THE DIARY GAME OF STEEM || BETTER LIFE : 9/5/2021 || Rabindra jayanti + Mother's Day

in hive-196725 •  4 years ago 

Hlw বন্ধুরা। কেমন আছো ? সবার প্রথমে আজ যেহেতু mother's day , মা এর সাথে কিছু ছবি শেয়ার করছি।

মা❤️
IMG_20210509_204527.JPG

চলো, এবার আজকের দিনের গল্প শুরু করি।

সকাল

আজ রবীন্দ্র জয়ন্তী । এই ভয়াবহ পরিস্থিতির আগে এই দিনে আমি কত জায়গায় গানের প্রোগ্রামে ব্যাস্ত থাকতাম।কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই দিনকে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ খুবই আনন্দের সাথে পালন করে। কিন্তু এই বছরে আজকের রবীন্দ্র জয়ন্তী একেবারেই আলাদা ।যেভাবে ভাইরাস এর প্রকোপ বাড়ছে। জানিনা কবে সুস্থ পরিবেশ পাবো।

যাইহোক,
আজ সকালে ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। তারপর ছাদে গিয়ে বেশকিছুক্ষণ হাটাহাটি করলাম।তারপর প্রতিদিনের মতো লেবু জল খেলাম।ঈশান কে ঘুম থেকে ওঠালাম ।
চা করলাম। বাগানে সুন্দর একটা প্রজাপতি দেখে ছবি তুলেছিলাম তখন

প্রজাপতি
IMG_20210413_085409.jpg

অপূর্ব রঙ।তাই না?
তারপর আমি গান রেওয়াজ করতে বসলাম।সকাল থেকে মেঘলা আকাশ।আমি কাল রাতেই ভেবে রেখেছিলাম।আজ এই শুভ দিনে একটা গান শেয়ার করবো।
তাই সকাল থেকেই গান নিয়েই মত্ত ছিলাম।শরীর দূর্বল ছিল খুব। সদ্য করোনা মুক্ত হয়েছি। তবুও চেষ্টা করছিলাম।

কিছুক্ষণ রেওয়াজ করার পর যখন 10টা বাজে আমরা সবাই ব্রেকফাস্ট করলাম।

দুপুর

তারপর আমি অনেকক্ষণ গান শুনেছি।হটাৎ বৃষ্টি পড়তে শুরু করলো।তাই এই বৃষ্টি যেনো রবি ঠাকুরের গানগুলোকে আরও মনে গেঁথে দিচ্ছিল।
11টা নাগাদ স্নান করে শাড়ি পড়লাম। এই দিনে শাড়ি পড়ার মজাই আলাদা।

B612_20210509_211215_965.jpg
তারপর গান রেকর্ড করতে বসলাম।বেশ কিছুক্ষণ সময় লাগলো। বাড়ির চারিদিকে এত আওয়াজ হয় যে বলে বোঝানোর নয়।রেকর্ড করতে খুব সমস্যা হয়।

আমি musicforsteem এ গানটা শেয়ার করেছি।আশা করি ভালো লাগবে সবার ।
সব কাজ শেষ করে dress change করে। দুপুরের খাবার খেলাম ।

তারপর দেখি আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো।আমি তরমুজ কাটলাম।তারপর সবাই মিলে তরমুজ খেলাম।

তরমুজ
IMG_20210509_171430.jpg

বিকেল

বৃষ্টি একটু পরেই থামলো।বেশ হওয়া দিচ্ছিল।আমি ভাই আর বাবা ছাদে গেলাম।এই হাওয়াতে বাবার ঘুড়ি ওড়াতে বেশ মজা লাগে।তাই আর দেরি না করে ঘুড়ি আকাশে তুললো।
আমি বাবাকে হেল্প করলাম।

নীল ঘুড়ি
IMG_20210509_170952.jpg

ছাদে রাখা গাছগুলো বৃষ্টির জল পেয়ে প্রাণ ফিরে পেয়েছে।চারিদিকটা যেনো মনোরম লাগছিল। পাশের বাড়ির বৌদিও ছাদে আসলো। আমরা অনেকক্ষণ গল্প করলাম।

এই ভাবে সময় পেরিয়ে গেলো।

সন্ধ্যা

সন্ধ্যা হলো। বাবা পুজো করলো।তারপর আমি পড়তে বসলাম।মা চা করলো। খেলাম।
পড়তে পড়তে কিছুক্ষণ পর থেকে ঘুম পাচ্ছিল।তাই একটু ঘুমিয়ে নিলাম।

রাত

ঘুম থেকে উঠলাম তখন হয়তো 8টা বাজে। মা chicken soup করে দিলো।খেলাম।তারপর আবার পড়তে বসলাম।সাথে ঈশনকেও পড়াচ্ছিলাম।

পড়া শেষ করে আমি এখন তোমাদের সকলের সাথে আজকের দিনের গল্প শেয়ার করছি। আর 40মিনিট পর dinner করব।
তারপর কিছুক্ষণ ফোনে chatting । তারপর ঘুমিয়ে পড়বো।এই বৃষ্টির ওয়েদারে চোখ বুজলেই ঘুম আসবে।আশা করি।

সবাই সুস্থ থেকো। শুভরাত্রি।

#india

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You are looking very beautiful 🤗

Thanks Dear 😊

Your Welcome

The best picture is shot definitely with mom only.
You are also looking great @isha.ish
Nice to visit your post.

#affable #india

Thank you so much

You and your mother looks very beautiful...😊😊

Thank you

Your Welcome 😊 @isha.ish

Have a great day dear 😊

Tomake & kakima ke darun lagche sis👌🏻♥️ @isha.ish

Thanks dada

Hey @isha.ish,

Your mother looking so beautiful and you too.
Happy mother's day.
#affable

Thank you so much dear

Nice diary from your side. Keep posting.

😊

You have been upvoted by @sapwood, a Country Representative from INDIA. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into Steemit.

Engagement is essential to foster a sense of community. Therefore we would request our members to visit each other's post and make insightful comments.

Thank you.

You look like your mother. When you come to your mother's age completely you will be a copy of your mother.
#affable #india

I like the photos, I could nit read the texts, all the best!

image.png