We build a perfect Wicket 🏏

in hive-198058 •  4 years ago  (edited)

বুধবার

৩০/১২/২০২০


আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। এ বছরের আগস্ট মাসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করি যে, আমরা আমাদের খেলার মাঠের ক্রিকেট পিচ সংস্কার করব। ক্রিকেট পিচ সংস্কারে অনেক টাকার প্রয়োজন যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না তাই আমরা আমাদের এলাকার কিছু ক্লাব ও বড় পর্যায়ের কর্মকর্তাদের কাছে থেকে টাকা সংগ্রহ করি। এছাড়াও আমরা নিজেদের থেকে কিছু টাকা তুলি। আমাদের মোট সংগ্রহ ৩৯০০০ টাকার মতো হয়।
20201230_171145.jpg



20200815_133830.jpg

  • ১৫ ই আগস্ট আমরা মাঠে জায়গা ঠিক করি তারপর সবাই মিলে দিন ঠিক করি যে ১৬ তারিখ থেকে পিচের কাজ শুরু হবে। কিন্তু তার আগে আমরা আগেই পিচের জন্য মাটি ঠিক করি। আমরা ট্রাক প্রতি ৯০০ টাকা ঠিক করি। আমাদের পিচে ১২ ট্রাক মাটি ফেলতে হয়।

20200816_122326.jpg



20200818_101558.jpg

  • প্রথমেই আমরা পিচের নির্ধারিত জায়গায় দিন মজুর দিয়ে ভালো ভাবে জায়গার মাটি খুঁড়ে নেই। আমরাও তাদের কাজে সাহায্য করি আর পিচের মাটি মাঠের নিচু জায়গায় দিয়ে সমান করি। তারপর আমরা পিচের নির্ধারত জায়গায় ইটের গুঁড়া দিয়ে ভালো ভাবে একটি আস্তরণ তৈরি করি।

20200819_122209.jpg



20200819_122023.jpg

  • ইটের গুরার উপর আমরা ৯ ট্রাক মাটি ভালো ভাবে বিছিয়ে দেই। বৃষ্টির কারণে আমাদের মাঠের মাটি নরম হওয়ায় পিচের কাছে ট্রাক নিয়ে আসতে পারিনি। তাই আমরা কিছু দিনমজুর ঠিক করি। তারা আমাদের মাটি পিচে ফেলতে সাহায্য করে। কাজ তাড়াতাড়ি করার জন্য আমরাও সবাই তাদের সাহায্য করি।

20200820_143921.jpg



20200820_180809.jpg

  • মাটি দেওয়ার পর আমরা পিচের চারিদিকে মাটি দিয়ে বাঁধ দিয়ে দেই। যাতে যখন পিচে পানি দেওয়া হবে তখন যেনো পিচের মাটি সরে না যায়। বেশ কয়েক সপ্তাহ ধরে আমরা পিচে মাটিতে পানি দেই যাতে মাটি ভাবে বসতে পারে।

20200917_165520.jpg



20200920_173443.jpg

  • পিচের মাটিতে কয়েক সপ্তাহ পর ঘাস উঠে যায়, তাই আমরা পিচে ঘাস মারার ঔষুধ দেই। তার কিছু সপ্তাহ পর আমরা আরো ৭ ট্রাক এঁটেল মাটির ব্যাবস্থা করি। কারণ আমরা চাচ্ছিলাম যেনো পিচটা উচু হয়। ভবিষ্যতে যখন মাঠ সংস্কার করা হবে তখন পিচ যেনো নিচু না হয়। এছাড়াও পিচে যেনো প্রতি বছরের মতো যেনো পানি না জমে থেকে তাই আমরা উচু করি।

20201007_120322.jpg



20201013_111453.jpg

  • পিচে দ্বিতীয়বারে মত মাটি দেওয়ার পর আমরা মাটি চাপার জন্য রোলারের ব্যাবস্থা করি। রোলার দিয়ে ভালো ভাবে আমরা পিচ সমান করি। তারপর আমরা নিয়মিত পিচে পানি দেই। কিন্তু শীতের কারণে আমাদের পিচে ফাটল দেখা দেয়। তাই আমরা পিচে মাটি ও গোবর দিয়ে লেপার সিদ্ধান্ত নেই।

20201029_174451.jpg



20201225_153859.jpg

  • আমরা ২ ট্রাক মাটি এবং ৭ বস্তা গোবরের ব্যাবস্থা করি। প্রথমদিন আমরা নিজেরা পিচে গোবর ও মাটি মিশিয়ে লেপে দেই। কিন্তু আমাদের কাজ খারাপ হওয়ায় আমরা দুইজন কাজের মহিলাদের ঠিক করি। ওনারা আমাদের পিচে গোবর ও মাটি দিয়ে সুন্দর করে লেপে দেয়। যার কারণে আমাদের ক্রিকেট পিচের ফাটল বন্ধ হয়ে যায় এবং খেলার জন্য উপযুক্ত হয়ে যায়।

20201226_152113.jpg

20201230_110511.jpg

Cc:- @steemcurator01, @steemitblog

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ

আমার সাথে Twitter , Facebook or Instagram এ যোগাযোগ করতে পারেন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Shared on Twitter

SmartSelect_20201230-230047_Twitter.jpg


Polish_20201009_015638739.jpg

Your post has been upvoted by @steem-bangladesh courtesy of @tarpan

JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 SP50 SP100 SP250 SP500 SP

Follow @steem-bangladesh & @steemitblog for last updates

You have been upvoted by @toufiq777 A Country Representative from BANGLADESH we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.