নাটক রিভিউ: `ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল'

in hive-191303 •  2 years ago 

আসসালামুু আলাইকুুম বন্দুরা, সবাই কেমন আছেন! আশা করি ভালো ও সুস্থ আছেন।

,

আবেগী আর করুণ একটা সংসারের গল্পে সাজানো এই নাটকটি

Vul-ei-shohorer-moddhobittoderi-chilo.jpg

সাকিব নুর (Afran Nisho) তার স্ত্রী সুমি (Tanzin Tisha) ও একমাত্র আদরের সন্তান 'সারা' কে তাদের ছোটখাটো একটি সাজানো পরিবার। সাকিব নূর একটি চাকরি করে। সারাদেশে যখন covid-19 ছড়িয়ে পড়ে তখন অন্যদের মতো সাকিব নুর এর অফিস যাওয়া বন্ধ হয়ে যায়। পরিস্থিতির শিকার হয়ে যদি পরিবারের একমাত্র কর্মজীবী মানুষ দুই-তিন মাস ইনকাম না করতে পারে তখন যে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয় তা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারে।

ইনকাম থাকবে না থাক নিত্যপ্রয়োজনীয় জিনিস চাল, ডাল, তৈল ইত্যাদি ঘরে থাকা চাই। কিনতে হবেই অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। বিদ্যুৎ, পানি, গ্যাস, নেটবিল এছাড়াও আরও অনেক ধরনের খরচ আছে তা মেন্টেন করতে হিমশিম খেয়ে যায়। তারপরও লজ্জার কারনে কারো কাছে হাত পাততে পারেনা এই মধ্যবিত্তরা।

নাটক এ দেখা যায় সাকিব নুর এর অসহায় মুহূর্ত। নেই কোন বাজার করার টাকা। দাতা সংস্থায় ফোন দিয়েও আবার কেটে দিয়েছেন। অন্যান্য জায়গা থেকেও ফোন আসলে তা পাশ কাটিয়ে গেছেন। তাকে প্রশ্ন করা হলো কেন এমন মিথ্যা বলেন? উত্তরে তিনি বলেন - সম্মান হারানোর ভয়ে।
সততা, সম্মান, এই দুই জিনিস কে আঁকড়ে ধরে মধ্যবিত্তের পরিবারগুলো স্বপ্নকে বাস্তবায়ন করার চেষ্টা করে। কারন তারা এই ব্যাপারে অনেক সচেতন।

সাকিব নুরের একটি মাত্র আদরের মেয়ে 'সারা' অনেকদিন পর বাবার কাছে গোস্ত খাওয়ার আবদার করে। কিন্তু বাবার পকেট শূন্য অথচ সৃষ্টিকর্তা বুঝি পৃথিবীর কোন বাবাকে এমন আবদার অগ্রাহ্য করার ক্ষমতার দেননি। আর তাই সামান্য যা আছে তাই নিয়েই মাংস কিনতে চলে গেলেন।

nisho-tisha-corona-1.jpg সংগৃহীত

অনেকটা মিথ্যার আশ্রয় নিয়ে মাত্র আদা কেজি মাংসে মাংস আনলেন। রান্না শেষে সবাই খেতে বসলে 'সারা' তার বাবাকে মাংস নিতে বলেন। বাবার শুরুতেই নিতে চাননি অনেক জোরাজুরির পরে মাংস প্লেটে নিলেও নিলেন। খাওয়ার ভান করে তা আবারও বাটিতে রেখে দিলেন। কেননা মেয়েটি হয়তো মন ভরে খেতে পারবে না তাই। আহারে! মধ্যবিত্ত পরিবার গুলো কেমন জানি এক অদ্ভুত আবেগ ভালবাসার পাহাড়। নাটক এর মধ্যে এমন দৃশ্য যেন করোনাকালীন সময়ে হাজারো পরিবারের খাবার টেবিলের প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছে।

ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল নাটক এ সাকিব নুর তার সন্তানের প্রতি অনেক যত্নশীল। সাকিব নুরের বাবা অনেক দিন ফোন দেননা। কিন্তু যখন সাকির সাকিব সাহেবের চাকরি চলে গেল তার কিছুক্ষণ পরে বাবার ফোন আসলো। কিন্তু সাকিব সাহেব মিথ্যা বলে পরে কল করবেন বলে ফোন কেটে দিলেন। কারণ জীবন যুদ্ধে তিনি হয়তো হারতে চান না।

একজন নিঃস্বন আদর্শ বাবা এবং স্বামী হওয়ায় হওয়ার কারণে এই সাকিব নুরেরা কখনো নিজের ইচ্ছা অাকাংখার কথা চিন্তা করাই করার দুঃস্বাহস করে উঠতে পারেন না।নিজের সর্বোচ্ছ দিয়ে স্ত্রী ও সন্তানের ছোট বড় চাহিদাগুলো মিটানোর জন্য বরাবরের মতোই ত্যাগ স্বীকার করে যান। আর এই ধরনের ত্যাগ সবাই দেখার ক্ষমতা থাকে না।

এই নাটকে বিশেষভাবে আরও একটা লক্ষনীয় বিষয় হচ্ছে - পাশ বাসার বাবী।আচ্ছা বুঝলাম আপনার স্বামী অনেক বড় চাকরি করে। অনেক টাকা ইনকাম করে। আর আপনার সন্তানের যেমন ইচ্ছা তেমন চাহিদা মেটাতে পারেন। তাই বলে এই নয় যে এই কথা গুলো অন্য সব প্ল্যাটে বলে বেড়াতে হবে। কেনো অযথা অন্যের পরিবারের মধ্যে প্রতিযোগিতা তৈরি করেন। এ ক্লিক রাইট আপনাকে কে দিয়েছে?

আপনি প্রতি মাসে দামী গয়না কিনেন বা বাড়ি কিনেন সেটা একান্তই আপনার ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু তা জনে জনে বলে বেড়াতে হবে এটা কেমন সিস্টেম। আপনার বোঝা উচিত যে আপনার স্বামীর মত টাকা পয়সার যোগ্যতা অন্য সবার নাও থাকতে পারে। নিজের ভালো সময় পার করাই করার জন্য অন্যের পরিবারের অশান্তির কারণ হবেন না। যদি পারেন কারো বিপদে পাশে দাঁড়ান এবং তাদের বুঝতে ও জানতে চেষ্টার চেষ্টা করেন। পারলে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

নাটক : ভুল এই শহরের মধ্যবিত্তদেরই ছিল
রচনায় : মাহমুদুর রহমান হিমি ও ইব্রাহিম চৌধুরী আকিব
পরিচালনায় : মাহমুদুর রহমান হিমি
চলমান টাইম : ৪৭:২১ মিনিট
ভাষা : বাংলা
অভিনয়ে: Afran Nisho, Tanjin Tisha, Abul Hayat, Sushama Sarker , Farhad Babu, Basar Bappy, Muntaha Amelia , Mahmudur Rahman Hime , Sk Shahed Ali Pappu

,

ওভারল রেটিং (৪.৮/৫)

দর্শকের গ্রহণযোগ্যতা★★★★ (৪/৫)
উপভোগের দিগ থেকে ★★★★★ (৫/৫)

সর্বপরি আমার রেটিং★★★★★ (৫/৫),

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার নাটকের রিভিউ টা পড়ে ভালো লাগলো, আপনি সুন্দর রিভিউ লিখেছেন, কিন্ত কিছু বিষয় এখনো শিখতে হবে। অভার অল রেটং এবং সর্বোপরি রেটিং একই জিনিস, যে কোন একটা দিলেই হবে। অভিনয় সবার নাম না দিলেও হয়, প্রধান চরিত্রগুলো লিখলেই হবে। লাইন এডজাস্টমেন্ট করতে হবে। সবার পোস্টে কমেন্টস করতে হবে।

আপনার গুরুত্বপূর্ণ সময় ব্যায় করে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ।

Wonderful review...Thanks for your review