"আমার picklu র গল্প"

in hive-196725 •  4 years ago 

IMG_20210621_202551.jpg
(Picklu-my pet)

Good evening
বন্ধুরা,

কেমন আছেন আপনারা?নিশ্চয় ভালো আছেন। আর আপনারা সকলে ভালো থাকুন এই কামনা করি।আশাকরি আপনাদের দিনটা খুব ভালো কেটেছে।

কাল সারাদিন যদিও বৃষ্টি হয়নি,অনেকদিন বাদে একটু রোদের ঝলক দেখা গিয়েছিল।কিন্তু রাত হতে না হতেই আবার টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করলো।আজ সকাল থেকে অবশ্য আবহাওয়া বেশ ভালই ছিলো।না ভীষণ রোদ্দুর,না বৃষ্টি। তবে এখন আবার একটু মেঘ মেঘ করছে, হয়ত কালকের মতোই আবার রাতের দিকে বৃষ্টি হবে।
IMG_20210621_153303.jpg
(After having bath)

আমাদের পিকলু বাবুর আজ স্নান করার দিন ছিল।আসলে আর ও ২দিন আগে স্নান করাতে হত।কিন্তু বৃষ্টির কারণে আর করানো হয় নি।তাই আজ সকালে স্নান করিয়ে দিলাম। ওকে স্নান করানো প্রায় এক যুদ্ধের সমান।এতো দুষ্টুমি করে যে ওকে সামলানো খুব কষ্টকর।
IMG_20210621_153321.jpg

hair-dryer দিয়ে ওর পশম শুকাতে বেশ কিছুক্ষণ সময় লাগে। বৃষ্টি না হলে dryer ব্যবহার করিনা।শুধু শীতকালেই ব্যবহার করা হয়।কিন্তু আজ যেহেতু তেমন রোদ্দুর নেই তাই অগত্যা dryer দিয়েই শুকাতে হলো।dryer এর আওয়াজ শুনলেই সে কোন দিকে পালাবে বুঝতে পারে না।
IMG_20210621_153404.jpg
(He hate the sound of hairdryer)

বাবু খুব রেগে যায় dryer দেখলেই। একেতে স্নান করানোর রাগ,তার উপর আবার dryer।আমার উপর কিছুক্ষন তার খুব রাগ থাকে। পরে যখন আবার ওকে ওর প্রিয় বিস্কুট দিই,কোলে নিয়ে আদর করি, তখন সে একটু শান্ত হয়।
IMG_20210621_202511.jpg

বিকালে পশম আঁচড়ে দিলাম। Body-spray দিয়ে দিলাম।তারপর পাঁচিলে একটু ঘোরাঘুরি চললো আমাদের।সন্ধ্যা বেলা জরুরী কাজে বাপি একটু বাইরে বেরোলো, পিকলুও যেতে চাইলো।কিন্তু বাপি যেহেতু ওকে নিলো না,তার কি অভিমান।
IMG_20210622_160817.jpg
(His body spray)

ঘরের মধ্যে বারবার ঘুরে ঘুরে একবার এদিকে একবার ওদিকে শুয়ে পড়ছে।আমি ডাকলে তাকাচ্ছে ঠিকই কিন্তু আমার কাছে আসছিল না।যখনই ওর খাবারের কৌটো থেকে বিস্কুট নিলাম,অমনি সে লাফিয়ে আমার কোলে।অনেকক্ষণ খেলা চললো আমাদের।শেষে ওকে খেতে দিলাম।বাপি না ফেরা পর্যন্ত আমার তার সাথে খেলতে হলো।

IMG_20210621_202608.jpg

IMG_20210621_202623.jpg

IMG_20210621_202534.jpg
(Mood)

সব কিছু বোঝে সে।কেউ বকলে বোঝে,কেউ মজা করলে বোঝে, আর কেউ আদর করলে তো কথাই নেই। সে একেবারে তার গা ঘেঁষে শুয়ে পড়ে।এমন ভাবেই চলে আমাদের দিন।

IMG_20210621_202719.jpg

IMG_20210621_202806.jpg
(His favourite biscuits)

আজ ওর কিছু activists শেয়ার করলাম আপনাদের সাথে।আশাকরি দেখে ভালো লাগবে আপনাদের সকলে ভালো থাকবেন,সুস্থ থাকবেন,সাবধানে থাকবেন।
IMG_20210621_202821.jpg
(❤️ From,Picklu)

(I believe everyone will appreciate and support my mother language bengali also🙏.)

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I don't understand this language but you have shared every movement of your pet, and he looks very beautiful and how happy he became to see his favorite biscuit.
Have a nice day dear

@arjuskrwr Yeah I can understand, actually Bengali is my mother tongue. So I prefer to write in this language. Thank you so much for visiting my post 🙏. Stay safe 😊

Your pet looks pretty, keep sharing his activities 👍@sampabiswas

@sduttaskitchen Thank you so much. 🥰

Picklu is so cute and has beautiful eyes😍. Thank you for sharing. All photos of Picklu so sweet.
#affable

@birjudanak Thank you so much. Have a good day. Stay safe 😊.

Wow, pickle babu has taken a bath today? looks handome hahaha

@jyoti-thelight Thank you so much 🥰. Have a good day. Stay safe 😊

@sampabiswas your pet is very nice and beautiful .. nice photographs

@lother68 Thank you so much 🥰.

All your pet photos are very beautiful and cute, @sampabiswas.
Take care.