Review for Remax RM 510 Wired Earphone:

in hive-191303 •  2 years ago  (edited)
গান, কথা অথবা অন্য যে কোন শব্দ মোবাইল কিংবা অন্য যে কোন ডিভাইস থেকে স্পষ্ট এবং পরিষ্কার শোনার জন্য আমরা এয়ারফোন ব্যবহার করে থাকি। কিন্ত আমরা অনেকেই এইসব এয়ারফোন কেনার বা ব্যবহার করার আগে এর ভালোমন্দ যাচাই বাচাই না করেই কিনে ফেলি, যেটা করা একদম ঠিক না। আমাদের উচিৎ অবশ্যই ভালো মানের একটা এয়ারফোন ব্যবহার করা। আমি আজকে এমনিই একটি এয়ারফোনের কথা আপনাদেরকে বলবো, সেটা হলো Remax RM 510 Wired Earphone। এটি একটি তারযুক্ত এয়ারফোন। যা সকলেরই ব্যবহারযোগ্য।

image.png
image source

চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★(৪.২৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুনগত মানঃ ★★★★(৪/৫)
ব্যবহারের দিক থেকেঃ ★★★★★(৫/৫)
দামের দিক থেকেঃ ★★★★(৪/৫)
কালারঃ ★★★★(৪/৫)

Remax RM 510 Wired Earphone এর বৈশিষ্ট্য এবং সুবিধাসমূহঃ

♦তারের দৈর্ঘ্যঃ ১.২ মিঃ
♦মাইক সংবেদনশীলতাঃ ৪২+৩ডিবি
♦প্রতিবন্ধকতাঃ ১৬-১৫ শতাংশ
♦সর্বোচ্চ ক্ষমতাঃ £º১০মাইক্রো ওয়াট
♦এইচ ডি মাইক্রোফোন
♦কালারঃ কয়েকটি কালারের হয়ে থাকে
♦ফ্রিকোয়েন্সি পরিসীমাঃ ২০-২০০০০HZ।♦সংবেদনশীলতার স্তরঃ ৮৭-৩ডিবি
♦৫১০ টাচ মিউজিক তারযুক্ত ইয়ারফোন।

সামঞ্জস্যপূর্ণ এবং আরামদায়ক, বেশিরভাগ মোবাইলেই সাপোর্ট করে থাকে। বাংলাদেশের বেশির ভাগ জায়গায়ই পাওয়া যায়। তাই ভালো এবং পরিস্কার শব্দের জন্য এই এয়ারফোনটি ব্যবহার করা যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আরাম দায়ক এয়ারফোন। ধন্যবাদ