Paracute naturale Shampoo এর রিভিউ-

in hive-191303 •  3 years ago  (edited)

Paracute naturale Shampoo এর রিভিউ রেটিংঃ

Overall Rating
★ ★ ★ ★ (৪/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গুণাগুণ :★★★★ ৪/৫
ব্যবহার :★★★★★৪/৫
মূল্য :★★★★★ ৪/৫

Paracute naturale Shampoo

শ্যাম্পু, আজকাল মানুষের চুলে ব্যবহার করার অন্যতম একটি উপাদান হচ্ছে শ্যাম্পু। শ্যাম্পু ব্যবহার করে না এমন মানুষ খুজে পাওয়াটাই মুশকিল। ছোট শিশু, ছেলে- মেয়ে, যুবক-যুবতী, জোয়ান- বৃদ্ধ সব বয়সের মানুষই শ্যাম্পু ব্যবহার করে থাকেন। এদের মধ্যে উঠতি বয়সের ছেলে মেয়েরা চুলের যত্নে যতটা না শ্যাম্পু ব্যবহার করে তার চেয়ে বেশি ব্যবহার করে চুলের ফ্যাশনের জন্য। শ্যাম্পু ব্যবহার চুলের পুস্টি কিংবা চুলের যত্নের সাথে সাথে চুলের ফ্যাশনের ও অন্যতম একটি উপাদান। আমরা যারা বাইরে যাই, মাঠে কাজ করি, খেলা ধুলা করি, শরীর চর্চা করি বা আর্দ্র পরিবেশে থাকি তাদের নিয়মিত শ্যাম্পু করাটা জরুরী। আমি সাধারণত রান্নাঘর কাজ করা ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়া অনেক সময় ছোট- খাটো কাজে বাহিরে হয়, এই অবস্থায় গরমের কারনে মাথা ঘামে, সেই ঘামের সাথে বাইরের দুষণ এবং ধুলো বালি মিশে মাথার ত্বক ময়লা হয়, সেখান থেকে খুশকি হওয়ার পাশাপাশি চুলের নানান সমস্যার সৃষ্টি হয়। আজকে আমি আমার ব্যবহিত Paracute naturale Shampoo এর ভালো মন্দ এবং সুবিধা-অসুবিধা নিয়ে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি-

image.png

image source

প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পুর বিবরণঃ
১.ব্র্যান্ড: প্যারাসুট।
২.প্রোডাক্ট: প্যারাসুট ন্যাচারাল ড্যামেজ কেয়ার শ্যাম্পু।
৩.ন্যাচারাল পুষ্টি কেয়ার শ্যাম্পু।
৪.উৎপত্তি: বাংলাদেশ।
৫. নির্মাতা: মেরিকো বাংলাদেশ।
৬. সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি।
৭. ল্যাবে পরীক্ষিত এবং প্রমাণিত।
৮. প্রাকৃতিক উপাদান থেকে তৈরি।

image.png

image source

প্যারাসুট ন্যাচারাল শ্যাম্পুর প্রধান উপকরণ:
১.অ্যাকোয়া, সোডিয়াম লরিথ সালফেট, নারকেল তেল, নারকেল দুধ ইত্যাদি।
২. প্যারাসুট ন্যাচারাল নারিশিং কেয়ার শ্যাম্পু নারকেল দুধ এবং অ্যালোভেরার গুণাগুণ দ্বারা সমৃদ্ধ।

image.png
image source

সুবিধাঃ
১.নিয়মিত শ্যাম্পু প্রাণহীন চুলে পুষ্টি ও প্রাণ সঞ্চার করে চুলকে আর ও ঝলমলে ও শক্তিশালী করে তুলে।
২. ত্বকে এলার্জি থাকলে শ্যাম্পু ব্যবহারে এলার্জি থেকে রেহাই পাওয়া যায়।
৩. চুল নরম ও কোমল রাখতে শ্যাম্পুর ব্যবহার অপরিহার্য।

অসুবিধাঃ শ্যাম্পু ব্যবহারে যেমন সুবিধা- রয়েছে তেমনি অসুবিধা ও রয়েছে। শ্যাম্পু অতিরিক্ত ব্যবহার করলে আমাদের চুলের ক্ষতি হওয়ায় সম্ভাবনাই বেশি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!