হ্যালো বন্ধুরা , আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলো তাহলে আজকের দিনের গল্প শুরু করা যাক।
আজকের দিনের আমার পছন্দের ছবি
সকাল
আজকে সকালবেলা আমি আটটা নাগাদ ঘুম থেকে উঠলাম। তারপর আমাকে মা চা করে দিলো। চা খেয়ে আমি পড়তে বসলাম। পড়াশোনা হয়ে গেলে আমি ভাত খেয়ে নিলাম। তারপর টিভি দেখা হলে ,আমি একটু বাগানটা ঘুরে ফিরে দেখলাম। আমাদের বাগান টা দেখতে খুব সুন্দর।এখন রোদের সময় বাগানটার নিচে ছায়া থাকে। সেখানে খুব ঠান্ডা থাকে।
আকন্দ ফুল
তারপর আমি বারোটা নাগাদ স্নানে গেলাম। স্নান সেরে আমি গল্পের বই রোজ একটু করে পড়ি। আমি গল্পের বই পড়তে পড়তে একটু ঘুমিয়ে পড়লাম।
দুপুর
তারপর দুপুরে খাওয়ার সময় হলো। বাবা আসলো। আমরা সবাই মিলে খেতে বসলাম। খাওয়া-দাওয়া হয়ে গেলে আবার একটু শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ছাতে গিয়ে গাছগুলোতে জল দিলাম।
প্রাণ
বেলা শেষে গাছ গুলোর অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়ে। সারাদিন রোদের তাপে গাছগুলো যেন শুকনো হয়ে গেছে। সব কাজগুলোতে জল দেওয়ার পর আবার যেন গাছগুলোকে জীবন ফিরে আসে।
সন্ধ্যা ও রাত
তারপর সন্ধ্যা লেগে যায় ।আমি সন্ধ্যা পূজা করলাম। সন্ধ্যা দেওয়ার পরে আমি আর মা রেডি হলাম, আজ আমরা মেলায় যাব। আমাদের বাড়ির পাশের মাঠে গোপাল ভাঁড়ের মেলা বসেছে ।
গোপাল ভাঁড় ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় এক অতি বিখ্যাত মানুষ ।তো তার নাম অনুসারেই প্রতিবছর আমাদের বাড়ির পাশের মাঠে মেলা বসে ।এই মেলায় সব রকম জিনিস আসে ।মেলাটা বেশ বড় হয় ।
তাই আজকে আমি, মা, ভাই রেডি হয়ে মেলায় দিকে বেরিয়ে পড়েছিলাম। মেলায় গিয়ে প্রথমেই আমি আর দুটো ব্যাগ কিনলাম ।তারপরে আইসক্রিম খাওয়া হলো ।ভাই নাগরদোলায় উঠলো। ভাই আর মা ফুচকা খেল।আমি দই ফুচকা খেলাম ।
প্রিয় আইস্ক্রিম
New ring from fair❤️❤️
এই আংটিটা আমি মেলা থেকে কিনেছি। আমার খুব পছন্দ হয়েছে । শাড়ির সাথে এরকম জুয়েলারি খুবই ভালো লাগবে ।এই আংটির দাম মাত্র 60 টাকা।
তারপর আরো এটা ওটা কেনাকাটা হলো। সবার শেষে জিলিপি আর বাদাম ভাজা আর আঙ্গুলের গজা কিনে আমরা বাড়ির দিকে রওনা হলাম।
Bag from fair
যেহেতু মাঠ বাড়ির কাছে তাই আমরা হেঁটে মাঠে গিয়েছিলাম। বাড়ি আসতে আসতে প্রায় সাড়ে আটটা নটা বেজে গেল। তারপর ফ্রেশ হয়ে আমরা কিছুক্ষণ বসে জিলাপী খেলাম ।
রাতে খাবার মত পেটে জায়গা অবশিষ্ট ছিল না। তাই আমি আর ভাই পড়তে বসলাম। কিছুক্ষণ পড়াশোনা হলো।যখন এগারোটা বাজে বই-খাতা রেখে আমি আর ঈশান বিছানায় শুয়ে পড়েছি।
আর এখন তোমাদের সকলের সাথে আজকের দিনের গল্পটা শেয়ার করে নিলাম ।আশা করছি তোমরাও খুব ভালো ভাবে আজকের দিনটা অতিবাহিত করেছ।
তাহলে আজকের মত শুভ রাত্রি।
Hii dear,
Looking very preety with that butterfly 🦋 ring.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much ❤️❤️ dear @jyotisingh
How are you?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your pictures are so beautiful. Your smile is very beautiful I wish you a beautiful day.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Angtita onnnk sundor....tmr chobitao khub sundor hoyeche....jai hok vlo katuk tmr jiboner protiti din
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks 😊 dear @aflatunn
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তোমার ছবিটা আসলেই সুন্দর হয়েছে। 👌🏻
আইসস্ক্রিম টা দেখে লোভ লেগে গেল।😋@isha.ish
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ, খেতেও ভালো।আমিও আইস্ক্রিম খেতে ভালবাসি। সত্যিই লোভনীয় ছবি।@sushovon 002
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই প্রথম কারও সাথে বাংলায় কথা বললাম এই Steemit সাইট এ, ভাল লাগলো কথা বলে।😊
ফ্রি হলে আমার একাউন্ট আ ঘুরে দেখটে পার একবার। Thanks in advance 😊 @isha.ish
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Ha ami দেখেছি, আর বেশ অন্যরকম। মনে হলো ট্রাভেলিং e বেশ interest ache আপনার। বেশ অন্যরকম পোস্ট গুলো।
আমার ভালো লেগেছে দাদা @sushovon002
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Appreciation এর জন্য ধন্যবাদ দিদিভাই @isha.ish.😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You have been upvoted by @starlord28, a MOD of the BOI community. We are curating original content that is being produced in the BOI community
Engagement is essential to foster a sense of community. Therefore, we would request our members to visit each other's post in Best of India and make insightful comments
Thank you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit