সাধারণ তথ্য:
অবস্থান: আত্রাই, নওগাঁ,বাংলাদেশ
স্থানাঙ্ক
২৪°৩৭′০০.৮″ উত্তর ৮৯°০৫′২১.৮″ পূর্ব
স্বত্বাধিকারী:* বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর
যে নামে পরিচিত:রবীন্দ্র কাচারী বাড়ি।
ইতিহাস
রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অন্যতম সদস্য দ্বারকানাথ ঠাকুর এ অঞ্চলের জমিদারি ১৮৩০ সালে কেনার পর ১৮৯০ সালে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য এ অঞ্চলে আসেন।এই কাচারীতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু কাব্য, গল্প ও প্রবন্ধ রচনা করেন। এই স্থানটির চারপাশেই রবি ঠাকুরের পরিবার কর্তৃক স্থাপিত বেশ কিছু স্থাপনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, একটি বিদ্যালয়(কালীগ্রাম রথীন্দ্রনাথ ইন্সটিটিউশন), দাতব্য হাসপাতাল ও পুরাতন একটি কৃষি ব্যাংক যা ১৯০৫ সালে স্থাপিত হয়েছিল। এছাড়াও গড়ে তুলেছিলেন মৃৎশিল্প।
রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তির পর সর্বশেষ ১৯৩৭ সালে পতিসরে আসেন। বর্তমানে এখানে, রবীন্দ্রনাথের জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পতিসর কাছারি বাড়িতে থাকাকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর গোরা ও ঘরে বাহিরে উপন্যাস এবং বিদায় অভিশাপ কাব্য রচনা করেন। তিনি প্রতিহিংসা, ঠাকুরদা এবং ভারতবাসী প্রবন্ধও এই সময়েই রচনা করেন।
পর্যটক কেন্দ্রঃ প্রতি বছর এখানে অনেক দেশি ও বিদেশি লোক দেখতে আসে। সবসময় এখানে মেলার মত ভীর লেগেই থাকে।
ঐতিহাসিক স্থানঃ ★★★★৪/৫
দর্শনীয় স্থানঃ ★★★★★৫/৫
সৌন্দর্যঃ ★★★★৪/৫
============♠♠♠============
সর্বপুরি আমার মতে রবীন্দ্রনাথ ঠাকুরের নিদর্শন হিসেবেঃ ★★★★★৫/৫