আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
আজকে আমি বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল সম্পর্কে কিছু বলতে যাচ্ছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে৷
চলতি মাসের 9 তারিখ থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হতে যাচ্ছে। আসন্ন এ আসরে আটটি দল অংশগ্রহণ করবে।
এই 8টি দল সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরা হলো।।
১.মুম্বাই ইন্ডিয়ান্স
আইপিএলে সবচাইতে বেশি ট্রফি জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।তারা মোট ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে।এই টিমে দেশি-বিদেশি অনেক ভালো ভালো খেলোয়ার আছে।আসন্ন এবারের আসরের এই টিমের ক্যাপ্টেন রোহিত শর্মা।এই টিমের কোচ মাহেলা জয়াবর্ধনে।হারডিক পানডে, কায়রন পোলার্ড,সুরিয়া কুমার যাদব,ইশান কিশান, ট্রেন্ট বোল্ট এছাড়াও আরো অনেক ভালো ভালো খেলোয়ার এই টিমে আছে।
২.চেন্নাই সুপার কিং
চেন্নাই সুপার কিং তিনবারের চ্যাম্পিয়ন।
এই দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড়রা আছে।এই টিমের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এবং
স্টিফেন ফ্লেমিং এই টিমের কোচ।মঈন আলি, সুরেশ রায়না, ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা, সহ আরো অনেক ভালো খেলোয়াড় আছে।
৩.কলকাতা নাইট রাইডার্স
আইপিএলে দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কলকাতা টিমের ক্যাপ্টেন ইয়ন মরগান এবং এই দলের কোচ বেন্ডন ম্যাককালাম। আন্ডার রাসেল, সুনীল নারায়ন,দীনেশ কার্তিক, নিতিশ রানা,শাকিব আল হাসান সহ আরো অনেক ভালো খেলোয়াররা এই টিমে আছে।
৪.সানরাইজ হায়দ্রাবাদ
সানরাইজ হায়দ্রাবাদ তারা একবার শিরোপা জিতেছে।আসন্ন আইপিএলের এই টিমের ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার এবং এই টিমের কোচ ট্রেভর বায়লিস।এই দলে রশিদ খান,মোহাম্মদ নাবি, কেন উইলিয়ামস,ভুবনেশ্বর কুমার মনিশ পান্ডে সহ আরো অনেক ভালো খেলোয়াড় আছে।
৫.পাঞ্জাব লায়ন্স
পাঞ্জাবকে অনেক ভালো একটি দল এই দলের দেশে-বিদেশে অনেক ভালো তারকা আছে।এই দলের ক্যাপ্টেন লোকেশ রাহুল এবং কোচ অনিল কুম্বলে।এই দলে ক্রিস গেইল, নিকোলাস পুরান,মান্দেব সিং,মোহাম্মদ সামি সহ আরো অনেক ভালো খেলোয়াড় আছে।
৬.রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু
রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু একটি শক্তিশালী দল,এই দলের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং কোচ সাইমন কাটিস।আসন্ন এই আসরে এই দলে এবি ডি ভিলিয়ার্স,গ্লেন ম্যাক্সওয়েল, মোঃ সিরাজ, অ্যাডাম জাম্পা সহ আরো অনেক ভালো প্লেয়ার খেলবে
৭.রাজস্থান রয়েল
আসন্ন 2021 আইপিএল রাজস্থান রয়েলস অধিনায়কত্ব করবেন সঞ্জু স্যামসন এবং এই দলের কোচ অ্যান্ড্রু এমসিডোনাল্ড।এই দলে ক্রিস মরিস, জস বাটলার, বেনস্টক, মোস্তাফিজুররহমান সহ আরো অনেক ভালো খেলোয়াড় আছে।
৮.দিল্লি ক্যাপিটাল
দিল্লী ক্যাপিটাল এই টিমের অধিনায়ক করবেন রিশাভ প্যান্ট এবং এই টিমের কোচ রিকি পন্টিং।
শেখর ধাওয়ান, পৃথিবী সাহ, আজিঙ্কা রাহানে কাগিসো রাবাদা সহ অনেক তারকা খেলোয়াড় আছে।
আশা করা যায় এবারে আইপিএলে সবাই অনেক সুন্দর ভাবে উপভোগ করতে পারবে।
আমরা সবাই মাক্স ব্যবহার করে বাইরে বের হবো
ধন্যবাদ সবাইকে।