This Day in Cricket History

in hive-198058 •  3 years ago 


image.png
source

মাইলফলক

  • ১৯৮৬ সালের এই দিনে দ্যা ওভালে টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের ডেরেক স্টারলিংয়ের এক ওভারে ২৪ রান নিয়েছিলেন ইয়ান বোথাম।
  • ১৯৯৫ সালের এই দিনে গ্ল্যামারগনের বিপক্ষে গ্লস্টারশায়ারের হয়ে ১৬ টি ছক্কা হাঁকিয়েছিলেন আন্ড্রু সাইমন্ডস।
  • ২০২০ সালের আজকের এই দিনে আজহার আলীকে আউট করে টেস্ট ক্রিকেটের প্রথম পেসার হিশেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন জেমস অ্যান্ডারসন।

জয়

২০১৯ সালে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৯ রান তাড়া করতে নেমে ২৮৬ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল ইংল্যান্ড। শেষ উইকেটে জ্যাক লিচকে সাথে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে বেন স্টোকস ১ উইকেটের জয় এনে দিয়েছিল ইংল্যান্ডকে। যেখানে লিচের অবদান ছিল মাত্র ১ রান। ইনিংস শেষে বেন স্টোকস ১৩৫ রানে অপরাজিত ছিলেন।

ক্রিকেটারের জন্ম

  • ১৯৫৭ সালের ২৫ আগস্টে জন্মগ্রহন করেন পাকিস্তানের সাবেক পেসার সিকান্দার বখত।
  • ১৯৫২ সালের এই দিনে জন্মগ্রহন করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দুলীপ মেন্ডিস। তিনি ছিলেন শ্রীলঙ্কার প্রথম টেস্টজয়ী অধিনায়ক।

ইহলোক ত্যাগ

  • ১৯৬৮ সালের এই দিনে মৃত্যু বরণ করেন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় স্ট্যান ম্যাককেবের ।

শেষ ইনিংস

১৯৪৮ সালের ২৫ আগস্টে লর্ডসের মাঠে শেষ ইনিংস খেলতে নামেন ডন ব্র্যাডম্যান।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

This post has been upvoted by @boss75 from @steemcurator07 Account with support from the Steem Community Curation Project.

For more updates, keep following @steemitblog.

Best Regards!!!