আসসালামু আলাইকুম,,,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আবার চলে আসলাম একটা নাটকের রিভিউ নিয়ে।
অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি কোন বিষয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ও কৃতিত্ব রাখা সত্ত্বেও আমরা তাকেই ইতিহাসের পাতায় দেখতে পাই না। এই নাটকটিতে১৯৫২ সালের ভাষা আন্দোলনের তেমনি একজন ব্যক্তিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অন্যান্য নাটকের তুলনায় এটা একটি ব্যতিক্রমধর্মী নাটক হওয়ায় আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি নিজেও যে বিষয়ে এতদিনে অবগত ছিলাম না সে বিষয়ে অবগত হয়েছি।
ইমেজটি গুগল ক্রোম থেকে সংগৃহীত
নাটকের গল্পটা হচ্ছে
তিতলি ভালোবাসে যুক্তকে। যুক্ত খুব শান্ত ছেলে। চাকরি করে। তিতলি মাস্টার্স শেষ করে গবেষণা করছে ভাষা আন্দোলনের ওপর। গবেষণা করতে গিয়ে তিতলি আবিষ্কার করে ভাষা আন্দোলনের একজন নায়ক মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশকে। তর্কবাগীশ ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তর্কবাগীশ প্রসঙ্গে দুজনের মধ্যে ঝগড়া বাঁধে। পরে তিতলি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। রাস্তায় হাঁটতে হাঁটতে তিতলি তর্কবাগীশ এর সংস্পর্শ লাভ করা এবং আমার এবং তর্কবারিশ তার সঙ্গে হাঁটছে।
গবেষণার শিক্ষক অরিন্দম রায় সাহায্য করে তিতলিকে। ওকে নিয়ে বায়ান্ন সালে যেখানে যেখানে ভাষা আন্দোলন হয়েছিল, সেসব জায়গায় যায়। রিকশায় যাওয়ার সময়ে দেখে যুক্ত। বাসায় গিয়ে ঝগড়া করে। তিতলি গবেষণা প্রতিবেদন লিখে জমা দেয় অরিন্দমের কাছে। পরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এবং তিললির সাথে শামিল হয় যু'ক্ত। শ্রদ্ধা নিবেদিন শেষে তিতলি আবার মাওলানা আব্দুল হামিদ তর্কবাগীশ এর সান্নিধ্য পায়।
নাটকঃ গহীনের আলো।
রচনায়ঃ মনিহায়দার
ডিরেক্টরঃ হাসান রেজাউল
চলমান টাইমঃ ৪৩:৪৮ সেকেন্ড
ভাষাঃ বাংলা
আমার রেটিংঃ ****(৫/৫)
[image source](image link) এই ভাবে দিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বুজলাম না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit