আমার এই প্রজেক্টটি মূলত করা শুধু এই জন্য যে যাঁরা তাঁদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজেদের ক্রিপ্টো এসেট গুলো খুব সুরক্ষিত ভাবে সংরক্ষণ করে যেতে পারেন এবং যাঁদের প্রযুক্তিগত নলেজ খুব একটা বেশি নয় । এই লক্ষে এই বিশেষ প্রজেক্টটি হাতে নিয়েছি আমি ।
প্রজেক্টটিকে আমি মূলত তিনটি ধাপে ভাগ করে নিয়েছি -
০১. ওয়েব অ্যাপ ভিত্তিক প্রজেক্ট
০২. উইন্ডোজ অ্যাপ ভিত্তিক প্রজেক্ট
০৩. এন্ড্রোয়েড অ্যাপ ভিত্তিক প্রজেক্ট
এর মধ্যে আমি প্রথম শুরু করেছি "ওয়েব অ্যাপ ভিত্তিক প্রজেক্ট" নিয়ে । এই প্রজেক্টে অনলাইন এবং অফলাইন দু'টি অপশন-ই রাখা হচ্ছে । ওয়েব অ্যাপ ভিত্তিক প্রজেক্ট এর কাজ ইতিমধ্যে ৬০% কমপ্লিট । আসল যে কাজটি অর্থাৎ এনক্রিপশন এর কাজটি সেটা শেষ করেছি । যেহেতু এটা আমার একটা শখের প্রজেক্ট তাই খুব একটা টাইম দিতে পারছি না এর পিছনে । মাঝে মাঝে ভোরবেলাটায় ৪০-৪৫ মিনিট টাইম ব্যয় করছি এই প্রজেক্টটির পিছনে ।
এখন বলি এই প্রজেক্টটি কি ভাবে কাজ করে ?
০১. প্রথমে ওয়েব অ্যাপটি দিয়ে আপনার ক্রিপ্টো কারেন্সী ওয়ালেটের প্রাইভেট কীটা একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করে নেবেন খুব সহজেই । আপনি সারা জীবনে একটিমাত্র লং ক্যারেক্টার এর পাসওয়ার্ড দিয়ে আপনার সকল ক্রিপ্টো কারেন্সী ওয়ালেটের প্রাইভেট কী এনক্রিপ্ট করে রাখতে পারবেন । অর্থাৎ, সারা জীবনে একটিমাত্র পাসওয়ার্ড মনে রাখলে আপনার যে কোনো ক্রিপ্টো ওয়ালেটের প্রাইভেট কী আজীবনের জন্য সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে পারবেন । সেক্ষেত্রে মাস্টার পাসওয়ার্ডটি কিন্তু খুবই স্ট্রং দেবেন এবং কোথায় না লিখে রেখে নিজের ব্রেইন এ সেভ রাখাটাই উত্তম । আর যিনি আপনার উত্তরাধিকারী হবেন আপনি শুধু তাকেই মাস্টার পাসওয়ার্ডটি শেয়ার করতে পারেন ।
০২. প্রাইভেট কী এনক্রিপ্ট করে অ্যাপ দিয়ে একটি QR কোড জেনারেট করে নেবেন । এরপরে এনক্রিপ্টেড ডেটা এবং QR কোড উভয়ই ডিজিটালি এবং ফিজিক্যালি (পেপার/মেটাল/উডেন/ক্লথ প্রিন্টেড) করে সংরক্ষণ করে নেবেন । এছাড়াও প্রতিটি ক্রিপ্টো কারেন্সী ওয়ালেটের প্রাইভেট কী (এনক্রিপ্টেড) দিয়ে সুদৃশ্য ক্রিপ্টো ওয়ালেট কার্ড তৈরী করে সংরক্ষণ করে রাখতে পারবেন । যেহেতু এগুলো স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্টেড তাই আপনি পাবলিকলি এগুলো শেয়ার করলেও কোনো সিকিউরিটি ইস্যু তৈরী হওয়ার কোনো চান্স থাকবে না ।
০৩. এনক্রিপ্টেড ডেটা মূলত Base64 ফরম্যাটে থাকে । কিন্তু, আপনি ইচ্ছে করলে অ্যাপটি দিয়ে এটাকে ১০টি ভিন্ন ফরম্যাটে এনকোড করে নিতে পারবেন । এগুলো হলো - Hexadecimal, Text, Binary, Decimal, Base58, Base58Check, Base64, Rfc1751, Poetry এবং Rot13।
০৪. এরপরে যখনই আপনার ক্রিপ্টো ওয়ালেটটির প্রাইভেট কী টা (আন-এনক্রিপ্টেড) দরকার হবে ক্রিপ্টো টোকেন ট্রান্সফার বা ওয়ালেট রিস্টোর এর জন্য তখন আপনি দু'ভাবে এটিকে আবার আন-এনক্রিপ্ট করতে পারবেন । প্রথমটি হলো - অ্যাপটি ওপেন করে QR কোড ডিজিটালি ফাইল সিলেকশন এর মাধ্যমে লোড করে বা ক্যামেরা দিয়ে স্ক্যান করে এবং দ্বিতীয়টি হলো - সরাসরি এনক্রিপ্টেড ডেটা ইনপুট করে (কপি-পেস্ট ডিরেক্টলি) । যে কোনো দু'টি মাধ্যমেই আপনি মুহূর্তের মধ্যে আপনার এনক্রিপ্টেড ক্রিপ্টো ওয়ালেটটি ডিক্ৰিপ্ট করতে পারবেন । তবে ডিক্ৰিপ্ট করার সময় অবশ্যই সেম পাসওয়ার্ড ইউজ করতে হবে । অর্থাৎ, আপনি যে পাসোয়ার্ডটি দিয়ে আপনার ক্রিপ্টো ওয়ালেটটি এনক্রিপ্ট করেছিলেন ঠিক সেই পাসওয়ার্ডটিই দিতে হবে ।
ব্যাস হয়ে গেলো । খুবই সিম্পল ।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২৫ ট্রন জমানো (Today's target : To collect 525 trx)
তারিখ : ২৩ জুলাই ২০২৩
টাস্ক ৩৩৩ : ৫২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : 626f97e6f6bdaa27e166c39a4234e54f5c5f3ee6e5789460db30a47235bae425
টাস্ক ৩৩৩ কমপ্লিটেড সাকসেসফুলি
এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়
Account QR Code
TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png
VOTE @ameliajameas witness
witness_proxy_vote.png
OR
SET @ameliajameas
as your proxy
witness_vote.png
steempro....gif