THE DIARY GAME OF STEEM || BETTER LIFE : 31/3/2021 || A Summer day 🌈

in hive-196725 •  4 years ago 

হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো।
আমি আবারও তোমাদের সাথে নিজের আজকের দিনের গল্প করতে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক।

সকাল

আজ আমি সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠলাম । আমি নিজে হাতমুখ ধুলাম । তারপর আমি ভাইকে ঘুম থেকে তুললাম। তারপর ভাইয়ের স্যার আসলো পড়াতে। ভাই পড়তে বসে পরলো।

আমিও পড়তে বসলাম। মা পূজো করছে। মায়ের পুজো শেষ হলে মা আটটা নাগাদ মা তখন চা করলো। আমি আর মা মিলে চা খেলাম।

সকালে উঠে দেখেছিলাম উঠানে অনেকগুলো আম পড়ে আছে। আমগুলো কুরিয়ে আমি একটা ঝুড়িতে জড়ো করলাম।আম গুলো দেখে আমার খুব মজা লাগছিলো।

ছোট কচি আম🤩🤩
IMG_20210330_103522.jpg

মনে হয়, মা এই আমগুলো নিয়ে আচার করতে পারে। মা দারুন আমের আচার করতে পারে, খেতে খুব ভালো হয়।

বেশ কিছুক্ষণ পর দশটার সময়, মা আমাকে খেতে দিল। আমরা সবাই মিলে বসে একসঙ্গে breakfast করলাম। খাওয়া-দাওয়ার পর বাবা কাজে চলে গেল। তারপর আমি আবার পড়তে বসলাম।

একটু পরেই আমি ছাদে গিয়ে শুকনো কাপড় গুলো নিয়ে আসলাম। তারপর আমি একটু গান শুনলাম ।এসব করেই আমার সময়টা কেটে গেলো।

দুপুর

তারপর মা বেলের শরবত বানাচ্ছিল ।আমি আর ভাই মিলে শরবত খেলাম।

বেলের শরবত😋
IMG_20210330_121412.jpg

আমি বারোটা নাগাদ স্নান করে নিলাম। স্নান করার পর কিছুক্ষণ গল্পের বই পড়লাম। একটা গল্প পড়ার পর, ভাই কে পড়াতে বসালাম। এই করতে করতে দুপুর হয়ে গেল।

বাবা 2:30 নাগাদ খেতে আসলো। সবাই মিলে খেতে বসলাম। মা আজকে তেলাপিয়া মাছ এবং মাংস রান্না করেছিল। খেতে খুব দারুন হয়েছিল।

আমাদের বাড়িতে মা প্রতিদিন টক দই বসায়। খাওয়ার শেষে আমরা সবাই প্রতিদিন টক দই খাই। এই গরমের দিনে টক দই ছাড়া দুপুরের খাবার যেন হজম হতে চায় না। প্রতিদিনের মত খাওয়া-দাওয়া শেষ করে আমি রেস্ট নিলাম।

বিকেল

তারপর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পর মা পেঁপে কেটে দিল।

IMG_20210330_103512.jpg

আমি আর ভাই পেঁপে খেতে খেতে ছাদের গাছগুলোতে জল দিলাম। রোদের তাপে গাছগুলো প্রায় শুকিয়ে যেতে বসেছে।

সন্ধ্যাবেলা

এই করতে করতে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যাবেলায় সন্ধ্যাপূজা করলাম। তারপর আমি কিছুক্ষণ গানে বসলাম। বাবা আসলো। বেশ অনেকক্ষণ গল্পগুজব আর চা খাওয়া হলো।

রাত

তারপর আমি আর ঈশান পড়তে বসে গেলাম। রাত সাড়ে নটা অব্দি পড়ার পর। ফোনে বন্ধুদের সাথে কথা হল। একটু পরেই মা খেতে ডাকলো। খাওয়া দাওয়া শেষ করতে করতে সাড়ে দশটা বেজে গেল।

খাবার শেষে আমরা সবাই কোল্ড ড্রিংস খেলাম। তারপর প্রতিদিনের মত সাড়ে এগারোটা নাগাদ শুয়ে পড়লাম। এখন বিছানায় শুয়ে ডাইরি লিখছি।

তাহলে আজকের গল্প এখানেই শেষ করলাম। আজকের মত শুভরাত্রি।

#india

Dear , @steemcurator01 & @steemcurator07
I was not able to post diaries for a long time due to the pressure of my studies.
Now, after a long period I started again. I will try to continue it. I hope you will support me❤️

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলা লেখা পড়তে পেরে ভালো লাগলো।😊

ধন্যবাদ দিদি।
আমারও ভালো লাগলো দেখে যে ,একজন বাঙালি আমার ডাইরি তে কমেন্ট করেছে। আমি মাঝে মধ্যে আপনার প্রোফাইল খেয়াল করি।

আশা করি যোগাযোগ করতে পারবো একদিন। যদি আপনার ইচ্ছা থাকে।কারণ এই steemit world এ সকলেই অজানা অচেনা। সে জায়গায় নিজের অঞ্চলের মানুষ এর সাথে যোগাযোগ হলে খুব ভালো হবে দুজনের । @sduttaskitchen❤️

আমার ও ভালো লাগবে তোমার সাথে কথা বলতে, সত্যি বলতে নিজের বলতে সবাই হলেও কাছের মানুষ হিসেবে নিজের ভাষার একজন মানুষের সঙ্গ পেলে বেশি আনন্দ হয়।
আমি কলকাতাতে থাকি, তুমি কোথায় থাকো?
ভালো লাগলো জেনে যে তুমি আমার প্রোফাইল দেখো। আমিও তোমার গানের ভিডিও দেখেছি, খুব ভালো গান গাও তুমি। অনেক শুভেচ্ছা রইলো তোমার জন্য @isha.ish

আমি Krishnagar e থাকি। 😊

আরে বাহ্! আমি বারাসাত এ থাকি, খুব বেশি দুরে নয়।😊❤️

Didi, আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। কিভাবে possible । একটু জানালে ভালো হয়।

তুমি discord এ আছো? থাকলে আমাকে জানাবে ওখানে কথা হবে।

Na didi , সেটা কি? আমি জানিনা।

তোমার দিনটি খুব ভালোই কেটেছে। আশা করি সব সময় তোমার দিন ভালো কাটবে।

খুব সুন্দর।।।।।