Hlw Friends, আশা করছি সবাই সুস্থ আছো।আমি ভালো আছি। নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আজ আবারও।চলো শুরু করা যাক।
সকাল
সকালে আজ ঘুম থেকে উঠতে দেরি করেছি। ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গেছে। তারপরে উঠে দেখলাম মায়ের পুজো করা শেষ।
মা আমাকে গরম জল আর লেবু দিলো। আমি ফ্রেশ হলাম। তারপর লেবু জল খেলাম। তারপর মা চা করল। মায়ের সাথে গল্প করতে করতে চা খেলাম।
আজ সকালে মেঘলা ছিল না। বেশ রোদ উঠেছিল। তবুও কালকে রাতে বৃষ্টি হওয়ায় ঠান্ডা আবহাওয়া ছিল। ঈশানার বাবা একটু পরে ঘুম থেকে উঠলো। আমি ততক্ষন আমাদের বাড়ির সামনের বাগানে হাঁটাহাঁটি করছিলাম।
মা বললো আমাদের বাগানের বাঁদিকের সাদা ফুলের গাছটাতে বুলবুল পাখি বাসা করেছে। আমি খুব খুশি হয়ে গাছ টার ভিতরে বাসা খুঁজতে লাগলাম। তারপর চোখে পড়তেই ছবি তুললাম।
আশা করছি কিছুদিনের মধ্যেই পাখিটা ডিম দেবে।
বুলবুল পাখি র বাসা
তারপর দেখি ,বাগানের গোলাপ গাছটাতে আজ একটা ছোট্ট লাল গোলাপ ফুটেছে। এই গোলাপ গাছটাতে ভিশন ডিপ রংয়ের গোলাপ ফোটে।কচি সবুজ পাতার মাঝে এরকম কালচে লাল গোলাপ দেখতে অপূর্ব লাগে।
সবুজলাল
এর কিছুক্ষণ পরে আমি স্নান সেরে নিলাম। তারপর সাড়ে নটা নাগাদ খাওয়া-দাওয়া করলাম। দশটা থেকে আমার অনলাইনে ক্লাস শুরু হলো। আজ দুটো ক্লাস ছিলো। 10 টা থেকে 11 টা তারপরে আবার বারোটা থেকে 1টা।
মাঝের একঘন্টা সময় আমি গান শুনলাম। আঙ্গুর খেলাম। ফোনে চ্যাটিং করছিলাম।
দুপুর
এর মধ্যেই অনেকবার দেখেছি বুলবুল পাখি টা ওই গাছটা তে বার বার আসা-যাওয়া করছে। বুলবুল পাখির আওয়াজ আমার ভীষণ পছন্দ।
যাইহোক বারোটা নাগাদ আমার প্রিয় পঞ্চানন স্যারের ক্লাস শুরু হলো। স্যার আজকে ব্যোমকেশ সমগ্র থেকে বিখ্যাত একটা গল্প 'সত্যান্বেষী ' পড়াচ্ছিলেন।
গল্পটা আমার আগেই পড়া ছিল। তবু শুনতে বেশ মজা লাগছিল। গোয়েন্দা রহস্য ময় গল্প আমার বেশ ভালো লাগে।
ক্লাস শেষ করার পরে মা বাবা আর আমি মিলে গল্প আড্ডা করলাম। তারপর দুটো নাগাদ লাঞ্চ করলাম সবাই। তারপর প্রতিদিনের মত রেস্ট নিয়ে নিলাম।
বিকেল
বিকেল বেলায় ঘুম থেকে উঠলাম 5 টার পরে।ঘুম থেকে ওঠার পর শরীরটা কেমন যেন খারাপ লাগছিল। ফ্রেশ হলাম তারপর জল খেলাম। তারপর প্রিয় মানুষের সাথে কিছুক্ষণ ফোনে কথা বললাম। বাবা প্রতিদিনের মত আজও ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। আর ঈশান পাশের বাড়ির বৌদির সাথে ছাদে দাঁড়িয়ে গল্প করছিল।
আমি ছাদে গেলাম। তখন বেশ হাওয়া দিচ্ছে। হঠাৎ জানতে পারলাম, আমার প্রতিবেশী একজন বয়স্ক দাদু মারা গেছে একটু আগে। শুনে খুব খারাপ লাগলো। প্রতিদিনের এই মৃত্যু মিছিল। আর আমাদের হাতে এই মৃত্যু আটকানোর ক্ষমতা নেই।
বেশিক্ষণ ছাদে না থেকে নিচে নেমে আসলাম। আজ ঈশান আমাকে সকাল থেকে বলে যাচ্ছে যে ও চিকেন পকরা খাবে। তাই বানানো শুরু করলাম। চিকেন পকরা বানানোর রেসিপি আমি কিছুদিনের মধ্যেই steemfood e শেয়ার করব।
যাইহোক এই করে সন্ধ্যা লেগে গেল। বাবা সন্ধ্যাপুজো করলো। তারপরে আমি চা করলাম। সাথে ছিল গরম গরম চিকেন পাকোড়া। ঈশান আনন্দে পকোড়া গুলো খেতে থাকলো।
তারপরে আমি চিকেন পকরার ভিডিও এডিটিং করতে শুরু করলাম। কিছুদিনের মধ্যেই এই ভিডিও আমি ইউটিউবে আপলোড করবো এবং স্টিম ফুডে শেয়ার করব।
এডিটিং করতে আমার বেশি সময় লাগে। এই কাজটাকে আমার খুব পরিশ্রমের বলে মনে হয়। যাইহোক এই করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল।
তারপর আমি কিছুক্ষণ ফোনে কথা বলেছি। কিছু দরকারী ফোন এসেছিল।
এখন তোমাদের সাথে আজকের দিনের গল্প টা শেয়ার করে নিচ্ছি।
সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এটাই প্রার্থনা করি।
আর কিছুক্ষণ পরে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়বো। তারপর কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করে ঘুমিয়ে যাব।
আজকের মত শুভরাত্রি।
That rose looks pretty 😍. Stay safe.
#affable #india
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks , take care
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit