@Experience

in hive-193637 •  2 years ago 

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxHphAFgMzUE2QvhsFcZV1NFZLoVmUywwXaaogAHWmeYpwB2SHjUphtx6xQQxgDJ9z4erVp373fAQnWob4bXsux2MRiWWq7My3c5A9dMPRwtUPTECUYmxRmQ.png
অনলাইনে আমার কাজের অভিজ্ঞতা নেহাৎ কম দিনের নয় । প্রায় ১১ বছর । ফিরে যাওয়া যাক ২০১০ সালের সেই অক্টোবরে । সেই মাসেই আমি সর্বপ্রথম অনলাইনে কাজের অভিজ্ঞতা অর্জন করি এবং সামান্য কিছু অর্থ উপার্জন করি । তবে, তার আগে পটভূমিটা জেনে নেওয়া যাক ।

তার আগের বছর ২০০৯ সালে আমার বড় ভাইয়ের বিয়ে হয় । দাদার শালা অর্থাৎ বৌদির একমাত্র ভাই আমার চাইতে বয়সে বেশ কিছুটা ছোট । বিয়ের রাতে শুনেছিলাম তার নিজস্ব ল্যাপটপ আছে, শুনে একটু আধটু হিংসে হয়েছিল আমার । সেই সময় আমার একটি পুরোনো ডেস্কটপ, আমার ছোট ভাইয়ের একটি ডেস্কটপ এবং বহু পুরোনো মান্ধাতা আমলের একটা ল্যাপটপ ছিল আমার দাদার । শার্প ব্র্যান্ডের ল্যাপটপ । উইন্ডোজ এক্সপি । বিয়ের পরে দাদার কাছ থেকে সেই ল্যাপটপটা প্রায় কেড়ে নিই আমি । নইলে মান ইজ্জত আর থাকে না ।

তো, বৌদির ভাইয়ের ল্যাপটপটি ছিল খুবই উন্নতমানের, প্রচুর দামি । উইন্ডোজ সেভেন ইনস্টল ছিল সেই ল্যাপটপে । সেভেনের অসাধারণ গ্রাফিক্স, অসংখ্য দারুন সব টুলস আমাকে মুগ্ধ করেছিল । তো বিয়ের রাতে আড্ডায় তার কাছে জানতে পারলাম সে নাকি ইন্টারনেটে কাজ করে এবং বেশ কিছু ডলার নাকি ইতিমধ্যে তার ব্যাঙ্ক একাউন্টে উইথড্র করেছে । এসব শুনে আমার স্বপ্নের মতো মনে হলো । ইতিপূর্বে আমি কোনোদিন শুনিনি যে ইন্টারনেট থেকে অর্থ উপার্জন করা যায় । আমার বাড়িতেও ইন্টারনেট এর কানেক্শন ছিল । কিন্তু, আমি সেটাকে আর্টিকেলস পড়া, ছবি ডাউনলোড করা, গান ডাউনলোড করা, মুভি দেখা, পিডিএফ ডাউনলোড করা এবং সর্বোপরি গেম্স্ ডাউনলোডের মাধ্যম হিসেবে ইউজ করে থাকি । কারণ, আমার ধারণা ছিল এসবের জন্যেই ইন্টারনেট ।

তবে ২০১০ সালে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং -এ ভর্তির পরে নেট থেকে প্রচুর কোড নামতাম আর বহু কোডিং টিউটোরিয়াল পড়তাম । তো, যা বলছিলাম - বিয়ের রাতেই আমি আমার বৌদির ভাইকে চেপে ধরি এ বিষয়ে বিস্তারিত জানার জন্য । তখন সে কথা দেয় যে বিয়ের পরে সে আমাকে শেখাবে কি করে অনলাইনে কাজ করা যায় ও অর্থ উপার্জন করা যায় । সেদিন প্রথম একটি শব্দ শিখলাম - "ফ্রীল্যান্সইং" । অর্থাৎ, অনলাইনে কাজে তুমি একদম স্বাধীন, এখানে কেউই তোমার উপরে ছড়ি ঘোরাবে না, তুমিই তোমার বস । বাঁধাধরা কোনো নির্দিষ্ট কাজ নেই, কাজের কোনো নির্ধারিত সময় নেই । বিভিন্ন বায়ারের থেকে কাজ পাবে কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে, আর সেগুলো ঠিকঠাকভাবে করে দিতে পারলে তোমাকে সেই কাজের বিনিময়ে অর্থ প্রদান করবে সেই বায়ার ।

সে সময় এই জিনিসটি আমার কাছে খুবই অবিশ্বাসের মনে হয়েছিল । বিশেষ করে অর্থ প্রদানের বিষয়টি । কি ভাবে সুদূর কোনো বিদেশী লোক আমাকে ইন্টারনেট এর মাধ্যমে অর্থ প্রদান করবে ? এক দেশ থেকে আরেক দেশের কাউকে অর্থ প্রেরণ এর একমাত্র মাধ্যম হলো ব্যাঙ্ক। কিন্তু, ইন্টারনেট এর মাধ্যমে কিভাবে সম্ভব এটি ?

যাই হোক আমি ভেবেছিলাম সে গুল মারছে । সেই কারণেই আর বিয়ের পরে আমি আর এ বিষয়ে কিছু জানতে চাইনি । এরপরে কেটে গেলো একটি বছর । পরের বছর ২০১০ সালের অক্টোবরে দূর্গা পুজোতে দাদার সাথে দাদার শ্বশুরবাড়ি গেলুম । ৩ দিন কাটালাম বৌদির বাপের বাড়ি । আর সে সময়ে বৌদির ভাইয়ের সাথে আমার কিছুটা ঘনিষ্ঠতা হলো । অবশেষে খুঁটিনাটি সব জানতে পারলাম অনলাইনে কাজের সম্পর্কে । শেষমেশ বিশ্বাস করলাম ব্যাপারটা । এরপরে পুজো শেষে বাড়ি ফিরে কম্পিউটার অন করে শুরু হলো আমার গুগল সার্চ । এই একটি জিনিস আমি অসম্ভব ভালো পারতাম । গুগল সার্চিং । ফলে অতি দ্রুত এক এক করে সব ফ্রীল্যান্সইং সাইটগুলো বের করে ফেললাম ।

এরপরে শুরু হলো আমার দিন-রাত এর পিছনে পড়ে থাকা । ক্রমে ক্রমে সব বিষয়গুলো ক্লিয়ার হলো আমার । কিভাবে কাজ পাওয়া যায়, করা কাজ দেয়, পেমেন্ট কিভাবে নিতে হয় - সব জেনে গেলাম । Getacoder, Rentacoder, freelancer, odesk, guru এসব মার্কেটপ্লেস সম্পর্কে জানতে পারলাম । একই সাথে GPT (Get Paid for Task) সাইটগুলোতে টুকটাক কাজ করা শুরু করলাম । কিন্তু প্রথম পেমেন্ট পেলাম Getacoder থেকে । তখন আমার ফার্স্ট সেমিস্টার । টুকটাক কোডিং পারি । সেজন্য এসব বড় বড় মার্কেটপ্লেসে কাজ পাচ্ছিলাম না । এরই মধ্যে Getacoder এ ছোট্ট একটা কোডিং এর কাজের জন্য বিড করলাম । C++ কোডিং । ভালোই পারতাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি । তাই কাজটিও সম্পন্ন করতে পারলাম খুব দ্রুত । এবার দেখি সাইটে আমার একাউন্টে Earnings এর ঘরে জ্বল জ্বল করছে কিছু ডলার ।

মনে আছে সেদিন রাতে ঘুমোতে পারিনি খুশিতে । এরপরে চিন্তা শুরু হলো কিভাবে এই অর্থ দেশে আনা যায় । এরই মধ্যে GPT সাইটগুলোতে ছোট ছোট টাস্ক কমপ্লিট করে বেশ কিছু ডলার জমিয়ে ফেললাম । অনলাইনে কাজ করতে দারুন লাগছে, ভীষণ এনজয়মেন্ট ফিল করছি । সেই সাথে বেশ কিছু ডলারের মালিকও আমি । তরুণ বয়সে এসব দারুণভাবে উৎসাহিত করেছিল আমায় । ডলার ইনকাম করেছি আমি, ডলার । সোজা কথা ? বন্ধুবান্ধবদের কাছে খাতির অস্বাভাবিক ভাবে বেড়ে গেলো । কিন্তু, একদিন আমার এক ফ্রেন্ড ঈর্ষা আর হিংসার বশবর্তী হয়ে বললো শুধু ডলার ইনকাম করে কি হবে যদি সে ডলার নিজের কাছে না আসে ? ওসব ডলার মিথ্যে, কোনোদিনও হাতে পাওয়া যাবে না ।

এই কথা শুনে ক্ষোভে দুঃখে লজ্জায় আমার চোখে জল চলে এসেছিলো । সেদিন বাড়ি ফিরে সারা রাত ধরে কম্পিউটারে গুগল সার্চ করে পেমেন্ট মেথড সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করে ফেললাম । কি করে পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে খুব সহজেই ব্যাঙ্ক ছাড়াই ডলার, ইউরো, পাউন্ড এক ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে অপর ব্যক্তি বা প্রতিষ্ঠানে ট্রান্সফার করা যায়, কি ভাবে নিজের পেমেন্ট গেটওয়ে একাউন্ট থেকে সেই ডলার নিজের ব্যাঙ্ক একাউন্টে উইথড্র করা যায় সে সম্পর্কে প্রচুর পড়াশোনা করলাম ।

পরবর্তী একটি সপ্তাহ আর কাজ করলাম না, শুধু এই পেমেন্ট গেটওয়ের পিছনে লেগে থাকলাম । এবং একে একে একাউন্ট খুললাম - পেপাল (Paypal), এলার্টপে (AlertPay), লিবার্টিরিজাৰ্ভ (Liberty Reserve), মানিবুকার্স (Moneybookers, Now Skrill), পারফেক্টমানি (Perfectmoney), ওয়েবমানি (Webmoney), ওকেপে (OKPay) এবং নেটেলার (Neteller) -এ । এর মধ্যে পেপাল, মানিবুকার্স এবং নেটেলার এ একাউন্ট ভেরিফাই করতে পারলাম না আমার নিজস্ব কোনো ব্যাঙ্ক একাউন্ট না থাকায় । মুশকিল হলো তো । এখন কি করি ? Getacoder এ ডলার জমে আছে অনেকদিন ধরে । তুলতে গেলে পেপাল একাউন্ট চায় । সেটা আমার আছে । কিন্তু, পেপাল থেকে তোলার উপায় নেই । কারণ নিজের কোনো ব্যাঙ্ক একাউন্টই নেই । কি করি, কি করি ? হঠাৎ একটা বুদ্ধি মাথায় খেললো । Getacoder সাইট এ গিয়ে Contact বাটনে প্রেস করে ওদের সাথে এ সমস্যা সম্পর্কে সাহায্য চেয়ে কন্টাক্ট করলাম ।

দু'দিন পরে রিপ্লাই পেলাম । তারা জানালো যে আমার একাউন্টে Moneygram নামে একটা রেমিট্যান্স সার্ভিস প্রোভাইডার এর অপশন এভেইলেবল করে দিয়েছে । আমি Moneygram এর মাধ্যমে ব্যাঙ্ক একাউন্ট ছাড়াই ডলার উইথড্র করতে পারবো । আমার শহরে তাদের যে এজেন্সী অফিস আছে সেখান থেকে অর্থ কালেক্ট করতে পারবো । আর দেরি না করে উইথড্র দিলাম Moneygram এর মাধ্যমে । একটা মেসেজ এলো - "সেখানে লেখা ৩-৫ কর্মদিবসের মধ্যে আমি আমার অর্থ পেয়ে যাবো" । খুশিতে আমি লাফিয়ে উঠলাম । সেই রাতেই একটি GPT সাইট থেকেও কিছু ডলার উইথড্র দিলাম । দেখলাম Liberty Reserve এর মাধ্যমে ডলার উইথড্র করা যাবে এবং সেটা ইনস্ট্যান্ট । ইনস্ট্যান্ট উইথড্রল ? বিশ্বাস হলো না ঠিক । দিলাম একটা টেস্ট উইথড্রয়াল । মাত্র $০.১০ ডলার । সঙ্গে সঙ্গে ১ সেকেন্ডের মধ্যে Liberty Reserve থেকে একটা fund received মেইল পেলাম আমার জিমেইল এ । নিজের চোখকেই যেনো বিশ্বাস করতে পারছিলাম না আমি । দ্রুত কম্পিত বক্ষে Liberty Reserve একাউন্টে লগইন করলাম । সেখানে জ্বল জ্বল করছে সবুজ কালিতে লেখা - "Dollar : $0.10 USD" ।

মনে আছে সেদিন খুশিতে বেশ কয়েকপাক নেচেছিলাম । এর ঠিক ৬ দিনের মাথায় একটা ফোন পাই Moneygram এর এজেন্সী অফিস থেকে । দ্রুত কম্পিতবক্ষে তাদের অফিসে গিয়ে কোড ও পরিচয়পত্র দেখিয়ে হাতে পাই আমার বহু কাঙ্খিত সেই GetACoder থেকে উপার্জনকৃত আমার প্রথম ইনকাম । বাড়ি ফিরেই সবার আগে মায়ের হাতে তুলে দিই আমার জীবনের প্রথম উপার্জন ।

সবার শেষে একটি কথা বলি । OKPAY নামক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমার প্রথম পরিচিতি হয় বিটকয়েনের (Bitcoin) এর সাথে । প্রচুর পড়াশোনা করেছিলাম তখন বিটকয়েন এর টেকনোলজি নিয়ে । তখন ১ বিটকয়েনের দাম ছিল প্রায় ৩ সেন্টের মতো । আমি সেই সময় আমার বন্ধুদের সাথে বাজি ধরে বলেছিলাম বিটকয়েন এর মতো এমন টেকনোলজি বাপের জন্মে দেখিনি । পৃথিবীতে ব্যাঙ্ক নামক অর্থপিশাচদের দিন ফুরিয়ে আসছে । এক বিটকয়েন আসলে ১.০০০০০০০০ BTC । আমি বলেছিলাম সেদিন যে এই যে দশমিকের পরে আটটা শূন্য আছে এর প্রত্যেকটার ভ্যালু আছে । এমন একটা দিন আসবে তখন ০.০০০০০০০১ BTC = $১ ডলার হবে । শুনে সবাই পাগল ভেবেছিলো আমায় । আমি যখন এই কথাটি বলেছিলাম তখন ১ বিটকয়েন সমান ছিল $০.০৩৪ ডলার, অর্থাৎ, ০.০০০০০০০১ BTC = $০.০০০০০০০০০৩৪ ডলার ।

------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)
তারিখ : ০৯ জুন ২০২৩

টাস্ক ২৯০ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : de1caec4d36f8459ed9ca5ea25a9206abe06506ad9d7c14c1c6d33ff6335b4e2

টাস্ক ২৯০ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!