![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYF84CJH4tavx8cPhDVWXcFkrfq4rvvhNG1fu63E2F4RV/image.png)
source
মাইলফলক
- ১৮৮০ সালের এই দিনে ইংল্যান্ডের মাটিতে ওভালে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।
- পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া টি২০ ক্রিকেটের সর্বোচ্চ(২৬৩) রান সংগ্রহ করেছিলেন।
ক্রিকেটারের জন্ম
- ১৯৬৮ সালের ৬ সেপ্টেম্বারে জন্মগ্রহন করেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান সাঈদ আনোয়ার।
- ১৯৯৫ সালের এই দিনে জন্মগ্রহন করেন বাংলাদেশের অন্যতম সেরা পেস বোলার মুস্তাফিজুর রহমান।
- ১৯৮৪ সালের এই দিনে জন্মগ্রহন করেন আয়ারল্যান্ডের ক্রিকেটার উইলিয়াম পোর্টারফিল্ড।