THE DIARY GAME OF STEEM || BETTER LIFE : 7/5/2021 || Rainy Evening

in hive-196725 •  3 years ago 

হ্যালো বন্ধুরা । সবাই কেমন আছো? আমি এখন বেশ ভালো আছি। আমি এবং আমার ফ্যামিলি কিছুদিন আগে খুব বাজে পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটিয়েছি। ঠাকুরের অনেক কৃপা যে আমরা এখন সকলে সুস্থ। যাইহোক পুরনো কথা বাদ দিয়ে আজকের দিনের গল্প শুরু করা যাক।

সকাল

সকালবেলা ঘুম থেকে উঠলাম সাতটা নাগাদ। ফ্রেশ হলাম। মা তখন পুজোর ঘরে পুজো করছে। আমি রান্না ঘরে ঢুকে পাতিলেবু পিস করে কাটলাম। তারপর গরম জল করলাম। গরম জলের মধ্যে লেবুর রস মিশিয়ে খেলাম।

করোনার এই ভয়াবহ সময় সবাই আমাকে গরম জলে পাতিলেবুর রস খাওয়ার কথা বলেছে। এর ফলে নাকি ইমিউনিটি পাওয়ার বাড়ে।

IMG_20210408_073148.jpg

তারপর আমি চা করলাম। এই দিনগুলোতে চা করার সময় চায়ের জলের মধ্যে গোলমরিচ ,আদা ,তুলসী পাতা ,কাবাব চিনি ,যষ্টিমধু এবং লবঙ্গ অ্যাড করি। বিষাক্ত ঝাঁঝালো চা তৈরি হয়। যা সর্দি কাশি থেকে শরীরকে মুক্ত রাখে। আমি এই রেসিপিটা স্টিমফুডে অবশ্যই শেয়ার করব।

যাই হোক তারপরে বাকি চা মা-বাবা এবং ভাইয়ের জন্য ফ্লাক্সে তুলে রাখলাম। একটু পরে মা জোর ঘর থেকে বেরিয়ে আমাকে প্রসাদ দিল। তারপর চা খেলো।
আমি পড়তে বসলাম। এর মধ্যেই বাবার ঈশান ঘুম থেকে উঠে পরেছে। ওরা ফ্রেশ হয়ে লেবু জল খেলো তারপর চা খেলো।

সকাল দশটা নাগাদ, আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করলাম। তারপরে আমি আঙ্গুর খেলাম। আম, আঙ্গুর আমার প্রিয় ফল।

IMG_20210503_142856.jpg

আমি আশা রাখছি এই ছবি দেখে তোমাদের সকলের হাসি পাবে।😂

দুপুর

যাই হোক তার পরে বেশ কিছুক্ষণ ফোন ঘাটলাম। তারপর বারোটা নাগাদ স্নান করে নিলাম।

স্নান করার পরে বাগানে হঠাৎ দেখি একটা বড় পাখি হেঁটে বেড়াচ্ছে। আমি বেশ দূর থেকে লুকিয়ে লুকিয়ে ওর কয়েকটা ছবি তুললাম।

IMG_20210505_131654.jpg
তোমরা দেখতে পাচ্ছ। আমাদের আম গাছে কত আম ধরেছে। আর কিছুদিন পরেই এই আম গুলো পেকে যাবে। আমি সেই সময়ের অপেক্ষায় আছি।

যাই হোক তারপরে শুয়ে শুয়ে গান শুনছিলাম। মাঝেমধ্যে কিছু কাজও করছিলাম।
দুপুর দুটো নাগাদ আমরা লাঞ্চ করলাম।

আমরা বাড়ির সকলে 21th April থেকে হোম কোয়ারেন্টাইনে। সেইদিন থেকে বাড়ির দরজা বন্ধ। আমরা কেউ বাড়ির বাইরে যাই না। কাউকে বাড়ির ভেতরে আসতে দেইনা।
10th May অবধি এরকম থাকতে হবে। এইতো আর তিন দিন।

যাই হোক তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম।

বিকেল

ঘুম থেকে উঠে ছাদে গেলাম। বাবা আর ঈশান তখন ছাদে ঘুড়ি ওড়াচ্ছে। আগের বছর লকডাউন এর সময় এই ভাবেই আমরা ছাদে ঘুড়ি ওড়াতাম। তখন আমার মামাতো বোন আমাদের বাড়িতে ছিলো। বিকেলবেলায় ওর কথা খুব মনে পড়ছিল।

আমাদের ছাদের গাছে অনেক লঙ্কা ধরেছে।

IMG_20210502_165804.jpg

ছাদে বেশ অনেকক্ষণ হাটাহাটি করলাম। গাছগুলোতে জল দিলাম। কয়েক মাস আগে আমাদের পাশের বাড়িটা বিক্রি হয়েছে। নতুন মানুষ এসেছে। ওনারা খুবই ভাল। দাদা, বৌদি, জেঠু এবং জেঠিমা। এই চারজন ওই বাড়িতে থাকে। বৌদির সাথে রোজ বিকেলে ছাদে গিয়ে আমি প্রচুর গল্প করি।

সন্ধ্যা

সন্ধ্যাবেলায় হঠাৎ হাওয়া শুরু হলো। বিদ্যুৎ চমকাতে লাগলো। ঝড় শুরু হল। আর দেখতে না দেখতেই বৃষ্টি। পুরো ওয়েদার এক রোমান্টিক রূপে পরিবর্তিত হলো।
এইরকম হালকা বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার খুব পছন্দ।

রাত

IMG_20210411_191448.JPG

এই ঠান্ডা আবহাওয়াতে আমার খুব ইচ্ছা হল লুচি খেতে। তাই মা এর কাছে জেদ করতে লাগলাম। তারপর আমি আর মা মিলে লুচি আর আলুর চচ্চড়ি বানালাম।

খাওয়া-দাওয়া শেষ করে একটু টিভি দেখলাম।এইভাবে সময় কেটে গেলো । তারপর মামাতো বোনের সাথে বেশ কিছুক্ষণ ভিডিও কলিং এ কথা হল। লুচি খেয়ে পেট ভরে গিয়েছিল। তাই আমি আর কিছু খেলাম না।

এখন তোমাদের সকলের সাথে নিজের আজকের দিনের গল্প শেয়ার করছি। ফোন ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে যাব জানিনা।

তবে, আজকের মত শুভরাত্রি ।সকলে ভালো থেকো।

#india

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I can't read property Bangla language. But can relate through your picture.
Those potato curry and puri. Looking delicious.

I can say your post is khoob bhalo...

#affable

Thank you for your comment 😊

এখানে বাংলা !!
দারুন ব্যাপার তো । খুব সুন্দর লাগলো, বাংলার জন্য কোন কমিউনিটি আছে কি ? পশ্চিমবঙ্গের কমিউনিটি হলে সুবিধে হয়।

Thanks didi
Na.omn kono community nei
Alap hoe vlo laglo .🙏

बहन मुझे आपकी भाषा बिल्कुल भी समझ नहीं आई लेकिन आप जो अंगूर पकड़े हो काफी अच्छे हैं और लंबे भी

Thank you

I used google translator to understand what you have written. But google were not able to translate every word in proper way. you have mentioned about big bird and something about luchi that you ate and not had dinner. I don't know if Luchi is same meaning what you have written and what google suggested. Nice post keep writing and be safe.
#affable #india

Oh wow.. thanks for your comment and I'm happy to hear the translation process & your interest on my dairy.

Steemit is a platform where all are free to write their own language what ever they want and we have to support to all. So keep writing.
#affable #india

I dont understand your language but tea black tea is my favourite

#affable #india

Thanks for your comment

আপনি আপনার দিনটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন । 😊

#affable #india

Thank you 😊

I don't understand it. But the puri sabji looks tasty.
#affable #india

Thanks dear

You have been selected for curation by @booming accounts as part of the Steemit-communities-support-program to enrich consistent authors producing quality content.

We would encourage our users to strengthen engagement activities which is essential to build a social platform.

Thank you.

Regards,
@rishabh99946