হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই। আশা করছি সবাইর ভাল আছেন। আমি #BOI তে নতুন। তাই আজকে আমার প্রথম পোস্ট করছি , তাও আবার আমার প্রিয় টিভি শো নিয়ে।
প্রত্যেক মানুষের নিজের একটা ভাল লাগা মন্দ লাগা থাকে । সেটা ছোটো থেকে বড় সবারই। আমার তেমনি ভাল লাগা মন্দ লাগা আছে। এটা স্বাভাবিক।
যাইহোক বলি তাহলে - আমার প্রিয় টিভি শো হলো সা রে গা মা পা।
একজন সঙ্গীত মানুষের এর বাইরে আর কোন শো প্রিয় হতে পারে আমার জানা নেই। আমি সেই ছোটবেলা থেকেই গান বাজনা করতে ভালোবাসি। প্রফেশনাল ভাবে যদিও কোনোদিন শেখা হয়নি তবুও গান আমার অন্তরে গাঁথা।
আমার সবচেয়ে ভাল লাগে জিশুর সেই খুনসুটি কথা গুলো যখন সে ভাষ্য দেয়। এছাড়া এখানকার বিচারকদের থেকে অনেক কিছু শেখা যায়। মোনালি ঠাকুর , শ্রীকান্ত আচর্য্য সহ সকল বিচারক আমার প্রিয়ার। ওনারা যেভাবে বিচার করেন প্রতিযোগীদের তা অত্যন্ত প্রশংসনীয়। আমার ও অনেক ইচ্ছে আমিও Zee Bangla SA Re Ga Ma Pa তে অডিশন দিবো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমি প্রফেশনালি সঙ্গীত চর্চা করিনি।
এবার আসি প্রিয় সিজন নিয়ে ।আমার দেখা সবথেকে প্রিয় সা রে গা মা পা সিজন হলো Season 2019। সেখানে অঙ্কিতা আমার সবথেকে প্রিয় সিঙ্গার ছিল। এছাড়াও গৌরব, সুমন আর নোবেল ও সাথে।
আমার সবথেকে ভাল লাগে যখন কোনো প্রতিযোগী তার সবটুকু দিয়া প্রাণপণ চেষ্টা করে। এই ছিল আমার পছন্দের টিভি চ্যানেল নিয়ে কিছু আবেগপ্রবণ তথ্য। আশা করছি সকলের ভাল লাগবে।
Best of luck for your participation, my family is fond of this show, I also belong from Kolkata and Bengali too. My best wishes for you @tipu2
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@pulook ধন্যবাদ দাদা 🥰 আমি steemit এ নতুন কিছু বুঝি না, শিখতেছি। আপনার comment এর জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit