THE DIARY GAME OF STEEM || BETTER LIFE : 8/5/2021 || Online shopping

in hive-196725 •  4 years ago  (edited)

হ্যালো বন্ধুরা । সবাই কেমন আছো ? আমি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো । আর যারা সুস্থ নেই। তারা সকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো এই আমার প্রার্থনা।
চলো আজকের দিনের গল্প শুরু করি ।

সকাল

আজ সকালে ঘুম থেকে উঠলাম সাতটা নাগাদ।তারপর ভাইকে ঘুম থেকে তুললাম। ঈশান কে আজ বেশি ডাকাডাকি করতে হয়নি। তারপর ফ্রেশ হলাম।

IMG_20210504_161111.jpg

আজ আমার শরীর বেশ সুস্থ লাগছিল। যাইহোক তারপর গরম জল করে তাতে পাতিলেবুর রস মিশিয়ে খেলাম ।ভাইকেও খাওয়ালাম।তারপর আমি চা করলাম।মা তখন পুজো করছিল।

লেবুর রস মেশানো গরম জল
IMG_20210504_081845.jpg

তারপর চা খেয়ে আমি কিছুক্ষন ছাদে হাটাহাটি করলাম। তারপর সকাল 8.30 নাগাদ আমার অনলাইন ক্লাস ছিল। ক্লাস করতে বসলাম।
ক্লাস শেষ হলো 10টায়। তারপর সবাই মিলে ব্রেকফাস্ট করলাম।
ভেত বাঙালির ব্রেকফাস্ট ভাত, ডাল, লাউ এর বরি দিয়ে ঘণ্ট ছিল।😂

যাইহোক তারপর ওষুধ খেলাম।তারপর ফোন ঘটলাম বেশ অনেক সময়।
হটাৎ লক্ষ্য করলাম একটা বুলবুল পাখি আমাদের বাগানের জবা ফুলের গাছে বসে।

বুলবুল পাখি
IMG_20210429_105253.jpg
বেশ সুন্দর করে ডাকছিল। এর সাথে আরেকটা বুলবুল পাখি ছিল। মা বললো এটা বাসা বানাবে বলে জায়গা খুঁজছে।

তারপর আমি পেয়ারা খেলাম।তারপর 12টা নাগাদ স্নান করলাম।

দুপুর

স্নান সেরে ওঠার পর আমি কিছুক্ষন ভাইকে পড়ালাম।মাঝে একবার উঠে মাছেদের খেতে দিয়েছিলাম।এই মাছ গুলো আগের মাসে কিনে এনেছি।আমার সখের fighter মাছটা মারা যাওয়ার পর এই মাছ গুলো এনেছি।
এই ছোট কাচের অ্যাকুরিয়ামে 6টা মাছ রেখেছি আমি।

সবুজ কমলা মাছ
IMG_20210422_091237.jpg

সবুজ মাছগুলো আমার দারুন পছন্দ। এরকম 4তে সবুজ আছে।আর 2তো কমলা।

যাইহোক তারপর ঐ 2.30 নাগাদ লাঞ্চ করলাম।তারপর প্রতিদিনের মতো একটু ঘুমিয়ে পড়লাম।

বিকেল

কিছুদিন আগে অনলাইন শপিং সাইট Nykaa তে আমি 3তে প্রোডাক্ট অর্ডার করেছিলাম।আজ বিকেল বেলা পার্সেল পৌঁছলো।

Online shopping products

IMG_20210507_172913.JPG

Left side থেকে
1.Mamaearth Onion hair oil
অসাধারণ একটা প্রোডাক্ট। আমি গত 5মাস হলো use করছি। রেজাল্ট ভীষণই ভালো।আমার hair growth হয়েছে আর চুল ওঠা কম হয়েছে।

2.Namyaa Intimate Hygiene Wash
এটাও আমি গত 2বছর হলো ব্যাবহার করেছি। খুব ভালো একটা প্রোডাক্ট। ছেলে / মেয়ে উভয়ই ইউজ করতে পারে। বাকি information জানতে চাইলে goggle কে জিজ্ঞেসা করো😊

3.Oshea Herbal Fairness face wash
আমার স্কিন কোনো প্রবলেম নেই। তাই আমি normal একটা ফেস ওয়াশ ইউজ করি।এটা খুবই ভালো herbal product.

সন্ধ্যা ও রাত

যাইহোক সন্ধ্যা বেলায় মা পূজা করলো। বাড়িতে এই সময় ভগবানের ভজন কীর্তন হয়। সেটা হলো। তারপর আমি পড়তে বসলাম ।ইচ্ছা ছিল গান রেকর্ড করার। কিন্তু আমার গলা কেনো জানিনা সাথে দিল না।

এই ভাবে সময় পেরোলো। 10টা নাগাদ বন্ধুর সাথে ফোনে অনেকক্ষন কথা বললাম।তারপর খেতে খেতে রাত হয়ে গেলো। এখন আমি তোমাদের সকলের সাথে আমার আজকের এই দিন টা ভাগ করে নিলাম।

সুস্থ থেকো সকলে।শুভরাত্রি

#india

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I don't understand the language but I guess from the subject line that you spent your time on online shopping and gardening. Well I have also started preferring online shopping for most of my stuff. I find it very convenient and handy. That looks like Aloe Vera juice

Yeah.in this pandemic online shopping is best for safety .
Dear the juice is a mixture of juice of half lemon + hot water. Healthy juice and it helps to reduce body fat. I drink it daily in the morning

Thanks for your comment.
Thanks for visiting my dairy 😊.
And for my language you can use google translator .
Take care❤️

I dont understand this language but your picture of fish is soo much adorable 😍 .
And you are also looking beautiful.

Nice post , keep it up . :)

Thanks for your comment 😊

You look pretty dear. Mamaearth products are very good.

Have a nice day and Stay Safe

Hi dear @arjuskrwr
Thanks for visiting my dairy.
Thanks for your comment 😊

Please add some things like rocks, stones, aquatic plants if you don't have oxygen pump into the pot ..

Although these fishes are hardy means they can tolerate this environment to some extent but it's better to give your pets a nice and comfortable space to live.
Thank you

You are looking so georgious.Mamaearth products are used in my home. But I have not used.
Nice post by your side keep posting
Have a nice day.
Take care & stay safe
#affable #india

Thanks dear for your comment and your best wishes.
Take care

I would suggest you to post in English.
Anyway the pictures looks beautiful, especially the first one😜

Sometimes I post in English. But my mother tongue is Bengali. So I like to write dairy in Bengali. I understand what you mean. Many people do not understand this writing.

Thanks for your comment
I know the 1st photo is beautiful.🤓😎🤭

😆

সব মিলে খুবই সুন্দর একটি দিন ছিল এটি আপনার।

Wonderful post in spite of language barrier...
Keep posting @isha.ish
#affable #india

Thanks for your support 😊

Those plants look maintained 👍
#affable #india

I also use mamaearth hair oil, nice dairy keep sharing @isha.ish and stay blessed and safe.

You are looking very beautiful. These days hot water with lemon works to maintain immunity in the body. Keep writing in your own language. Google translator helps me to read your diary. Keep posting be safe TC.
#affable #india

Nice post by your side keep posting

#affable #india