"পৃথিবীর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছি সকলে"

in hive-196725 •  4 years ago 

IMG-20210527-WA0007.jpg
(দীঘার সমুদ্র সৈকতে দিন কাটানোর স্মৃতি)

Hello,
বন্ধুরা

কেমন আছেন সবাই?
আশাকরি প্রত্যেকেই সুস্থ আছেন।

বর্তমানে আমাদের সকলের পরিস্থিতি প্রায় একই রকম।ঘরবন্দী জীবনে সকলেই অস্থির হয়ে উঠেছি, আরও কতদিন,কতমাস এই ভাবে থাকতে হবে জানিনা।এই পরিস্থিতির শেষ কোথায় কেউই জানিনা। তবে হ্যাঁ প্রত্যেকেই আশা রাখছি যে এই দিনের ও শেষ আসবে,পৃথিবী আবার আগের মতন সুস্থ হবে।

আর ও বেশি খারাপ লাগে যখন টিভি তে খবরে দেখি ইয়াস ঘূর্ণিঝড়ের কারণে গৃহহীন মানুষের জীবন যাপনের লড়াই। বাড়িঘর ছেড়ে যাদের বর্তমান বাসস্থান রাস্তা।প্লাস্টিকের তাবু টানিয়ে যারা বাস করছে,তাদের না আছে কোনো খাবারের সংস্থান, না আছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। সরকার থেকে যা ত্রাণ সামগ্রী পাচ্ছে সেটা দিয়েই কোনো রকমে দিন কাটছে ওদের।

church-6271645_1920.jpg
source
(জলের উচ্ছাস)

আবার শুনছি সামনে জোয়ারের সময় জলের পরিমাণ আরও বাড়বে, এই মানুষ গুলো কিভাবে বাঁচবে সত্যিই জানিনা।ওদের দেখে মনে হয় করোনার থেকে বাঁচার লড়াই ওদের কাছে কিছুই না,যতটা লড়াই ওরা প্রতিদিন বেঁচে থাকার জন্য করছে।

coast-6310250_1920.jpg
source
(জলের জোয়ারের ভয় এখন সবার মনে)

বিশ্বাস করুন এইসকল কিছু মনকে যেন আরও ভেঙে দিচ্ছে।সামনের দিন কেমন আসবে সেই ভয়ও যেমন রয়েছে,তেমনি মনের কোণে আশাও রয়েছে আবার সব ঠিক হবে।জীবন আবার স্বাভাবিক গতিতে চলবে।আপনজনদের মধ্যে দূরত্ব কমবে।

boy-2026064_1280.png
source
(সেই দিনের অপেক্ষায় যখন,সবাই একসাথে চলতে পারবো)

আসলে লড়াইটাই শেষ কথা।আজ আমরা করোনার বিরুদ্ধে লড়ছি ঠিকই।তবে ভেবে দেখবেন যখন করোনা ছিলনা,তখনও কিন্তু আমরা লড়েছি,শুধু তখন লড়াইটা যার যার নিজের সাথে, বা পরিবারের সাথে,বা মুষ্টিমেয় কিছু মানুষের সাথে হয়েছে। আজ আপনি লড়লে, কাল অন্য কেউ লড়েছে। তবে করোনার মত সারা পৃথিবী জুড়ে মানুষ একসাথে এই ভাবে লড়াই করেনি কখনো।
IMG-20180821-WA0051.jpg
(আপনজনদের সাথে দেখা হওয়ার অপেক্ষায় দিন গুনছি)

যাইহোক, বেচেঁ থাকতে গেলে লড়াই করতেই হবে এটা আমরা একটু বড় হলেই বুঝতে পারি, তবে বর্তমানে যারা এই পৃথিবীতে জন্ম নিচ্ছে তাদের কাছে এই পরিস্থিতি হয়ত গল্প হয়ে থেকে যাবে,ওরা বুঝতেও পারছে না কি দিন ওরা পার করছে, তবে সবটা যদি ঠিক হয়,একসময় এই দিনের কথা লেখা থাকবে ইতিহাসের পাতায়। ঠিক যেমন ভাবে আমরাও ইতিহাসে পুরোনো দিনের গল্প - কাহিনি পড়ি।সেইভাবেই এখনকার বাচ্চারাও পড়বে।

knowledge-1052013_1920.jpg
source
(২০২০ সাল লেখা থাকবে ইতিহাসের পাতায়)

সবটা ঠিক হবে এই আশা নিয়েই বেঁচে থাকতে হবে। আশা ছাড়লে চলবে না।সবাইকে সবরকম সাবধানতা অবলম্বন করতে হবে, তবেই করোনাকে হারানো সম্ভব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।

I believe everyone will appreciate and support my mother language bengali also.🙏 stay safe.
Good night

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I believe Bengali language is the sweetest language, and many will appreciate your work too. Keep sharing @sampabiswas

@sduttaskitchen Thank you so much 🥰.

beautifully written .. let us be strong to defeat COVID

@lother68 Thank you 🙏.