REViEW FOR PEACE PRINTED MUSLIN SAREE:

in hive-191303 •  3 years ago 

Peach Printed Muslin Saree:

শাড়ি: বাংগালী মেয়েদের অংগের অন্যতম প্রধান পোশাক হচ্ছে শাড়ি। শাড়ি একটা বাংগালী মেয়ের সংস্কৃতিতে ধারন ও বহন করে। শাড়িতে একটা মেয়েকে যতটা বেশি সুন্দর লাগে, অন্য পোশাকে কখনই একটা নারীকে এতটা সুন্দর লাগে না। বাংগালী মেয়েরা স্বাভাবিকভাবেই শাড়ি পড়তে পছন্দ করে। আমাদের দেশে অনেক ধরনের শাড়ি পাওয়া যায়, তার মধ্য উল্লেখযোগ্য হচ্ছে-কাতান শাড়ি, বেনারশি শাড়ি, পাকিস্তানি শাড়ি, এবং মসলিন শাড়ি। মসলিন শাড়ির ইতিহাস অনেক বড়। ইংরেজ আমল থেকেই আমাদের দেশে মসলিন শাড়ির প্রচলন শুরু হয়, কালের পরিবর্তনে আজ ও যা আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। আজ আমি মসলিন শাড়ির নিয়ে কিছু কথা বলবো-মসলিন হচ্ছে বিশেষ এক প্রকার তুলার আঁশ থেকে প্রস্তুতকৃত সূতা দিয়ে বুনা এক প্রকারের অতি সূক্ষ্ম কাপড়বিশেষ। এটি ঢাকাই মসলিন নামেও পরিচিত। সেকালের মসলিন কাপড় এতটাই মিহি ছিল যে ৫০ মিটার লম্বা একটি শাড়িকে অতি সহজেই একটি দিয়াশলাইয়ের মধ্যে ভরে রাখা যেত। বর্তমান সময়ে মসলিন শাড়ির মধ্যে অন্যতম হচ্ছে Peach Printed Muslin Saree. এই শাড়ি দেখতে যে অনেক সুন্দর এবং পড়তে ও অনেক আরাম এবং রঙ পাকা।

image.png
image source

Peach Printed Muslin Saree এর রিভিউঃ
আমার ব্যক্তিগত মতামতঃ
গুনগত মান: ★★★★ (৪/৫)
ব্যবহারের দিক থেকে: ★★★★★ (৫/৫)
মুল্য: ★★★★★ (৪/৫)
রঙ: ★★★★★(৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
★ ★ ★ ★ (৪/৫)

যা যা আছে এই শাড়িতেঃ
১.প্রোডাক্ট নাম: শাড়ি
২. সুতা: মসলিন
৩. শুকনাভাবে পরিষ্কার করতে হয়।
৪.পড়তে আরাম ও টেকসই।
৫. দামে অনেক সুলভ।

মুসলিন শাড়ির গুনাগুন, ব্যবহার সুবিধা এবং দাম যাচাই বাচাই করে বলা যায় যে, অন্যান্য শাড়ির তুলনায় মুসলিন শাড়ি এখনো মানুষের কাছে অনেক জনপ্রিয় একটি শাড়ি। কালের পরিবর্তে সবকিছুর চাহিদা পরিবর্তন হলে ও মুসলিন শাড়ির চাহিদা এখনো সমান ভাবেই রয়ে গেছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You got a 13.46% upvote from @dkpromoter!


Get Daily Return by delegating to the bot and earn a passive income on your spare SP while helping the Steem Community


500 SP 1000 SP 2000 SP 5000 SP 10000 SP 20000 SP