How to use flexiplanapp for cheap rate pakege by Android

in hive-191311 •  3 years ago 

আসসালামু আলাইকুম।

সুপ্রিয় স্টিমিয়ান বন্ধুরা কেমন আছেন সবাই।

আশাকরি সবাই অনেক ভালো আছেন।

আমিও আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় ভালো আছি।

এই কমিউনিটির আজকের টিউটরিয়ালে আমি যা শেয়ার করতে যাচ্ছি,তা হল-

How to use flexiplanapp for cheap rate pakege by Android.আমরা ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে অনলাইন ব্যবহার করে থাকি।এই অনলাইন ব্যবহারের জন্য আমাদের সেকেন্ড চলে না।

তাই How to use flexiplanapp for cheap rate pakege. আর এগুলোর জন্য সাশ্রয়ি,সস্তা, কমদামের প্যাকেজ দরকার।

কথা না বাড়িয়ে শুরু করা যাক।

How to use flexiplanapp for cheap rate pakege করার জন্য প্রথমে আমাদের Android phone এর play store এ ক্লিক করবো।

এরপর যে ইন্টারফেস আসবে। নিচের ছবির মতো সার্চ বক্সে "Flexi plan" লিখে সার্চ দিলে প্রথমে যে app টি থাকবে এটি ডাউনলোড করে নিতে হবে।

04.08.2021_21.44.56_REC.png

তার আগে app টি সম্পর্কে একটু বলি-এই app টি ৫ মিলিয়ন লোক ডাউনলোড করে ব্যবহার করছে।চিত্রে গোল দাগ দেয়া স্থানগুলো লক্ষ্য করুন

অত্যন্ত ভাল একটি app। আমি বহুদিন ধরে ব্যবহার করি। ডেটা ও মিনিট কিনে থাকি এই app এ-র মাধ্যমে। এখানে যেকোন কিছু কিনলে ১০% থেকে ৮৭% পর্যন্ত ছাড় পাওয়া যায়।

Flexiplan, download, install,play store,how to download flexiplan, how to install flexiplan from play store
Flexiplan in Play store

যাইহোক এখন flexiplan app টি ডাউনলোড করার জন্য ছবিতে গোল চিহ্নিত স্থানে দেখবেন চার রং-এর চার গোল দাগ বা ফোটা আছে।

তার নিচে ডানপাশে Installe লেখা একটি ঘর আছে, সেখানে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু হবে। app টি installed হতে ২-৩ মিনিট সময় লাগতে পারে ।

ডাউনলোড হয়ে গেলে open এ ক্লিক করে app টি খুলবো।
খুললেই নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে।

04.08.2021_21.45.34_REC.png

Flexiplan interface, flexiplan contains internet, talk time, validity, sms,
Flexiplan interface
ওখানে ৪ টি অপশন আসবে-
1.Internet
2.Talk time
3.Validity
4.SMS

এই app এর মাধ্যমে একসঙ্গে ৩ টি প্যাকেজ কিনতে পারি। যেমন ডেটা,মিনিট ও এসএমএস।
নিচের ছবিতে দেখুন- মিনিট কেনা হচ্ছে।

04.08.2021_21.46.23_REC.png

২৫ মিনিট
৭ দিন মেয়াদে
কিনলে ২০ঃ৩৯ টাকা খরচ হবে (ভ্যাটসহ)
সাশ্রয় হবে ৫৪%।

অর্থাৎ আপনার সীম একাউন্ট থেকে কেটে নেয়া হবে। যে প্লানটি ক্রয় করবেন তার মনঃস্থির করে নিন।

নিচের দিকে ডান পাশ্বে দেখবেন মুল্য নির্ধারণ করা আছে এবং বাম পাশ্বে কত পার্সেন্ট সেভ হলো তাও দেখাচ্ছে।

নিচের ছবিতে দেখুন।আমরা এমনিতে ফোনে যখন কথা বলি, তখন প্রায় প্রতি মিনিট প্রায় ২ টাকা করে কাটে।

Talk time buy on flexipla,, minutes, data,flexiplan
Talk time buy

এরপর সর্বনিচে মাঝখানে Buy Now এ ক্লিক করুন।

তারপর নিচের ছবির মতো একটি ইন্টারফেস আসবে, যা মেনুটি আবার সংশোধনের সুযোগ থাকবে যদি প্যাকেজ পরিবর্তন করেন?

Flexiplan, menu talk time, repair menu flexiplan, play store
Your flexiplan

যদি উক্ত প্যাকেজে ঠিক থাকে বা কোন পরিবর্তন না করেন এবং বামপাশে ফোন নাম্বার দিবেন যে নাম্বারে প্যাকেজটি নিতে চান।

তারপর নিচে Confirm অপশনে ক্লিক করবেন।
এরপর যে ইন্টারফেস আসবে সেখানে একটি কোড নাম্বার বসাতে হবে।

অর্থাৎ যে ফোন নাম্বার দেয়া হয়েছে ওখানে, সেই নাম্বারে sms এর মাধ্যমে একটি কোড যাবে।

সেটাই কোডের ঘরে বসিয়ে আবার Confirm এ ক্লিক করলে হয়ে যাবেএবং নিচের ছবির মতো Successfully ইন্টারফেস আসবে।

আপনার ঐ নাম্বারে আবার confirm sms যাবে

Best app flexiplan, how to use flexiplan
Flexiplan success bar

আবার ধরুন আপনি ডেটা বা মেগাবাইট বা গিগাবাইট কিনবেন।

তখন আবার back করে app এ আসবো এবং ঐ মেনুতে সাজিয়ে নেবো।নিচের ছবির মতো।

04.08.2021_21.47.01_REC.png

Data buy cheap on flexiplan, flexiplan is best app,goo app
5 GB internet

এখানে
5 GB প্যাক
07 days
123:47 টাকা(ভ্যাটসহ)
সেভ 31%

কিন্তু যদি আমরা সাধারণ ভাবে মেগা কিনতে চাই তাহলে
1 GB=97 টাকা লাগবে।
সে হিসাবে 5 GB=?
5GB=5×97=485 টাকা।

তাহলে চিন্তা করুন কি অবস্থা। তাই না?
যাইহোক এখন মিনিটের মতোই প্যাকেজ ক্রয় করার পদ্ধতি ডেটার।

তো ঐ একই নিয়মে ডেটা বা মেগাবাইট কিনতে পারবেন।

ধন্যবাদ সবাইকে

লেখক
@lebutechnosteem

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সুন্দর উপস্থাপনা, সাবলীল ভাষা। উপকারী পোস্ট। সব মিলে সুন্দর হয়েছে।

Thanks so much for best reply on this community post.stay well.