অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। চারপাশে যেদিকে তাকাই, সেখানেই প্রকৃতির অপার মিল। প্রকৃতি তার সৌন্দর্যে সজ্জিত। সবুজ বন, নীল আকাশ, নদী, খাল-বিল দেশকে করেছে সুন্দর। এ ছাড়া বৈচিত্র্যময় প্রকৃতির মধ্যে রয়েছে সমতল ভূমি, পাহাড়। বাংলাদেশ ছয় ঋতুর দেশ। ঋতু বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে। এক ঋতুর প্রাকৃতিক সৌন্দর্য অন্য ঋতুতে আলাদা। কিন্তু প্রতিটি ঋতু তার নিজস্ব রূপে, তার রসে, তার গন্ধে অনন্য হয়ে ওঠে।
বিভিন্ন ঋতুতে ফুলের সমারোহ ঘটে। গাছ ও ফসলের ক্ষেত সারা দেশকে সবুজে ভরে দেয়। ফসল পাকলে তা আবার খালের রূপ নেয়। তাই বলা যায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দর লীলা নিকেতন বাংলাদেশ। সুজলা, সুফলা, শস্য-সৌন্দর্যে ভরপুর আমাদের দেশ তার সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে অবিরাম। দেশের দক্ষিণাঞ্চলে মহা বঙ্গোপসাগরের জোরালো প্রতিধ্বনি এক মায়াবী সুর সৃষ্টি করে চলেছে। নদ-নদী ছড়িয়ে আছে সারা দেশে। এগুলো বর্ষায় পানিতে ভরে অতুলনীয় সৌন্দর্যের সৃষ্টি করে। এ ছাড়া বিভিন্ন ধরনের পাখি আমাদের সুন্দর বাংলাদেশকে দিয়েছে ভিন্ন মাত্রা। রঙিন ফুলে ভরে উঠেছে বাংলার প্রকৃতি। প্রকৃতি ও মানব জীবনের ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যেই দেশের প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়। প্রকৃতির সৌন্দর্য এদেশের মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। আমাদের এই সুন্দর বাংলাদেশের মতো বিশ্বে আর কোনো দেশ নেই।