আমাদের বাচ্চাদের স্কুল অথবা মাদ্রাসা কিংবা যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য প্রথমে যে জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো স্কুল ব্যাগ। একটা স্কুল ব্যাগ অবশ্যই মানসম্মত হতে হবে এবং এতে সকল প্রকার সুবিধা থাকাটা বাঞ্ছনীয়। যেমন একটি ব্যাগের জিপার, চেইন, পানির বোতল রাখার পকেট এবং নির্দিষ্ট পরিমান জায়গা। এই সব দেখেই সকলেত উচিৎ বাচ্চাদের স্কুল ব্যাগ ক্রয় করা।
আমি আমার বাচ্চার সুবিধার কথা চিন্তা করে এবং সব কিছু যাচাই-বাচাই করে, Sea Gold এর ব্যগটি।
চুড়ান্ত রেটিংঃ
★ ★ ★ ★(৪.৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
কোয়ালিটিঃ ★★★★(৪/৫)
ব্যবহারের সুবিধাঃ ★★★★(৪/৫)
দামঃ ★★★★★ (৫/৫)
ব্যাগটির বৈশিষ্ট্য ও সুবিধা সমুহঃ
আইটেমঃ স্কুল ব্যাগ।
প্রকারঃ ব্যাকপ্যাক
রঙঃ গোলাপী এবং লাল।
প্রধান উপাদান: পলিয়েস্টার
বন্ধের উপায়ঃ জিপার
মডেলঃ বেবি স্কুল ব্যাগ
জিপারঃ 2 টা
চেম্বারঃ 2 টা
ব্যাগের ওজন: 0.3 কেজি
দৈর্ঘ্য: ১৩"
প্রশস্ত: ১০"
আমাদের প্রত্যেকের উচিৎ মানসম্মত জিনিস ক্রয় করা। সবচেয়ে ভালো হয় কোন প্রোডাক্ট ক্রয় করার আগে প্রোডাক্টটির রিভিউ দেখে নেওয়া। কারণ একমাত্র রিভিউতেই পোডাক্টটির আসল গুনাগুন সম্পর্কে জানা যায়।