আশা করি আপনারা সবাই ভাল আছেন,সুস্থ আছেন এবং world of cricket প্ল্যাটফর্মটি উপভোগ করছেন।
আমার পছন্দের ফ্র্যাঞ্ছাইজি ক্রিকেট টীম :
সুচনা বচন এবং সংক্ষেপে কিছু কথাঃ
২০০৭ সালে বিসিসিআই ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তৈরি করেছিল, যে টুর্নামেন্ট টি-টোয়েন্টি ফরম্যাটের ভিত্তিতে তৈরি হয়েছিল।এই টুর্নামেন্টে আটটি দল এপ্রিল - জুন ২০০৮ এ অংশ নিয়েছিল। ২০ ই ফেব্রুয়ারী ২০০৮ সালে এ ভারতের আটটি বিভিন্ন শহরের প্রতিনিধিত্বকারী দলগুলি মুম্বাইয়ে নিলামে এ অংশ নিয়েছিল। কলকাতার প্রতিনিধিত্বকারী দলটি বলিউড বাদশাহ সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন সংস্থা রেড কিনেছিল। দলটির নাম ১৯৮০এর দশকের জনপ্রিয় আমেরিকান টেলিভিশন সিরিজ নাইট রাইডারের একটি উল্লেখযোগ্য চরিত্রের নাম অনুযায়ী করা।
২০১৫ সালের জুন মাসে কোলকাতার মালিকানাধীন দলটি ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ত্রিনিদাদ এবং টোবাগো রেড স্টিলের একটি অংশ কিনে নেয় এবং ২০১৬ সালে এটির নাম পালটিয়ে নতুন নাম করে ত্রিনবাগো নাইট রাইডার্স। ২০২০ সালের ডিসেম্বরে কোলকাতার মালিকানাধীন দলটি আসন্ন আমেরিকান টি -২০ মেজর লীগ ক্রিকেটেও একটি বিনিয়োগ করেছে।
মাঠঃ
নাইট রাইডার্সের হোম ভেন্যু ধরা হয় আইকনিক ইডেন গার্ডেন মাঠ। এটি বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের মালিকানাধীন এবং এটি ভারতের একসময়ের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ছিল ।এটির বসার ধারন ক্ষমতা ছিল ৯০,০০০ এরও বেশি । ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসির নিয়ম অনুযায়ী স্টেডিয়ামটি সংস্কার করা হয়েছিল।
কেন এই দলটি আমার পছন্দঃ
এই দলটির থিম সং হলো- করবো ,লড়বো জিতবো রে এই গান টি আমার ব্যাক্টিগত ভাবে খুবই পছন্দের। এছাড়া দলটির জার্সির রং – বেগুনি ও সোনালি এই দুইটি রঙ্গই আমার খুব পছন্দের। আইপিএল এর শুরু থেকেই আমি এই এই দলীর খেলা দেখে আসছি। দলটির প্রতীটি প্লেয়ার মাঠে তাদের সেরাটা দিয়ে চেস্টা করে। তাদের খেলার প্রধান কৌশল হল তারা কখনো হাল ছেড়ে দেয় না শেষ বল পর্যন্ত লড়াই করে যায়। কোলকাতা দলে রয়েছে আমাদের জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও বিদেশী প্লেয়ার জারা খেলছেন তারা সবাই আমার খুবই পছন্দের। দলতি দুইবার শিরোপা অরজন করে প্রমান করেছে তারা সেরা দল গুলোর ভিতরে একটি। কোলকাতা দলটি খুবই ব্যালেন্স একটি দল ব্যাটিং , বোলিং দুই বিভাগেই তারা খুবই ব্যালেন্সড একটি দল। এছাড়াও মাঠে তাদের সাপোর্ট করার জন্য বলিঊড বাদশা শাহরুখ খান নিজেই হাজির হয়ে জান। আইপিএলের অন্যতম ধারাবাহিক দল গুলোর ভিতরে কোলকাতা নাইট রাইডারস অন্যতম।
্দল নিয়ে ছক আকারে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
অধিনায়ক | এইউন মরগান |
---|---|
চ্যাম্পিয়ন | ২ বার (২০১২)(২০১৪) |
প্রধান কোচ | ব্রেন্ডন ম্যাক্কালাম |
নিজের মাঠ | ইডেন গার্ডেন |
মালিক | শাহরুখ খান, জুহি চ্যাওলা, রেড চিলিস |
শহর | কোলকা্তা |
প্রধান নির্বাহী | ভেঙ্কি মেহেশবর |
রং | বেগুনী,সোনালী |
২০২১ সালের খেলোয়াড়দের তালিকাঃ
নাম | ভূমিকা |
---|---|
এইউন মরগান | ব্যটস্ম্যান |
প্যাট কামিন্স | বোলার |
লকি ফারগুসন | বোলার |
হারভাজান সিং | স্পিনার |
সাকিব আল হাসান | ুঅলরাউন্ডার |
কুলদীপ জাদাব | স্পিনার |
নিতিশ রানা | ব্যাটসম্যান |
শুভমান গিল্ল | ব্যাটসম্যান |
ভরুন চক্রবরতী | স্পিনার |
ডিনেশ কার্তিক | উইকেটকিপার ব্যাটসম্যান |
সুনীল নারায়ন | স্পিনার |
প্রসিদ কৃষ্ণা | বোলার |
আন্দ্রে রাসেল | অল্রাউন্ডার |
রাহুল ট্রিপাতি | ব্যাটসম্যান |