151511_494.jpg

চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★(৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুনগত মানঃ ★★★★(৪/৫)
ব্যবহারের সুবিধাঃ★★★★(৪/৫)
দামঃ ★★★★ (৪/৫)

মা ইলেক্ট্রিক সুইচ ভালো মানের একটা সুইচ। সহজে নষ্ট হয় না। টু পিন অথবা থ্রি পিন যেটা সহজে লুজ হয় না। বাটনগুলি ও সঠিক ভাবে কাজ করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

👍