THE DIARY GAME OF STEEM || BETTER LIFE : 27/12/2020 || বাবা❤️

in hive-196725 •  4 years ago 

হ্যালো বন্ধুরা,
শীতের মেজাজে সবাই কি চুপ হয়ে গেছো ? আমি কিন্তু বেশি উপভোগ করছি এবারের শীতকালটা। কলেজ নেই ,পড়াশোনার খুব একটা চাপ নেই, সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই, তাই সকাল বেলার কম্বল মুড়ি দিয়ে ঘুমটা আমার বেশ হচ্ছে।

সকাল

আজকের সকালটা শুরু হয়েছে দারুণ এক স্বপ্ন দিয়ে। হঠাৎ দেখতে পেলাম সেই পরিচিত মুখ, তার কাছে আসা, আর তার মিষ্টি হাসিটা। এর থেকে ভালো শুরু আর কি হতে পারে সকাল বেলায়। বাবা কাল শেষ রাতে বাড়ি ফিরেছে পাঞ্জাব থেকে।

তাই সকাল বেলা উঠার খুব একটা তারা ছিল না কারোরই। সকাল সাড়ে 9 টায় ঘুম থেকে উঠলাম। তারপর আবার কম্বলমুড়ি দিয়ে আরো 15 মিনিট সময় পার করলাম।

বাথরূমে গিয়ে ফ্রেশ হয়ে সকাল সকাল এক কাপ চা না খেলে দিনের শুরুটাই হয় না আমার। মা চা তৈরি করে রেখে দিয়েছিল। আমি উঠে খেয়ে মাকে ধন্য করে দিলাম। আর সাথে সাথে মায়ের সাথে এটা নিয়ে কথা হচ্ছিল বাবা আমাদের জন্য কি নিয়ে এসেছে।

আসলে বাবার সাথে প্রায় পাঁচ দিন হলো সামনাসামনি কথা হয়না। তাই ভীষণ অপেক্ষা করেছিলাম বাবা কখন ঘুম থেকে উঠবে। আজ একটু উঠতে লেট হবে সেটা আমি জানি।

যাই হোক তারপর ঈশানকে তুললাম। শীতকালটা আমার মত ঈশানের ও দারুন যাচ্ছে। এসব করে সকালের খাওয়া খেতে খেতে 11 টা পার হয়ে গেল।

তারপর ছাদে গিয়ে কিছুক্ষণ মিষ্টি রোদ গায়ে লাগালাম। আর ফোনে স্টিমিট এর নোটিফিকেশন গুলো চেক করছিলাম। কাল রাতে একটা গান রেডি করে রেখেছিলাম । সেটা পোস্ট করে দিলাম সকাল সকাল।

ছাদের আলো

IMG_20201227_140141.jpg

দুপুর

বাবা ঘুম থেকে উঠতে উঠতে দুপুর পার হয়ে গেল। ফ্রেশ হলো তারপর চা খেলো। আস্তে আস্তে নানান কথা শুরু হলো। এ কয়দিনে কোথায় কোথায় গেছে, কি কি করেছে, কার কার সাথে দেখা হয়েছে ,কতটা অ্যাডভেঞ্চার করেছে সব কথা গরগর করে বলতে থাকলো একের পর এক। আমরা বেশ এনজয় করছিলাম ব্যাপার গুলো। অনেক হাসি ঠাট্টা হচ্ছিল।

আমাদের জন্য কিছু না কিছু তো এনেছে ওটা সহজে দেখাতে চাই ছিল না। অনেক পরে সেগুলো দেখালো। তো এসব নিয়ে হইচই করতে করতে দুপুর দেড়টার দিকে আমি ঈশান একসাথে স্নান করে নিলাম।

আর সত্যি বলতে আমি একটা কারণে ভীষণ এক্সাইটেড। আর দুদিন পর আমার বার্থডে আসছে। আমার বার্থডে বলে কথা। আমার বার্থডে টা আমার কাছে ভীষণ স্পেশাল। আমি ভেবেছি এবার নিজে কিছু একটা করব বার্থডে জন্য। দেখা যাক কতটা কি করতে পারি। কিছু কিছু ব্যাপার নিয়ে একটু টেনশনে আছি। থাক বার্থডে ব্যাপারে এখনই কিছু বলবো না। ঐদিন আসলে সবাই জানতে পারবে তোমরা। 🙈🙈🙈🙈

দুপুর আড়াইটায় সবাই একসাথে দুপুরের খাবার খেলাম। প্রায় পাঁচ ছয় দিন পরে আমি বাবা মা ভাই একসাথে খেলাম। খাওয়ার সময় ও এটা ওটা নানান গল্প হল। খেয়ে উঠে কিছুক্ষণ টিভি দেখলাম, তারপর শুয়ে শুয়ে ইউটিউবে গান শুনছিলাম। হঠাৎ কখন যে ঘুমিয়ে গেছে বুঝতেই পারিনি। 😀

সন্ধ্যা

সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যাপ্রদীপ দিলাম। তারপর চা করে খেয়ে ঈশানকে নিয়ে একটু পড়তে বসলাম। ছেলেটা পড়তে চায় না বড্ড দুষ্টুমি করে। অনেক কষ্টের জোর করে ধরে বসিয়ে কিছুটা পড়াশোনা করালাম।

ঈশান আর মোকো

IMG_20201226_194302.jpg

রাত

তারপর ওকে মায়ের কাঁধে চাপিয়ে দিলাম। একটু পরেই দেখি ও ওর নতুন হেলিকপ্টার নিয়ে খেলতে ব্যস্ত। এ ফাকে আমি স্টিমিট এ কিছু পোস্ট চেক করলাম। বেশ কয়েক জায়গায় কমেন্ট করলাম। তারপর আমি আমার বন্ধুদের সাথে কিছুক্ষণ ভিডিও কল করলাম। বাবা বাইরে থেকে আসলে কিছুটা গল্প হল।

ভালোবাসা আবদার💕💕💕💕💕

IMG_20201206_105903.JPG

অনেক মিস করেছি seriously 😟

রাত সাড়ে দশটায় রাতের খাবার খেয়ে নিলাম।
আর এখন বসে বসে ডাইরি লিখছি। সাথে সবার ডায়েরি পড়ছি কে কিভাবে তোমরা দিন পার করেছ। সত্যি বলতে আমার জন্য আজকের দিনটা স্পেশাল এইজন্যই ,বাবা অনেকদিন পরে বাড়িতে এসেছে।

আর আমি চাই না আমার পরিবারের একজন সদস্য ও আমার থেকে দূরে থাকুক। আমি সবাইকে নিয়ে হ্যাপি থাকতে চাই এবং সবাইকে হ্যাপি রাখতে চাই। ❤️❤️😊

আজকের মত শুভরাত্রি। সবাই ভালো থেকো।

#india

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You have been upvoted by @sapwood A Country Representative from INDIA I am voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update on Steem Community and other writing challenges and contest such as The diary game Season 3 , Better Life, etc. Also keep engaging with others to win #onepercent & #twopercent votes

Thank you so much @sapwood 😊😊😊😊😊