হ্যালো বাংলাদেশ নাটকটি 'ট্র্যাজেডি' উপাধি পেতে যে শর্তগুলো থাকা প্রয়োজন তার অধিকাংশই এই নাটকে বিদ্যমান। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, রূপনিৱ প্রমুখ ।
নাটকে দেখা যায় ফেজবুকের মাধ্যমে 'জেনিফার' নামের বিদেশি (অস্ট্রেলিয়ান) মেয়ের সাথে বাংলাদেশি ছেলের পরিচয় হয়। ছেলেটি গায়ের মাস্টার, অন্য আরেকটা মেয়ের সাথে তার বিয়ের কার্যক্রম প্রায় পাকাপোক্ত। কিন্তু 'জেনিফার' হঠাৎ করে একদিন বাংলাদেশের চলে আসে ছেলেটির সাথে দেখা করার জন্য। তখন এই বিশৃংখল পরিবেশকে কিভাবে পরিচালনা করা যায় সেটা নিয়েই নাটকের মোড় শুরু। কিন্তু গল্পের গতিমান সময় যতই এগোতে থাকে ততই গল্পের মোড় অন্য দিকে গড়াতে থাকে।
এই নাটকে বিদেশি চরিত্রে অভিনয় করা মেয়েটির অভিনয় অসাধারণ হয়েছে। বিশেষ করে তার সরলতাভাব টা বেশি ফুটে উঠেছে। জন্মদাতা, জন্মস্থান বা জন্মভূমির মায়া টা যে কি জিনিস তা এই নাটক দর্শন করলে বুঝতে পারবেন। নাটকের শুরুর দিকে একরকম হলেও শেষের দিকে পুরাটাই বিপরীত। শেষের দিকে গিয়ে বিয়োগ-বেদনার করুণ রসের সঞ্চার ঘটিয়ে দর্শকের হৃদয আড়োলন সৃষ্টি করে।
বিবরণ |
নাটক : | হ্যালো বাংলাদেশ | রচনায় : | মারুফ রহমান | পরিচালনায় : | মাহফুজ আহমেদ | চলমান টাইম : | ১:১৭:৪৩ মিনিট | ভাষা : | বাংলা | |
---|