আচ্ছা অনেক দিন পর এই দলটা খুঁজে পেয়েছি। আচ্ছা আমি কি করবো বলতে পারেন ? মানে সত্যিই আমি বুঝতে পারছি না। কিছুতেই বুঝতে পারছি না বিষয়টা, খুব কঠিন সমস্যায় পড়েছি আমি। না ব্যাপারটা আর কিছুই না, আমার ঠিক কাকে সমর্থন দেওয়া উচিৎ বলে মনে হয় আপনার ? একটু তাত্বিক ভাবে আমাকে বোঝান তো বিষয়টা। এমনিতে আমি শোভন বাবুকে বেশ ভালোই বাসি, অনেকটা আমার বাবার মতই দেখতে। বৈশাখী ম্যাডামও অনেকটা আমার ছোট মাসির মতই সুন্দরী কিন্তু এইভাবে ব্যাপারটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। মানে আমার বাবা যদি এখন প্রেম করে তাহলে আমি বাবার দলে থেকে শাশ্বত প্রেমের পাশে আছি টাইপ বাবার জন্য গলা ফাটাবো নাকি আমার সুন্দরী একা হয়ে যাওয়া মাকে ব্রেক আপ তো হয়, তুমি এখনো অনেক সুন্দর আছো আবার প্রেম করো বলে মা কে পাম্প করবো বুঝতে পারছি না। তবে যায় বলুন আমি কিন্তু এই দুই জল শোভন আর কাল বৈশাখীর ফ্যান হয়ে গেছি, পৃথিবীতে এরকম পুরুষও আছে ভেবেই ভালো লাগছে, ভদ্রলোকের কপালটা ভাবুন একবার শুধু, এদিকে স্ত্রী উকিল নিয়ে যাচ্ছে, ওদিকে প্রেমিকা প্রেসিডেন্সির লোহার শিক গুলো ধরে ঝাকাচ্ছে ওগো একটু দেখা করতে দাও গো, ওষুধটা খাইয়ে দিই গো বলে নাকের জলে চোখের জলে করে একাকার করে দিচ্ছেন, ওদিকে বৈশাখীর প্রেজেন্ট স্বামী আবার টিভিতে তার স্ত্রী আর ওয়ান থার্ড জামাইবাবুর, ওয়ান থার্ড স্বামী আর বাকি শত্রু কাম প্রেমিকের হয়ে গলা ফাটাচ্ছেন, এদিকে জল শোভনের মেয়ে আবার ডাকসাইটে সুন্দরী হয়ে একসাথে দুজন ছেলের সাথে প্রেম করছে বলি হচ্ছেটা কি ?? আমি শালা গোটা ফেসবুক ঘুরে ঘুরে একটা মনের মত ছেলে পাচ্ছি না, প্রতি বছর দুর্গা পুজো , দোল,
বইমেলা এমনকি দু দুটো লক ডাউন কেটে গেল, একটা পছন্দ মতো ছেলে পেলাম না আর এই বাবার বয়েসী লোকটা এরকম একটা সুন্দরী প্রেমিকা নিয়ে খবর কাগজের টি আরপি বাড়িয়ে দিল ! ভাবা যায় !!! লোকটার সত্যি অদ্ভুত ক্ষমতা আছে, বিরাট ক্ষমতা আছে ইন ফ্যাক্ট। আমার ত মনে হয় ইনি মানুষ না, ইনি কেউ দেবতা টাইপের কেউ হবেন, এই ধরাধামে
এসেছেন নতুন করে প্রেমের বানী ছড়িয়ে দিতে, নাহলে এরকম সম্ভব না। এখন কথা হচ্ছে এই লোকটাকে আর তার প্রেমিকাকে দেখে আমার দুরন্ত প্রেম পেয়েছে। আমার কি হবে :( ? পছন্দের ছেলে কোথায় পাবো কেউ বলুন আমাকে এক্ষুনি।
( pic taken from google )
লেখাটা বেশ মজার লাগলো, আজকাল তো সবাই হাসতে ভুলে গেছে পরিস্থিতির জন্য তাই ধন্যবাদ @dutta লেখাটি শেয়ার করবার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit