THE DIARY GAME OF STEEM || BETTER LIFE : 11/12/2020 || Anniversary special ❤️steemCreated with Sketch.

in hive-196725 •  4 years ago 

Hlw everyone,, কেমন শীত পড়েছে? অনেক নাহ? সবাই নিজের সাস্থের খেয়াল রেখো। আশা করছি সবাই সুস্থ আছো। কিন্তু আমি সুস্থ নেই। হটাৎ আমার ভীষণ ঠান্ডা লেগেছে - সর্দি কাশি।
আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যে একটা গান শেয়ার করব। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় গলা খুব খারাপ হয়ে আছে। কিচ্ছু করার নেই।

চলো আজকের দিনের অ্যাক্টিভিটিস গুলো দেখে নেওয়া যাক।

সকাল

সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা নাগাদ। গতকাল রাত থেকে আমার শরীরটা খারাপ তাই মা বেশি বকাবকি করে নি। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে, ওষুধ খেলাম। তারপর গরম জলের ভেপার নিলাম। মা তখন চা করছিল। আমি ঈশান ঘুম থেকে তোলার জন্য চেষ্টা করতে লাগলাম। প্রতিদিনের মতো ঈশান কিছুতেই ঘুম থেকে উঠলো না।

অনেকক্ষণ পর ওর ঘুম ভাঙলো। ও ফ্রেশ হলো। তারপর আমি ওকে পড়াতে বসালাম।

বেশ অনেকক্ষণ পরানোর পর দশটা নাগাদ মা খেতে ডাকলো। আমরা সবাই মিলে সকালের খাবার খেলাম।

আজ আবার দাদা ও বৌদির বিবাহ বার্ষিকী। আগের বছর এই দিনে ওদের বিয়ে হয়েছিল। তার মানে এক বছর চলছে। আমার এখনো মনে পড়ে, আগের বছর ওর বিয়ের দিনের আমার পরীক্ষা ছিল। আমার বৌদির বাড়ি জলপাইগুড়ি। এখান থেকে অনেক অনেক দূর। প্রায় 12 /13 ঘণ্টা র রাস্তা।

সবাই মিলে বরযাত্রী গিয়েছিল ট্রেনে করে। কিন্তু আমি বেচারি ।পরীক্ষার জন্য বাড়িতেই থাকতে হয়েছিল। কিন্তু বিয়ের অন্যান্য অনুষ্ঠান এবং বৌভাত টা খুব ভালোভাবে মজা করেছি।

দুপুর

তো যাই হোক। খাওয়া-দাওয়া শেষ করে রেডি হলাম। দাদা বৌদির বিবাহ বার্ষিকী উপলক্ষে পিসির বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান। বাড়ির কয়েকজন মিলি একটু আনন্দ করা হবে আজ।

তাই এটা ওটা কিনতে আমি মার্কেটে বেরোলাম। চারিদিকে তখন শুধু কুয়াশা। মেঘলা আকাশ আর হাওয়া দিচ্ছে। মার্কেটে গিয়ে অনেক কিছু কেনাকাটা হলো। বৌদির জন্য উপহার ,দাদার জন্য উপহার, ওদের সাথে মজা করার জন্য ফুলের মালা, কেক আরো এটা ওটা কিনতে কিনতে সময় কখন বাদ হয়ে গেল বুঝিনি।

আমি ততক্ষণ একা একাই মার্কেট করছিলাম। হঠাৎ দাদা ফোন করে মার্কেটে আসলো। দুজন মিলে দেখা করে আরো কয়েকটা জিনিস কেনা হলো। এত দেরি হয়ে গেছিল বলে বোঝাতে পারবো না। তখন বাজে হয়তো দুটো কুড়ি। আমি বাড়ি ফিরলাম। এমনিতেই আমার এত ঠান্ডা লেগেছে। তার ওপরে এই অবেলায় স্নান। তারপরে খাওয়া-দাওয়া করা হলো।

সন্ধ্যা

ভেবেছিলাম খাওয়া-দাওয়া করে একটু ঘুমিয়ে নেব প্রতিদিনের মতো। কিন্তু আনন্দে আনন্দে আর ঘুম এলো না। সন্ধ্যাবেলায় সন্ধ্যা পূজা সেরেই আমি আর ভাই দাদার বাইকে করে পিসির বাড়ি গেলাম। মার বাবা কিছুক্ষণ পরে আসবে তাই বলল।

দাদা ও বৌদি

IMG_20201210_184825.jpg

রাত

পিসির বাড়ি গিয়ে দেখি বেশ জমজমাট একটা পরিবেশ। বৌদির সাজুগুজু করেছে। দাদা ও দেখলাম সাজুগুজু করা শুরু করলো। দুজনেই একদম বর ও বউ এর মত দেখতে লাগছিল। লাল বেনারসীতে বৌদিকে খুব মিষ্টি লাগছিলো। যেন মনে হচ্ছিল এদের দুজনের আবার আজকে বিয়ে হচ্ছে।

IMG_20201210_195024_1.jpg

IMG_20201210_202256.jpg

তারপরে সবাই এক জায়গায় জড়ো হয়ে আজকের দিনটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করা হলো।

আজকের সন্ধ্যে আর রাতটা আমার খুব ভালো কেটেছে ।এতদিন পরে এত এত মজা করলাম। তারপরে আর কি সবাই মিলে খাওয়া-দাওয়া করা হলো।এগারোটা নাগাদ আমি মা বাবা ভাই বাড়ি ফিরলাম। তারপরে এখন তোমাদের সাথে আমার আজকের দিনের গল্প শেয়ার করছি। শরীর অনেক ক্লান্ত বুঝতেই পারছ। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো।
সকলকে শুভ রাত্রি।

আর দাদা ও বৌদি র জন্য অনেক শুভকামনা নিয়ে আজকের দিন এভাবেই শেষ হলো।

#india

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you for taking part in The Diary Game on Steem.

And thank you for setting your post to 100% Powerup.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team