Paracute naturale Shampoo এর রিভিউ রেটিংঃ
Overall Rating
★ ★ ★ ★ (৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুণাগুণ :★★★★ ৪/৫
ব্যবহার :★★★★★৪/৫
মূল্য :★★★★★ ৪/৫
Paracute naturale Shampoo
প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পুর বিবরণঃ
১.ব্র্যান্ড: প্যারাসুট।
২.প্রোডাক্ট: প্যারাসুট ন্যাচারাল ড্যামেজ কেয়ার শ্যাম্পু।
৩.ন্যাচারাল পুষ্টি কেয়ার শ্যাম্পু।
৪.উৎপত্তি: বাংলাদেশ।
৫. নির্মাতা: মেরিকো বাংলাদেশ।
৬. সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি।
৭. ল্যাবে পরীক্ষিত এবং প্রমাণিত।
৮. প্রাকৃতিক উপাদান থেকে তৈরি।
প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পুর প্রধান উপকরণ:
১.অ্যাকোয়া, সোডিয়াম লরিথ সালফেট, নারকেল তেল, নারকেল দুধ ইত্যাদি।
২. প্যারাসুট ন্যাচারাল নারিশিং কেয়ার শ্যাম্পু নারকেল দুধ এবং অ্যালোভেরার গুণাগুণ দ্বারা সমৃদ্ধ।
সুবিধাঃ
১.নিয়মিত শ্যাম্পু প্রাণহীন চুলে পুষ্টি ও প্রাণ সঞ্চার করে চুলকে আর ও ঝলমলে ও শক্তিশালী করে তুলে।
২. ত্বকে এলার্জি থাকলে শ্যাম্পু ব্যবহারে এলার্জি থেকে রেহাই পাওয়া যায়।
৩. চুল নরম ও কোমল রাখতে শ্যাম্পুর ব্যবহার অপরিহার্য।
অসুবিধাঃ শ্যাম্পু ব্যবহারে যেমন সুবিধা- রয়েছে তেমনি অসুবিধা ও রয়েছে। শ্যাম্পু অতিরিক্ত ব্যবহার করলে আমাদের চুলের ক্ষতি হওয়ায় সম্ভাবনাই বেশি।